ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন ও আধুনিক যুগ
April 25, 2021

ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন কে?
উত্তর: বার্থলোমিউ দিয়াজ ১৪৮৭ সালে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন।
ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশা হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৪৮৭ সালে।
উপমহাদেশে পর্তুগিজদের আগমন:
ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতবর্ষে আসে কারা?
উত্তর: পর্তুগিজরা।
ভাস্কো-দা-গামা কে ছিলেন?
উত্তর: পর্তুগিজ নাবিক।
ভাস্কো-দা-গামা ভারতবর্ষে প্রথম অবতরণ করেন কত সালে?
উত্তর: ২৭ নভেম্বর, ১৪৯৮ সালে।
ভাস্কো-দা-গামা কোন বন্দরে অবতরণ করেছিলেন?
উত্তর: ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে।
পর্তুগিজরা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে বাণিজ্যঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে কত সালে?
উত্তর: ১৫৩৮ সালে।
পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তুলে?
উত্তর: হুগলীতে।
ভারতবর্ষে পর্তুগিজরা উপনিবেশ গড়ে তুলে কত সালে?
উত্তর: ১৫৭৯ সালে।
পর্তুগিজরা বাংলায় ব্যবসা বাণিজ্য শুরু করে কত সালে?
উত্তর: ১৫৮০ সালে।
ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উওর: আল বুকার্ক।
ভারতের সর্বশেষ পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন?
উওর: ফ্রান্সিসকো অলমিতা।
পর্তুগিজদের বাংলা থেকে বিতারণ করেন কে?
উত্তর: সুবেদার শায়েস্তা খান।
পর্তুগিজরা বাংলায় কি নামে পরিচিত ছিল?
উত্তর: ফিরিঙ্গি নামে।
উপমহাদেশে ওলন্দাজ বা ডাচদের আগমন:
ওলন্দাজ বা ডাচ কোন দেশের অধিবাসী বা নাগরিক ছিলেন?
উত্তর: হল্যান্ড বা নেদারল্যান্ডের।
বাণিজ্যের উদ্দেশ্যে ওলন্দাজরা গঠন করেন?
উত্তর: ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ইউনাইটেড বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?
উত্তর: ১৬০২ সালে।
ওলন্দাজ বা ডাচরা বাংলার কোথায় কুঠির স্থাপন করেন?
উত্তর: চুঁচুড়া ও বাঁকুড়ায়।
বিদারার যুদ্ধ সংগঠিত হয় কত সালে?
উত্তর: ১৭৫৯ সালে।
বিদারার যুদ্ধ সংগঠিত হয় কাদের মধ্যে?
উত্তর: ডাচ ও ইংরেজদের মধ্যে।
বিদারার যুদ্ধে পরাজিত হয় কারা?
উত্তর: ডাচরা।
ওলন্দাজ বা ডাচরা ভারতবর্ষ ত্যাগ করেন কত সালে?
উত্তর: ১৮০৫ সালে।
ডাচরা বাংলায় কি নামে পরিচিত ছিল?
উত্তর: ওলন্দাজ।
রাজশাহী বড়কুঠি নির্মাণ করেন কারা?
উত্তর: ডাচরা।
ভারতবর্ষে দিনেমার বা ডেনিশদের আগমন:
দিনেমার কারা ছিল?
উত্তর: ডেনমার্কের অধিবাসী বণিকরা।
বাণিজ্যের উদ্দেশ্যে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন কারা?
উত্তর: দিনেমার বণিকরা।
দিনেমাররা দক্ষিণ ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করেন কত সালে?
উত্তর: ১৬২০ সালে দিনেমাররা দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুরে বাণিজ্য কুঠি স্থাপন করেন।
দিনেমাররা বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করেন কত সালে ও কোথায়?
উত্তর: ১৬৭৬ সালে দিনেমার বণিকেরা বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করেন।
দিনেমাররা বাণিজ্য কুঠি বিক্রি করে কত সালে ও কাদের কাছে?
