ব্রিটিশ শাসন আমল: ব্রিটিশ গভর্নর ও তাদের সংস্কার কার্যক্রম

ব্রিটিশ শাসন আমল: ব্রিটিশ গভর্নর ও তাদের সংস্কার কার্যক্রম
লর্ড রবার্ট ক্লাইভ:

ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর: লর্ড ক্লাইভ। 

দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড ক্লাইভ ১৭৬৫ সালে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন।

ওয়ারেন হেস্টিংস:

ব্রিটিশ ভারতের শেষ গভর্নর ও প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।

দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন কে ও কত সালে?
উত্তর: ওয়ারেন হেস্টিংস ১৭৭২ সালে দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন।

বাংলার জেলা গুলোকে ভাগ করেন কে?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।

ভারতীয় উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।

পাঁচশালা ভূমি বন্দোবস্ত প্রথা চালু করেন কে ও কত সালে?
উত্তর: ওয়ারেন হেস্টিংস ১৭৭৪ সালে।

নিলাম সূত্রে ভূমি বন্দোবস্ত প্রথা চালু করেন কে ও কত সালে?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।

লর্ড ওয়েলেসলি:

ভারতীয় উপমহাদেশে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে?
উওর: গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি।

অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে?
উত্তর: গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি।

টিপু সুলতান ইংরেজ কোন সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন?
উত্তর: গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি।

লর্ড কর্নওয়ালিস:

দশশালা ভূমি বন্দোবস্ত প্রথা চালু করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড কর্নওয়ালিস ১৭৯০ সালে।

সূর্যাস্ত আইন চালু করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে।

চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে।

উপমহাদেশে সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন কে?
উত্তর: লর্ড কর্নওয়ালিস।

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক:

সতীদাহ প্রথা রহিত করেন কে ও কত সালে?
উওর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ সালে।

আদালতে ফরাসির পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন কে ও কত সালে?
উওর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮৩৫ সালে।

উপমহাদেশে ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কে?
উওর: লর্ড বেন্টিঙ্ক।

ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট’ প্রস্তাব করেন কে?
উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

ব্রিটিশ ভারতে সরকারি ভাষা হিসেবে ইংরেজি চালু হয় কত সালে?
উত্তর: ১৮৩৫ সালে।

কার সহায়তায় লর্ড বেন্টিঙ্ক বর্গীদের দমন করেন?
উত্তর: কর্নেল স্লিম্যানের।

লর্ড ডালহৌসী:

উপমহাদেশে ইংরেজ শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলেন কে?
উওর: লর্ড ডালহৌসি।

সাম্রাজ্যবাদি স্বত্ববিলোপ নীতি প্রণয়ন করেন কে?
উত্তর: লর্ড ডালহৌসী।

উপমহাদেশে রেল চালু করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড ডালহৌসী ১৮৫৩ সালে।

উপমহাদেশে টেলিগ্রাফ লাইন চালু করেন কে?
উত্তর: লর্ড ডালহৌসী।

বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড ডালহৌসী ১৮৫৬ সালে।

লর্ড ক্যানিং:

ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড ক্যানিং।

১৮৫৮ সালে উপমহাদেশে নিযুক্ত ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উওর: লর্ড ক্যানিং।

উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড ক্যানিং ১৮৫৩ সালে।

উপমহাদেশে প্রথম বাজেট পেশ করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড ক্যানিং ১৮৬১ সালে।

উপমাহাদেশে পুলিশি ব্যবস্থা চালু করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড ক্যানিং ১৮৬১ সালে।

লর্ড মেয়ো:

উপমহাদেশে আদমশুমারি প্রবর্তন করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড মেয়ো ১৮৭২ সালে।

ভারতবর্ষে প্রথম আগমশুমারি হয় কত সালে?
উত্তর: ১৮৭২ সালে।

লর্ড রিপন:

উপমহাদেশে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক কে?
উত্তর: লর্ড রিপন।

লোকাল বোর্ডে ও ডিস্ট্রিক বোর্ডের প্রতিষ্ঠাতা কে?
উওর: লর্ড রিপন।

লর্ড লিটন:

আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড লিটন।

লর্ড কার্জন:

ইউনিভার্সিটি অ্যাক্ট প্রণয়ন করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড কার্জন ১৯০৪ সালে।

বঙ্গভঙ্গ করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড কার্জন ১৯০৫ সালে।

লর্ড হার্ডিঞ্জ:

বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন কে ও কত সালে?
উত্তর: লর্ড হার্ডিঞ্জ ১৯১১ সালে।

অন্যান্য সংস্কার সমূহ:

ব্রিটিশ ভারতের দাসপ্রথা বন্ধ করতে অবদান সবচেয়ে বেশি কার?
উওর: লর্ড এডেনবরোর।

ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কত সালে?
উত্তর: ১৯১২ সালে।

ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।