হিসাববিজ্ঞান: হিসাবের বইসমূহ
April 24, 2021

দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝায়?
উওর: লেনদেন লিপিবদ্ধকরণ।
দুতরফা দাখিলা পদ্ধতির জনক কে?
উওর: লুকা প্যাসিওলি।
Luca Pacioli এর পূর্ণ নাম কি?
উওর: Fra Luca Bartolomeo de pacioli.
দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কি?
উওর: সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট।
দুতরফা দাখিলা পদ্ধতির উপর সর্বপ্রথম বইয়ের নাম কি?
উওর: Summa- De-Arithmetica Geometrica Proportin-et- Proportionallita.
দুতরফা দাখিলা পদ্ধতির উপর প্রথম বই কত সালে প্রকাশিত হয়?
উওর: ১৪৯৮ সালে।
দুতরফা দাখিলা পদ্ধতির উপর দ্বিতীয় বই কত সালে প্রকাশিত হয়?
উওর: ১৫১৮ সালে।
হিসাবচক্র কাকে বলে?
উওর: নির্দিষ্ট হিসাবকালে লেনদেন লিপিবদ্ধকরণ ও আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য ব্যবহৃত কার্যপ্রণালীকে হিসাবচক্র বলে।
হিসাব চক্রের ধাপ কয়টি?
উওর: ৯টি।
সনাতন পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ কয়টি?
উওর: ৫টি।
আধুনিক হিসাবচক্রের প্রথম ধাপ কি?
উওর: লেনদেন বিশ্লেষণ।
হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ কাকে বলা হয়?
উওর:কার্যপত্র কে।
হিসাবরক্ষণের প্রাথমিক বই কাকে বলা হয়?
উওর: জাবেদা কে।
Journal শব্দের উৎপত্তি হয়েছে কোন ভাষার শব্দ থেকে?
উওর: ফরাসি Jour থেকে।
জাবেদাকে কি বলা হয়?
উত্তর: হিসাবের প্রাথমিক বই।
জাবেদা কাকে বলে?
উওর: দৈনন্দিন সংঘটিত লেনদেন শনাক্ত করে ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে সুনির্দিষ্ট বইতে লিপিবদ্ধ করাকে জাবেদা বলে।
জাবেদার ছকে মোট ঘর সংখ্যা কয়টি?
উওর:৫ টি।
জাবেদাকে কয় ভাগে ভাগ করা যায়?
উওর: দুই।
জাবেদাকে কি নামে অভিহিত করা হয় ?
উওর: দৈনিক বিক্রয় বই।
বিক্রয় জাবেদার অপর নাম কি?
উওর: দৈনিক বিক্রয় বই।
পুরাতন ব্যবসায়ে হিসাবকালের শুরুতে কোনটির প্রয়ােজন হয়?
উত্তর: বিপরীত জাবেদা।
জাবেদাকে হিসাবের সহকারী বই বলা হয় কেন?
উত্তর: জাবেদা খতিয়ানের সহকারী বই।
চালান কাকে বলে?
উওর: বিক্রেতা কর্তৃক ধারে বিক্রিত পন্যের দর, পরিমাণ, মূল্য ইত্যাদি লিপিবদ্ধ করে ক্রেতার নিকট পাঠানোকে চালান বলে।
চালান কত প্রকার?
উওর: দুই।
ক্যাশমেমো কাকে বলে?
উওর: বিক্রেতা কর্তৃক নগদে বিক্রিত পন্যের পরিমাণ,দর,মূল্য ইত্যাদি যে দলিল পাঠানো হয় তাকে ক্যাশমেমো বলে।
ক্যাশমেমো সাধারণত কয় কপি তৈরী করা হয়?
উওর: ৩ কপি।
বাট্টা কাকে বলে?
উওর: পন্য ক্রয় ও বিক্রয়ের সময় পন্যের লিখিত মূল্য থেকে এবং ধার আদায় ও পরিশোধের সময় প্রাপ্য-প্রদেয় থেকে যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে বাট্টা বলে।
বাট্টা কত প্রকার?
উওর: তিন।
Trade Discount অর্থ কি?
উওর: কারবারি বাট্টা।
কারবারি বাট্টা কাকে বলে?
উওর: ধারে কিংবা নগদে পন্য ক্রয়-বিক্রয়ের সময় পন্যের লিখিত মূল্য থেকে যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে করবারি বাট্টা বলে।
পরিমাণ বাট্টা কিসের অর্ন্তভুক্ত?
উওর: কারবারি বাট্টার।
ক্রয় বাট্টা কোন জাবেদায় লিপিবদ্ধ হয়?
উওর: নগদ প্রদান জাবেদায়।
বিক্রয় বাট্টা কোন জাবেদায় লিপিবদ্ধ হয়?
