বাংলাদেশের ইপিজেড (EPZ)
June 18, 2021
বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলসমূহ নিয়ন্ত্রণ করেন কে?
উত্তর: BEPZA. বা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কতৃপক্ষ।
ইপিজেড (EPZ) এর নিয়ন্ত্রিত সংস্থাটির নাম কি ?
উত্তর: BEPZA.
BEPZA এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Export Processing Zones Authority.
BEPZA প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৮০ সালে।
BEPZA কোন মন্ত্রনালয়ের অধীনে?
উত্তর: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে।
ইপিজেড (EPZ) কি?
উত্তর: ইপিজেড হলো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা।
EPZ এর পূর্ণরূপ কি?
উত্তর: Export Processing Zone.
বিশ্বের প্রথম ইপিজেড (EPZ) প্রতিষ্ঠিত হয় কোন দেশে?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ এশিয়ার প্রথম ইপিজেড (EPZ) প্রতিষ্ঠিত হয় কোন দেশে?
উত্তর: বাংলাদেশ।
বাংলাদেশ মোট ইপিজেড (EPZ) এর সংখ্যা কত?
উত্তর: ১০ টি।
বাংলাদেশে সরকারি ও বেসরকারি ইপিজেড (EPZ) এর সংখ্যা কত?
উত্তর: সরকারি ৮ টি ও বেসরকারি ২ টি।
বাংলাদেশের বেসরকারি ইপিজেড (EPZ) এর নাম কি?
উত্তর: REPZ ও KEPZ.
KEPZ তৈরির উদ্যোগ নেয় কোন কোম্পানি?
উত্তর: ইয়ংওয়ান। এটি একটি কোরিয়ান কোম্পানি।
বাংলাদেশের প্রথম ইপিজেড (EPZ) কোথায় স্থাপিত হয়?
উত্তর: চট্টগ্রাম।
বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (EPZ) কোনটি?
উত্তর: চট্টগ্রাম ইপিজেড।
বাংলাদেশের প্রথম সরকারি ইপিজেড (EPZ) কোনটি?
উত্তর: চট্টগ্রাম EPZ.
চট্টগ্রাম ইপিজেড (EPZ) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৩ সালে।
কর্ণফুলি ইপিজেড (EPZ) কোথায় অবস্থিত?
উত্তর: পতাঙ্গা, চট্টগ্রাম।
কর্ণফুলি ইপিজেড (EPZ) প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ২০০৬ সালে। এটি দেশের অষ্টম সরকারি EPZ.
বাংলাদেশে চালু EPZ (ইপিজেড) এ সর্বোচ্চ বিনিয়োগ কোন শিল্পে?
উত্তর: তৈরি পোশাক শিল্পে।
ঢাকা ইপিজেড (EPZ) কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা ইপিজেড ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকার সাভারে অবস্থিত।
বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড (EPZ) কোনটি?
উত্তর: উত্তরা EPZ, নীলফামারী।
আদমজী ইপিজেড (EPZ) কোথায় অবস্থিত?
উত্তর: নারায়ণগঞ্জ।
সস্প্রতি কোথায় আরো দুটি নতুন ইপিজেড (EPZ) স্থাপিত হচ্ছে কোথায়?
উত্তর: মেঘনা EPZ, মুন্সীগঞ্জ ও ফেনী EPZ, ফেনী।
বাংলাদেশের ইপিজেড (EPZ) সমূহের তালিকা:
ক্রমিক | নাম | প্রতিষ্ঠার সাল | অবস্থান |
---|---|---|---|
১ম | চট্টগ্রাম ইপিজেড | ১৯৮৩ | হালিশহর, চট্টগ্রাম |
২য় | ঢাকা ইপিজেড | ১৯৯৩ | সাভার, ঢাকা |
৩য় | মোংলা ইপিজেড | ১৯৯৮ | মোংলা, বাগেরহাট |
৪র্থ | ঈশ্বরদী ইপিজেড | ১৯৯৮ | পাকশি, পাবনা |
৫ম | উত্তরা ইপিজেড | ১৯৯৯ | সঙ্গলশী, নীলফামারী |
৬ষ্ঠ | কুমিল্লা ইপিজেড | ২০০০ | বিমানবন্দর, কুমিল্লা |
৭ম | আদমজী ইপিজেড | ২০০৬ | নারায়ণগঞ্জ |
৮ম | কর্ণফুলী ইপিজেড | ২০০৬ | পতেঙ্গা, চট্টগ্রাম |