চৈনিক সভ্যতার ইতিহাস
April 25, 2021
![]() |
পৃথিবীতে বিরাজমান সবচেয়ে পুরাতন সভ্যতা কোনটি?
উত্তর: চৈনিক সভ্যতা।
চৈনিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উওর: হুয়াংহো (পিত) ও ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায়।
চৈনিক সভ্যতা গড়ে ওঠে কত বছর আগে?
উওর: প্রায় ৪০০০ বছর আগেহ।
চৈনিক সভ্যতার বিশেষ অবদান কি?
উওর: আধুনিক আমলাতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করা।
চীনা ভাষায় সিম্বলের সংখ্যা কত?
উত্তর: প্রায় ৪০ হাজার।
চীনের জনগোষ্ঠী মূলত ছিল?
উওর: মঙ্গোলীয়।
চৈনিক সভ্যতা গড় তুলেছিল কারা?
উত্তর: শাং রাজারা।
শাং রাজারা সভ্যতা গড়ে তুলেছিল কোথায়?
উওর: হুয়াংহো নদীর তীরে।
শাং শাসনের প্রধান কেন্দ্র ছিল?
উত্তর: উত্তর হুনান প্রদেশ।
দৈববাণী সম্বলিত হাড় কোন শাসন আমলে ব্যবহার করা হতো?
উত্তর: শাং রাজাদের শাসন আমলে।
চৈনিক সভ্যতার যুগে কোন ধাতুর জিনিস ব্যবহার করা হতো?
উত্তর: ব্রোঞ্জ বা তামার জিনিস ব্যবহৃত হত।
চীনারা প্রথম ব্রোঞ্জ এর ব্যবহার শুরু করেন কখন?
উত্তর: ২০০০ খ্রিস্টপূর্বাব্দে।
চীনা লিখন পদ্ধতির ভিত্তিমূল ছিল?
উত্তর: শাং ধর্মীয় ব্যবস্থা।
একাধারে শাসক ও পুরোহিত ছিলেন কারা?
উত্তর: শাং রাজারা।
কনফুসিয়াস কে ছিলেন?
উওর: চীনের প্রভাবশালী দার্শনিক।
কার মতে ‘পরিবারবই সমাজের মৌলিক একক’?
উত্তর: কনফুসিয়াসের।
চীনের প্রাচীনতম দার্শনিক কে ছিলেন?
উত্তর: লাওৎসে।
কনফুসিয়াসের দর্শন চীনে ধর্মে পরিণত হয় কত খ্রিস্টপূর্বাব্দে?
উওর: ২০৬ খ্রিস্টপূর্বাব্দে।
কনফুসিয়াসের উল্লেখযোগ্য দর্শন ও উক্তি-
- পরিবারবই সমাজের মৌলিক একক।
- পরিবারের শান্তি-শৃংখলার উপর সমাজের শান্তি-শৃংখলা নির্ভর করে।
- ভাল শাসনব্যস্থা মানুষকে সুখী করতে পারে।
- জন্মগত অধিকারের ভিত্তিতে নয়, বরং চরিত্র, যোগ্যতা, এবং শিক্ষার গুণেই একজন শাসক দেশ শাসন করার অধিকার লাভ করেন।
কনফুসিয়াসের চিন্তাধারার বিপরীত চিন্তাধারাকে কি বলা হয়?
উত্তর: তাওবাদ বা দাও।
তাওবাদ দর্শন প্রবর্তন করেন কে?
উত্তর: লাওৎজু।
লাওৎজু রচিত পুস্তকের নাম কি?
উত্তর: “তাও তে চিং ব” বা “The Classic of the Way and It's Power”.
চিউ চ্যাং সুয়ান শু কি?
উওর: চীনাদের রচিত প্রাচীন পাটিগণিত গ্রন্থ।
চীনে বিজ্ঞান ও প্রযুক্তির উন্মেষ ঘটে কোন রাজবংশের শাসন আমলে?
উত্তর: চিন রাজবংশ ও হান রাজবংশের শাসন আমলে।
বিয়াংকু কে ছিলেন?
উত্তর: প্রাচীন চীনের শৈল্য চিকিৎসক। যিনি নাড়ী পরীক্ষা পদ্ধতিতে প্রথম চিকিৎসা করান।
সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র ও ছাপাখানা আবিষ্কার করেন কারা?
উত্তর: প্রাচীন চীনারা।
চীনের কোন বংশের রাজত্বকালে প্রথম মুদ্রণযন্ত্র চালু করা হয়?
উত্তর: সুই বংশের রাজত্বকালে।
চীনের ইতিহাসে সরকারি ভাবে প্রথম সেতু নির্মাণ করেন কে?