উওর: নগদ প্রাপ্তি জাবেদায়।
ক্রয় বাট্টা দ্বাড়া কি বুঝায়?
উওর: ব্যয় হ্রাস/বিপরীত ব্যয়।
বিক্রয় বাট্টা দ্বাড়া কি বুঝায়?
উওর: আয় হ্রাস/বিপরীত আয়।
ভাউচার কাকে বলে?
উওর: লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে।
ভাউচার কত প্রকার?
উওর: দুই।
"VAT" এর পূর্ণরুপ কি?
উওর: Value Added Tax.
"Value Added Tax" কে বাংলায় কি বলে?
উওর: মূসক।
ভ্যাট কাকে বলে?
উওর: পন্যের উপকরণ মূল্যের সংযোজনের উপর ১৫% হারে যে কর আরোপ করা হয় তাকে ভ্যাট বলে।
ভ্যাটের আরেক নাম কি?
উওর: মূল্য সংযোজন।
বাংলাদেশ কত সালে ভ্যাট চালু হয়?
উওর: ১৯৯১ সালের (১লা জুলাই)।
ডেবিট নোট কে তৈরী করেন?
উওর: ক্রেতা।
ক্রেডিট নোট কে তৈরী করেন?
উওর: বিক্রেতা।
প্রারম্ভিক দাখিলা দেওয়া হয় কেন?
উওর: হিসাবচক্রের ধারাবাহিকতা রক্ষার জন্য।
পাওনালিপি প্রেরণ করে কে?
উওর: বিক্রেতা।
প্রাপ্য হিসাব কর্তৃক স্বীকৃত বিলকে কি বলা হয়?
উওর: প্রাপ্য বিল।
পাওনাদার কর্তৃক প্রস্তুতকৃত বিলে স্বীকৃতি প্রদানকে কি বলে?
উওর: প্রদেয় বিল।
ক্রেডিট নোটের সাহায্যে কোন বই লেখা হয়?
উওর: বিক্রয় ফেরত বই।
ডেবিট নোটের সাহায্য কোন বই লেখা হয়?
উওর: ক্রয় ফেরত বই।
খতিয়ান কাকে বলে?
উওর: হিসাবসমূহ যদি কোনো বইয়ে সংরক্ষণ করা হয় তখন তাকে খতিয়ান বলে।
খতিয়ানকে কয় ভাগে ভাগ করা হয়?
উওর: ২ ভাগে।
খতিয়ানে আধুনিক চলমান জের ছকে টাকার ঘর কয়টি?
উওর: ৪টি।
খতিয়ানে মোট ঘরের সংখ্যা কয়টি?
উওর: ৮টি।
"Folioing" শব্দের অর্থ কি?
উওর: পৃষ্ঠা নম্বর লিখন।
সি/ডি কথাটির অর্থ কি?
উওর: নিচে নীত।
খুচরা নগদান বই কত প্রকার?
উওর: ২প্রকার।
ব্যবসায় কয় ধরনের নগদ বই দেখা যায়?
উওর: ৪ ধরনের।
বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রির লেনদেন লেখার ক্ষেত্রে কোন শব্দ ব্যবহৃত হয়?
উওর: সি।
কন্ট্রা এন্ট্রি এর অর্থ কি?
উত্তর: কন্ট্রা এন্ট্রি এর অর্থ বিপরীত দাখিলা।
কন্ট্রা এন্ট্রির অপর নাম কি?
উত্তর: কন্ট্রা এন্ট্রির অপর নাম সমন্বয় দাখিলা।
কন্ট্রা এন্ট্রি কতটি ও কি কি?
উত্তর: দুইটি। যথা: (১) ব্যাংককে জমাদান এবং (২) ব্যাংক থেকে উত্তোলন।
কখন কন্ট্রা এন্ট্রি দিতে হয়?
উত্তর: নগদ টাকা ব্যাংকে জমা দিলে কন্ট্রা এন্ট্রি দিতে হয়।
কন্ট্রা এন্ট্রি লিখা হয় কোথায়?
উত্তর: কন্ট্রা এন্ট্রি লিখা হয় দুইঘরা নগদান বইতে এবং তিনঘরা নগদান বইতে।
কন্ট্রা বিদ্রোহি দেশের নাম কি?
উত্তর: কন্ট্রা বিদ্রোহি দেশের নাম নিকারাগুয়া।
আমানতকারী কাকে বলে?
উওর: যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে আমানতকারী বলে।
চেকের মাধ্যমে "প্রাপ্তি" দুঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়?
উওর: ডেবিট দিকে ব্যাংকের ঘরে।
একঘরা নগদান বইয়ে কয়টি ঘর থাকে?
উওর: দশটি।
দুঘরা নগদান বইয়ে কয়টি ঘর থাকে?
উওর: বারোটি।
তিনঘরা নগদান বইয়ে কয়টি ঘর থাকে?
উওর: চৌদ্দটি।