হিসাববিজ্ঞান: দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
April 22, 2023

দৃশ্যমান সম্পত্তি কাকে বলে?
উওর: যেসব সম্পত্তির বাস্তব অস্তিত্ব আছে অর্থাৎ যে সম্পত্তি চোখে দেখা যায় ও ধরা ছোঁয়া যায় তাকে দৃশ্যমান সম্পত্তি বলে।
অদৃশ্যমান সম্পত্তি কাকে বলে?
উওর: যেসব সম্পত্তির বাহ্যিক অবস্থান নেই বা যে সকল সম্পত্তি দেখা যায় না তাকে অদৃশ্যমান সম্পত্তি বলে।
অবচয় রাখার উদ্দেশ্য কি?
উওর: সম্পত্তি প্রতিস্থাপন।
দ্বৈতহ্রাসমান জের পদ্ধতি বলতে কি বুঝায়?
উওর: ক্রমহ্রাসমান জের পদ্ধতি।
প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
উওর: যে সকল সম্পদ সরাসরি প্রকৃতি প্রদত্ত,রূপান্তর না করেই ব্যবহার করা যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে।
আয়ুষ্কাল কাকে বলে?
উওর: প্রতিটি স্থায়ী সম্পত্তির একটি আয়ুষ্কাল থাকে। প্রতিটি বছর কত সুবিধা প্রদান করবে তাকে আয়ুষ্কাল বলে।
ভগ্নাবশেষ মূল্য কাকে বলে?
উওর: সম্পত্তির আয়ুষ্কাল শেষে উক্ত সম্পত্তি বিক্রয় করে যে অর্থ পাওয়া যাবে তাকে ভগ্নাবশেষ মূল্য বলে।
অবচয় সঞ্চিতি কাকে বলে?
উওর: অনেক প্রতিষ্ঠান ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পত্তি হতে অবচয় বাদ না দিয়ে অবচয়ের জন্য একটি তহবিল সৃষ্টি করে, যার দ্বারা সম্পত্তি অকেজো হলে পড়ে ওই তহবিলের সাহায্যে সম্পত্তি ক্রয় করে নেয় এ জাতীয় তহবিলকে অবচয় সঞ্চিতি বলে।
ফ্রাঞ্চসাইজ কাকে বলে?
উওর: নির্দিষ্ট ভৌগোলিক সীমানার ভিতরে সরকার বা কোম্পানি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ওপর কোনো প্রতিষ্ঠানকে ব্যবসা করার অধিকার প্রদানকে ফ্রাঞ্চসাইজ বলে।
স্থির কিস্তি কাকে বলে?
উওর: সম্পত্তির অবচয় যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে স্থির কিস্তি বলে।
অবলোপন কাকে বলে?
উওর: যেসকল সম্পত্তির বাস্তব অস্তিত্ব নাই কিন্তু বাজার মূল্য আছে এই ধরনের সম্পত্তিকে স্থায়ী সম্পদ বলে। সম্পদের ব্যবহারজনিত হ্রাসকে অবলোপন বলে।
ব্যয় বন্টনের সাথে কি জড়িত?
উওর: অবচয় প্রক্রিয়া।
সময় ভিত্তিতে অবচয় নিরূপণ করা কোন পদ্ধতিতে অসম্ভব?
উওর: উৎপাদন একক পদ্ধতিতে।
অবচয়ের প্রাথমিক উদ্দেশ্য কি?
উওর: সম্পত্তির ক্রয়মূল্য সম্পত্তির ব্যবহার সময়কালের উপর বন্টন।
রেওয়ামিল প্রস্তুতে অবচয় সঞ্চিতি হিসাব এর ব্যালেন্স কোন পাশে দেখানো হয়?
উওর: ক্রেডিট পাশে।
স্থাবর সম্পত্তি বিক্রয় করলে কখন লাভ হয়?
উওর: বিক্রয় থেকে বিক্রীত সম্পত্তির বই মূল্য কম হলে।
অবচয় ধার্যের কারন গুলোকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা হয়?
উওর: দুইটি।
অবচয় ধার্যের অভ্যন্তরীণ কারণ কাকে বলে?
উওর: যখন কোন সম্পত্তির মূল্য রাস্তার স্বাভাবিক প্রকৃতিগত কারণেই ঘটে থাকে তখন উক্ত কারণসমূহ কে অভ্যন্তরীণ কারণ বলা হয়।
অবচয় ধার্যের বাহ্যিক কারণ কাকে বলে?
উওর: সম্পত্তির প্রকৃতিগত বা স্বাভাবিক কারণ ছাড়াও যখন অন্য কোন কারণে মূল্য হ্রাস ঘটে তখন তাকে অবচয় ধার্যের বাহ্যিক কারণ বলে।
হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অবচয় নির্ধারণ করার সময় কোন তিনটি মৌলিক বিষয় বিবেচনা করা হয়?
উওর: ব্যয় ,ব্যবহার কাল ও অবশিষ্ট মূল্য।
সম্পত্তির কোন প্রকার মূল্যকে অবচয় বলে?
উওর: ব্যবহৃত মূল্য।
অবলোপন ধার্য করা হয় কোন প্রকার সম্পদের উপর?
উওর: অদৃশ্যমান সম্পত্তির উপর
অবচয় হিসাব স্থানান্তরিত হয় কোথায়?
উওর: আয় বিবরণীতে।
অনুমান ভিত্তিক খরচ কে আরেক নামে কি বলা হয়?
উওর: অবচয়
অবচয় নির্ধারণ করার ক্ষেত্রে কোন পদ্ধতিকে বর্ধিষ্ণু পদ্ধতি বলা হয়?
উওর: বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি।
কোন পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে অবচয়যোগ্য মূল্য প্রয়োজন হয়না?
উওর: ক্রমহ্রাসমান।
কাজের একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় কি বিবেচিত হয় না?
উওর: অবচয়ের হার।
একটি সম্পত্তির ক্রয়মূল্য ও এর পুঞ্জিভূত অবচয় পার্থক্য কে কি বলা হয়?
উওর: বহিমূল্য।
অবলোপন ধার্য করা হয় কোন প্রকার সম্পদের উপর?
উওর: অদৃশ্যমান সম্পত্তির উপর।
বহিমূল্য বা নীট লিখিত মূল্য বলতে কি বুঝায়?
উওর: ক্রয়মূল্য-অবচয়।
পুঞ্জিভূত-অবচয়-যন্ত্রপাতি কোন ধরনের সম্পত্তি?
উওর: বিপরীত সম্পত্তি।