অর্থনৈতিক ধারণা: আয়, সঞ্চয়, বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যাবলি

অর্থনৈতিক ধারণা: আয়, সঞ্চয়, বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যাবলি
আয় কাকে বলে?
উওর: উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য বা এটির মালিক একটি নির্দিষ্ট সময় পর যে অর্থ পায় তাকে আয় বলে।

মজুরি কাকে বলে?
উওর: শ্রমের জন্য প্রাপ্ত আয়কে মজুরি বলে।

খাজনা কাকে বলে?
উওর:জমির জন্য প্রাপ্ত আয়কে খাজনা বলে।

মুনাফা কাকে বলে?
উওর: উদ্যোক্তা সকল খরচ মিটিয়ে যা আয় করেন তাকে মুনাফা বলে।

মানুষ আয় করে কিসের জন্য?
উওর: ভোগ করার জন্য।

সঞ্চয় কাকে বলে?
উওর: অর্জিত আয়ের একটি অংশ ভবিষ্যতের কথা ভেবে কোনো একটি প্রতিষ্ঠানে রেখে দেওয়াকে সঞ্চয় বলে।

মানুষ সঞ্চয় করে কি থেকে?
উওর: আয়।

বিনিয়োগ কাকে বলে?
উওর: সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে।

উৎপাদনের পরিমাণ বাড়ে কিভাবে?
উওর: বিনিয়োগের মাধ্যমে।

বেঁচে থাকার জন্য মানুষের কাজের মূল লক্ষ্য কি?
উওর: জীবিকা সংগ্রহ করা।

মানুষের জীবন ধারণের জন্য কয় ধরনের কার্যাবলি রয়েছে?
উওর: ২ ধরনের।

অর্থনৈতিক কার্যাবলি কাকে বলে?
উওর: মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলে।

মানুষের অর্থনৈতিক কর্মকান্ডের মূল প্রেরণা কি কি?
উওর: দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা, নতুন দ্রব্য ও সেবা পণ্য সৃষ্টি করা।

অ-অর্থনৈতিক কার্যাবলি কাকে বলে?
উওর: যে সমস্ত কর্মকান্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবন ধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অ-অর্থনৈতিক কার্যাবলি বলে।

কৃষকরা জমিতে কাজ করে তা কোন ধরনের কার্যাবলি?
উওর: অর্থনৈতিক।

পিতা-মাতার সন্তান লালন পালন কোন ধরনের কার্যাবলি?
উওর: অ-অর্থনৈতিক।

বাংলাদেশের অর্থনীতি কয়টি খাতের উপর নির্ভরশীল?
উওর: ৩টি।

বাংলাদেশের অর্থনীতির খাত গুলো কি কি?
উওর: কৃষি,শিল্প ও সেবা।

সাম্প্রতিক জাতীয় আয়ে কোন কোন খাতের অবদান ক্রমেই বাড়ছে?
উওর: শিল্প ও সেবা।

জাতীয় আয়ে কোন খাতের অবদান কমছে?
উওর: কৃষি।

বাংলাদেশের শ্রমশক্তির কত ভাগ শ্রমিক কৃষি খাতে নিয়োজিত?
উওর: প্রায় ৫০%।

মোট জনসংখ্যার কত ভাগ মানুষ কৃষির উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত?
উওর: প্রায় ৭৫ ভাগ।