উপমহাদেশে ইংরেজ শাসনের সূচনা: কোম্পানির দেওয়ানি লাভ, দ্বৈত শাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর
April 25, 2021
কোম্পানির দেওয়ানি লাভ ও গভর্নর রবার্ট ক্লাইভের প্রত্যাবর্তন:
মীর জাফরের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?
উত্তর: মীর জাফরের ছেলে নাজিম-উদ-দৌলা।
নাজিম-উদ-দৌলা মীর জাফরের কততম পুত্র ছিলেন?
উত্তর: দ্বিতীয়।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ানি লাভ করেন কত সালে ও কার কাছ থেকে?
উত্তর: ১৭৬৫ সালে মুঘল সম্রাট শাহ আজমের কাছ থেকে।
ইংরেজরা বাংলার শাসকরূপে আত্মপ্রকাশ করেন কত সালে?
উত্তর: ১৭৬৫ সালে।
রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার ভারতবর্ষে আসেন কত সালে?
উত্তর: বক্সারের যুদ্ধের পর ১৭৬৫ সালে।
বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর: রবার্ট ক্লাইভ।
রবার্ট ক্লাইভ ভারতবর্ষে ফিরে এসে কার সাথে মৈত্রীতা স্থাপন করেন?
উত্তর: অযোধ্যার পরাজিত নবাব সুজাউদ্দৌলার সাথে।
রবার্ট ক্লাইভ সুজাউদ্দৌলার কাছ থেকে কোন দুটি জেলা আদায় করে নেয়?
উত্তর: রবার্ট ক্লাইভ কারা ও এলাহাবাদ জেলা দুটি সুজাউদ্দিনের কাছ থেকে আদায় করেন।
দিল্লির সম্রাট শাহ আজমের সাথে রবার্ট ক্লাইভ বাৎসরিক কত টাকার বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন?
উত্তর: ছাব্বিশ লক্ষ টাকার বিনিময়ে।
নবাব নাজিম-উদ-দ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভ কত টাকা চুক্তির বিনিময়ে দেওয়ানি লাভ করেন?
উত্তর: বার্ষিক ৫৩ লক্ষ টাকার বিনিময়ে।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের ফলে উপমহাদেশের অর্থনীতির কি কি ক্ষতি হয়?
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুল্কহীন বাণিজ্যের ফলে কোম্পানির কর্মচারীরা বেপরোয়া হয়ে ওঠে। যার ফলে দেশীয় বণিকশ্রেণি, সাধারণ মানুষ অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে থাকে। কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলা থেকে প্রচুর অর্থ ইংল্যান্ডে পাচার হতে থাকে। যা বাংলার অর্থনীতির মেরুদন্ড সম্পূর্নভাবে ভেঙে ফেলে।
দ্বৈত শাসন ব্যবস্থা:
দ্বৈত শাসন ব্যবস্থা কি?
উত্তর: ১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ বাংলার নবাব থেকে দেওয়ানি সনদ প্রাপ্ত হলে যে শাসন প্রণালী প্রণয়ন করেন তাই ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত।
দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে ও কত সালে?
উওর: লর্ড রবার্ট ক্লাইভ ১৭৬৫ সালে।
দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব হয় কার হাতে?
উওর: নবাবের হাতে।
দ্বৈত শাসন ব্যবস্থায় রাজস্ব আদায়ের দায়িত্ব ন্যস্ত হয় কার হাতে?
উওর: রবার্ট ক্লাইভের হাতে।
ছিয়াত্তরের মন্বন্তর:
ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল কত সালে?
উওর: ইংরেজি ১৭৭০ সালে বা বাংলা ১১৭৬ সনে।
ছিয়াত্তরের দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
উওর: লর্ড কাটিয়ার।
ছিয়াওরের মন্বন্তরের সময় কোম্পানির মুর্শিদাবাদ প্রতিনিধি কে ছিলেন?
উত্তর: রিচার্ড বেচার।
রিচার্ড বেচার ছিয়াত্তরের দুর্ভিক্ষকে কিভাবে বর্ণনা করেন?
উত্তর: “দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করিতেছে তাহা গুজব নয়, অতি সত্য।”
ছিয়াত্তরের দুর্ভিক্ষে বাংলার কত শতাংশ মানুষ মৃত্যুমুখে পতিত হয়?
উত্তর: এক-তৃতীয়াংশ।
দ্বৈত শাসন ব্যবস্থা রহিত বা অবসান করেন কে?
উওর: গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস।
উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে?
উওর: গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস।
বাংলার প্রথম ও শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উওর: ওয়ারেন হেস্টিংস।
বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতা স্থানান্তর করেন কে?
উত্তর: গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস।