বাংলাদেশের ইপিজেড (EPZ)

 

দেশ পরিচিতিঃ লাওস
বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলসমূহ নিয়ন্ত্রণ করেন কে?
উত্তর: BEPZA. বা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কতৃপক্ষ।

ইপিজেড (EPZ) এর নিয়ন্ত্রিত সংস্থাটির নাম কি ?
উত্তর: BEPZA.

BEPZA এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Export Processing Zones Authority.

BEPZA প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৮০ সালে।

BEPZA কোন মন্ত্রনালয়ের অধীনে? 
উত্তর: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে।

ইপিজেড (EPZ) কি?
উত্তর: ইপিজেড হলো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা।

EPZ এর পূর্ণরূপ কি?
উত্তর: Export Processing Zone.

বিশ্বের প্রথম ইপিজেড (EPZ) প্রতিষ্ঠিত হয় কোন দেশে?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ এশিয়ার প্রথম ইপিজেড (EPZ) প্রতিষ্ঠিত হয় কোন দেশে?
উত্তর: বাংলাদেশ।

বাংলাদেশ মোট ইপিজেড (EPZ) এর সংখ্যা কত?
উত্তর: ১০ টি।

বাংলাদেশে সরকারি ও বেসরকারি ইপিজেড (EPZ) এর সংখ্যা কত?
উত্তর: সরকারি ৮ টি ও বেসরকারি ২ টি।

বাংলাদেশের বেসরকারি ইপিজেড (EPZ) এর নাম কি?
উত্তর: REPZ ও KEPZ.

KEPZ তৈরির উদ্যোগ নেয় কোন কোম্পানি?
উত্তর: ইয়ংওয়ান। এটি একটি কোরিয়ান কোম্পানি।

বাংলাদেশের প্রথম ইপিজেড (EPZ) কোথায় স্থাপিত হয়?
উত্তর: চট্টগ্রাম।

বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (EPZ) কোনটি?
উত্তর: চট্টগ্রাম ইপিজেড।

বাংলাদেশের প্রথম সরকারি ইপিজেড (EPZ) কোনটি?
উত্তর: চট্টগ্রাম EPZ.

চট্টগ্রাম ইপিজেড (EPZ) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৩ সালে।

কর্ণফুলি ইপিজেড (EPZ) কোথায় অবস্থিত?
উত্তর: পতাঙ্গা, চট্টগ্রাম।

কর্ণফুলি ইপিজেড (EPZ) প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ২০০৬ সালে। এটি দেশের অষ্টম সরকারি EPZ.

বাংলাদেশে চালু EPZ (ইপিজেড) এ সর্বোচ্চ বিনিয়োগ কোন শিল্পে?
উত্তর: তৈরি পোশাক শিল্পে।

ঢাকা ইপিজেড (EPZ) কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা ইপিজেড ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকার সাভারে অবস্থিত।

বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড (EPZ) কোনটি?
উত্তর: উত্তরা EPZ, নীলফামারী।

আদমজী ইপিজেড (EPZ) কোথায় অবস্থিত?
উত্তর: নারায়ণগঞ্জ।

সস্প্রতি কোথায় আরো দুটি নতুন ইপিজেড (EPZ) স্থাপিত হচ্ছে কোথায়? 
উত্তর: মেঘনা EPZ, মুন্সীগঞ্জ ও  ফেনী EPZ, ফেনী।

বাংলাদেশের ইপিজেড (EPZ) সমূহের তালিকা:
ক্রমিক নাম প্রতিষ্ঠার সাল অবস্থান
১ম চট্টগ্রাম ইপিজেড ১৯৮৩ হালিশহর, চট্টগ্রাম
২য় ঢাকা ইপিজেড ১৯৯৩ সাভার, ঢাকা
৩য় মোংলা ইপিজেড ১৯৯৮ মোংলা, বাগেরহাট
৪র্থ ঈশ্বরদী ইপিজেড ১৯৯৮ পাকশি, পাবনা
৫ম উত্তরা ইপিজেড ১৯৯৯ সঙ্গলশী, নীলফামারী
৬ষ্ঠ কুমিল্লা ইপিজেড ২০০০ বিমানবন্দর, কুমিল্লা
৭ম আদমজী ইপিজেড ২০০৬ নারায়ণগঞ্জ
৮ম কর্ণফুলী ইপিজেড ২০০৬ পতেঙ্গা, চট্টগ্রাম