উত্তর: চৌ বংশের রাজা ওয়েন।
তুত গাছের পাতার সাহায্যে রেশম পোকা চাষের পদ্ধতি প্রথম আবিষ্কৃত হয়?
উত্তর: চৈনিক সভ্যতার যুগে।
সভ্যতার ইতিহাসে প্রথম ফুলের চাষ শুরু করে কারা?
উত্তর: চীনারা।
চীনের মহাপ্রাচীর:
চীনের মহাপ্রাচীর চীন দেশের কোন সীমান্তে অবস্থিত?
উত্তর: উত্তর সীমান্তে।
চিন বংশের প্রথম সম্রাট কে ছিলেন?
উত্তর: চিং শিহ হোয়াং-তি।
সমগ্র চীনকে একত্রিত করেন কে?
উত্তর: চিং শিহ হোয়াং-তি।
চীনের মহাপ্রাচীর নির্মাণ করা হয় কখন?
উত্তর: চিন বংশ, হান বংশ ও মিং বংশের শাসন আমলে।
চীনের মহাপ্রাচীর নির্মাণ শুরু করেন কে?
উত্তর: চিং শিহ হোয়াং-তি।
চীনের মহাপ্রাচীরের প্রথম অংশ নির্মাণ করতে কত সময় লেগেছিল?
উত্তর: ১০ বছর।
চীনের প্রাচীর নির্মাণে নেতৃত্ব দেন কে?
উত্তর: চিং শিহ হোয়াং-তির জেনারেল মেং তিয়ান।
জেনারেল মেং তিয়ান মহাপ্রাচীর নির্মাণে কত জন লোক নিয়োগ দেন?
উত্তর: তিন লাখ।
চীনের মহাপ্রাচীরের সবচেয়ে বড় অংশের কাজ সম্পন্ন হয় কখন?
উত্তর: খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে মিং রাজবংশের শাসন আমলে।
চীনের মহাপ্রাচীর নির্মাণে ব্যবহার করা হয়েছে?
উত্তর: ইট ও গ্রানাইটের পাথর।
চীনের মহাপ্রাচীর তৈরির প্রধান উদ্দেশ্য কি ছিল?
উত্তর: বৈদেশিক শত্রুর হাত থেকে চীন কে রক্ষা করা।
চীনের কয়টি প্রদেশের মধ্য দিয়ে মহাপ্রাচীর বিস্তার লাভ করেছে?
উত্তর: ৫ টি।
চীনের মহাপ্রাচীর ইউরোপের কোন সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল?
উত্তর: রোমান সাম্রাজ্য।
চীনের মহাপ্রাচীরের শুরু কোন প্রদেশ থেকে?
উত্তর: উত্তর হুপেই প্রদেশ থেকে।
চীনের মহাপ্রাচীর শেষ হয়েছে কোন প্রদেশে?
উত্তর: কানসু প্রদেশ।
চীনের মহাপ্রাচীরের উচ্চতা কত?
উত্তর: ১৫ থেকে ৫০ ফুট।
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?
উত্তর: ২১,১৯৬ কিলোমিটার।
চীনের মহাপ্রাচীরের প্রস্থ কত?
উত্তর: ৫ থেকে ৮ মিটার।
চীনের মহাপ্রাচীরকে চীনা ভাষায় কি বলা হয়?
উত্তর: দশহাজার লী-র প্রাচীর।
হান শাসন ব্যবস্থা প্রচলন ছিল কোথায়?
উত্তর: প্রাচীন চীনে।
সম্রাট উতি কে ছিলেন?
উত্তর: চীনের প্রাচীন হান সাম্রাজ্যের সম্রাট।
সিল্ক রোডের নিরাপত্তার জন্য মহাপ্রাচীর বিস্তার করেন কারা?
উত্তর: হান সম্রাটরা।
হান আমলের তৈরি মহাপ্রাচীরের অস্তিত্ব দেখা যায় কোথায়?
উত্তর: বর্তমান জিনজিয়াং থেকে হুপেই প্রদেশ পর্যন্ত হান আমলের মহাপ্রাচীর দেখা যায়।
প্রাচীন চৈনিক সাহিত্যের বেশি অংশ জুড়ে রয়েছে?
উত্তর: ধ্রুপধি সাহিত্য।
চীনে ধ্রুপধী সাহিত্যের সৃষ্টি হয়েছিল কখন?
উত্তর: হান পূর্ববর্তী চৌ যুগে।
“ইয়াং লো তার তিয়েন” কি?
উত্তর: প্রাচীন চৈনিক বিশ্বকোষ।