পলাশী যুদ্ধের ইতিহাস, কারণ ও ফলাফল

পলাশীর প্রান্তরে ইংরেজ ও নবাবের সেনাদের মুখোমুখি অবস্থান
পলাশীর প্রান্তর | Photo: Getty Images
নবাব সিরাজউদ্দৌলার দাদার নাম কি?
উত্তর: আলীবর্দি খান।

নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি?
উত্তর: মির্জা মোহাম্মদ।

নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার সিংহাসনে বসেন?
উত্তর: ২২ বছর বয়সে।

ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার সম্পর্কে কে ছিলেন?
উত্তর: খালা।

নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি?
উত্তর: বেগম লুৎফুন্নেসা।

মীর জাফর কে ছিলেন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌার সেনাপতি।

সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন কে?
উত্তর: সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগম।

পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উত্তর: ২৩ জুন, ১৭৫৭ সালে।

পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়?
উত্তর: ভাগীরথী নদীর তীরে।

নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কে?
উত্তর: রবার্ট ক্লাইভ।

পলাশীর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে।

পলাশীর যুদ্ধের কারণ কি কি?
উত্তর:
• ইংরেজদের নবাবের প্রতি অসৌজন্যমূলক আচরণ।
• নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইংরেজদের কলকাতায় দুর্গ নির্মাণ।
• নবাব দস্তকের অপব্যবহার নিষেধ করার সত্ত্বেও কোম্পানি নবাবের আদেশ অগ্রাহ্য করা।
• কোম্পানি চুক্তির শর্ত ভঙ্গ করা ও জনগণের উপর ইংরেজদের নির্যাতন।
• ইংরেজদের একের পর এক ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অবাধ্যতা।

নবাব সিরাজউদ্দৌলার পক্ষে ফরাসি কোন সেনাপতি যুদ্ধ করেন?
উত্তর: সেনাপতি সিন ফ্রে।

পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন কে?
উত্তর: সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর।

পলাশীর  যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণ কি কি?
উত্তর:
• নবাবের সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতা।
• নবাবের সেনাপতি থেকে সভাসদ অধিকাংশই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখা।
• যুদ্ধক্ষেত্রে নবাবে সিরাজউদ্দৌলার দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতা।
• সেনাপতি মিরজাফরের ষড়যন্ত্রের কথা জেনেও তার উপর নির্ভর করা।
• নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ ও রণকৌশলে উন্নত।
• রবার্ট ক্লাইভের দূরদর্শী, সূক্ষ্ম ও কূটবুদ্ধি।

নবাব সিরাজউদ্দৌলা কাকে কোরআন স্পর্শ করিয়ে শপথ করান?
উত্তর: সেনাপতি মীর জাফর কে।

পলাশি যুদ্ধের ফলাফল কি?
উত্তর:
• সিরাজউদ্দৌলার মৃত্যু ও পরাজয়।
• বাংলায় মুসলিম ও মধ্যযুগীয় শাসনের অবসান।
• বাংলায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যাত্রা।
• নামে মাত্র নবাব হয়ে মিরজাফরের বাংলার সিংহাসনে আরোহণ।
• রবার্ট ক্লাইভ বাংলার প্রকৃত ক্ষমতার অধিকারি হওয়া।
• উপমহাদেশে কোম্পানি শাসনের পথ সুগম হওয়া।
• বাংলা তথা ভারতের স্বাধীনতা ভূলুন্ঠিত হওয়া।

সিরাজউদ্দৌলার হত্যাকারী কে ছিলেন?
উত্তর: মুহম্মদিবেগ।

নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয় কত তারিখ?
উত্তর: ৩ জুলাই, ১৭৫৭।

কার আদেশে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়?
উত্তর: মীর জাফরের পুত্র মিরনের আদেশে।

বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা।

পলাশী দিবস কত তারিখ?
উত্তর: ২৩ জুন।