অর্থনীতি: পরিচিতি, মুদ্রাস্ফীতি ও অর্থব্যবস্থা
April 25, 2021

প্রাচীন কোন সভ্যতার যুগে ধর্মগ্রন্থ ও দর্শনের বইয়ে অর্থনীতি নিয়ে আলোচনা হতো?
উত্তর: হিব্রু সভ্যতার যুগে।
প্রাচীন কালে অর্থনীতি বলতে কি বুঝানো হতো?
উত্তর: উৎপাদন, ভোগ ও দৈনন্দিক সংসার পরিচালনার বিদ্যা।
প্রাচীন ভারতের কোন গ্রন্থে অর্থনীতি বিষয়ক আলোচনা করা হয়?
উত্তর: কৌটিল্যের অর্থশাস্ত্রে।
বাণিজ্যবাদ কাকে বলে?
উত্তর: ষোড়শ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বাণিজ্যবাদ বলা হয়।
আধুনিক অর্থনীতির মূল ভিত্তি কি?
উত্তর: ইংরেজ অর্থনীতিবিদ অ্যডাম স্মিথের লেখা বই An Inquiry into the nature and Causes of the Wealth of Nations বইকে আধুনিক অর্থনীতির মূল ভিত্তি ধরা হয়।
অভাব কাকে বলে?
উত্তর: মানুষ যা চায় তা সব সময় পায় না। মানুষের এই না পাওয়ার-চাওয়ার নামই অভাব।
সম্পদের দুষ্প্রাপ্যতা কি?
উত্তর: প্রয়োজনের তুলনায় সম্পদের পরিমান কম হওয়াকে অর্থনীতির ভাষায় সম্পদের দুষ্প্রাপ্যতা বলে।
ভূমিবাদীদের মতে উৎপাদনশীল খাত কোনটি?
উত্তর: কৃষি। (খনি ও মৎসক্ষেত্রসহ)
অর্থনীতি কাকে বলে?
উত্তর: অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলি আলোচনা করে।
অর্থনীতির জনক বলা হয় কাকে?
উত্তর: অ্যডাম স্মিথ কে।
অর্থনীতির দশটি মৌলিক নীতি প্রণয়ন করেন কে?
উত্তর: গ্রেগরি ম্যনকিউয়ে।
একটি দেশের মানুষের জীবনযাত্রার মান কিসের উপর নির্ভর করে?
উত্তর: দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর।
উন্নত দেশ সমূহের মাথাপিছু আয় বেশি কেন?
উত্তর: উন্নত দেশের মানুষের দ্রব্য সেবা উৎপাদন ক্ষমতা বেশি।
মুদ্রাস্ফীতি:
দ্রব্যমূল্য বেড়ে যায় কখন?
উত্তর: যখন সরকার অতি মাত্রায় মুদ্রা ছাপায়।
মুদ্রা ছাপানোর ক্ষমতা কার হাতে থাকে?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের।
অতি মাত্রায় মুদ্রা ছাপানো হলে কি ঘটে?
উত্তর: মুদ্রাস্ফীতি ঘটে।
অর্থের মান ও মূল্য কমে যায় কখন?
উত্তর: মুদ্রাস্ফীতি ঘটলে।
মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তর: অতিরিক্ত মুদ্রা ছাপানোর ফলে মুদ্রার মান কমে যাওয়া ও দ্রব্যসামগ্রীর মূল্যান্তর বেড়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে।
বেকার কাকে বলে?
উত্তর: কোনো শ্রমিক বাজার মুজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না তাকে বেকার বলে।
বেকারত্ব বাড়ে কখন?
উত্তর: অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমলে বেকারত্বের হার বাড়ে।
বেকারত্ব কমে কখন?
উত্তর: অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্বের হার কমে।
অর্থনীতি ব্যবস্থা:
একটি সরল অর্থনীতিতে কয় ধরণের প্রতিনিধি থাকে?
উত্তর: দুই ধরণের। যথা: (১) ভোক্তা ও (২) উৎপাদক।
মুনাফা কাকে বলে?
উত্তর: উদ্যোক্তার অবশিষ্ট আয়কে মুনাফা বলে।
অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে কয়টি পদ্ধতিতে বিভক্ত করা হয়?
উত্তর: তিনটি।
ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় কোনো পণ্যের দাম, উৎপাদন ভোক্তার চাহিদার উপর ভিত্তি করে বাজারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারীত হয় তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় অর্থনৈতিক কর্মকান্ড ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়।
ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার সূত্রপাত ঘটে কখন?
উত্তর: অষ্টাদশ শতাব্দীর ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে।
আয় বৈষম্য তৈরি হয় কোন অর্থব্যবস্থায়?
উত্তর: ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায়।
সরকারের হস্তক্ষেপ থাকে না কোন অর্থব্যবস্থায়?
উত্তর: ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায়।
নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় পণ্যের দাম, উৎপাদন ও ভোগ রাষ্ট্র বা সমাজ কতৃক নির্ধারিত হয় তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।
কোন অর্থনীতি ব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত থাকে?
উত্তর: নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়।
প্রথাগত অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় প্রথা ও সামাজিক বিশ্বাসে সবকিছু নির্ধারণ করে তাকে প্রথাগত অর্থব্যবস্থা বলে।
মিশ্র অর্থনীতি ব্যবস্থা কাকে বলে?
উত্তর: যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থনীতি ব্যবস্থা বলে।
ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে সম্মিলিত ভূমিকা পালন করে কোন অর্থনীতি ব্যবস্থায়?
উত্তর: মিশ্র অর্থনীতি ব্যবস্থায়।
যুক্তরাষ্ট্রের অর্থনীতিক ব্যবস্থা কেমন?
উত্তর: মিশ্র অর্থনীতি ব্যবস্থা।
বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা কেমন?
উত্তর: মিশ্র অর্থনীতি ব্যবস্থা।
মিশ্র অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান কোন কোন দেশে?
উত্তর: বর্তমান বিশ্বের অধিকাংশ দেশেই মিশ্র অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান। এরমধ্যে উল্লেখ্যযোগ্য: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ, ভারত ইত্যাদি।
কোন অর্থব্যবস্থায় ভোক্তা অধিক স্বাধীনতা ভোগ করে?
উত্তর: মিশ্র অর্থনীতি ব্যবস্থায়।
বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে কোন অর্থব্যবস্থার মিল রয়েছে?
উত্তর: মিশ্র অর্থব্যবস্থা।
ইসলামিক অর্থনীতি ব্যবস্থা কাকে বলে?
উত্তর: ইসলামের মৌলিক নিয়ম-কানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে যে অর্থব্যবস্থা গড়ে উঠে তাকে ইসলামিক অর্থনীতি ব্যবস্থা বলে।