উত্তর: ১৮৪৫ সালে দিনেমাররা বাণিজ্য কুঠি ইংরেজদের কাছে বিক্রি করেন।
উপমহাদেশে ইংরেজদের আগমন:
কত সালে ইংল্যান্ডে দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়?
উত্তর: ১৬০০ খ্রিস্টাব্দে।
দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া গঠনের সময় ইংল্যান্ডের রাণী কে ছিলেন?
উত্তর: রাণী এলিযাবেথ।
ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে আসা বণিকদের মধ্যে শাসন করেছিল কারা?
উওর: ইংরেজরা।
উপমহাদেশে ইংরেজদের আগমন ঘটে কত সালে?
উত্তর: ১৬০৮ সালে।
ক্যাপ্টেন হাকিন্স সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাত করেন কত সালে?
উত্তর: ১৬০৮ সালে।
সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ইংরেজদের জন্য বাণিজ্য সুবিধা আদায় করেন কে?
উত্তর: স্যার টমাস রো।
স্যার টমাস রো ভারতবর্ষ ত্যাগ করেন কত সালে?
উত্তর: ১৬১৯ সালে।
ইংরেজরা প্রথম বাংলা কুঠি স্থাপন করে কোথায় ও কত সালে?
উওর: সুরাটে ১৬০৮ সালে।
মোগল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কত সালে?
উওর: ১৬৬০ সালে।
ইংরেজদের বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন কে?
উত্তর: সুবেদার শাহজাদা সুজা।
ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করেন কত সালে?
উত্তর: ১৬৫৮ সালে।
ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ে করেন কাকে?
উত্তর: পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিনা চার্জ কে।
ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসেবে ভারতের কোন শহর লাভ করেন?
উত্তর: মুম্বাই।
রাজা দ্বিতীয় চার্লস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে মুম্বাই শহর বিক্রি করেন কত পাউন্ডে?
উত্তর: পঞ্চাশ হাজার পাউন্ডে।
ইংরেজরা প্রথম বাংলা আক্রমণ করেন কত সালে?
উওর: ১৬৬৮ সালে।
ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন কারা ও কত সালে?
উত্তর: ইংরেজরা ১৭০০ সালে।
ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতা।
ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ করা হয় কার নাম অনুসারে?
উত্তর: ইংল্যান্ডের তৃতীয় রাজা উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ করা হয়।
ইংরেজরা কলকাতা অধিকার করে কত সালে?
উওর: ১৭৫৭ সালের ২ জানুয়ারি।
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উওর: ২৩ জুন, ১৭৫৭ সালে।
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কাদের মধ্যে?
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদৌল্লা ও ইংরেজদের মধ্যে।
পলাশীর যুদ্ধে বিজয় লাভ করেন কারা?
উত্তর: ইংরেজরা।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
উত্তর: ১৭৬৫ সালে।
কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জব চার্নক।
জব চার্নক কলকাতা, সুতানটি ও গোবিন্দগঞ্জ নামে তিনটি গ্রামের জমিদারিস্বত্ব লাভ করেন কত টাকার বিনিময়ে ও কত সালে?
উত্তর: ১৬৯০ সালে ১২০০ টাকার বিনিময়ে।
ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য অধিকার প্রদান করেন কে?
উত্তর: দিল্লির সম্রাট ফাররুখশিয়ার।
ইংরেজদের নিজস্ব মুদ্রা প্রচলন অধিকার প্রদান করেন কে?
উত্তর: দিল্লির সম্রাট ফাররুখশিয়ার।
ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত সালে?
উত্তর: ১৮৫৮ সালে।
উপমহাদেশে ফরাসিদের আগমন:
উপমহাদেশে সর্বশেষ আগত বণিক কোম্পানির নাম কি?
উত্তর: ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?
উত্তর: ১৬৬৪ সালে।
ভারতবর্ষে ফরাসি উপনিবেশ গড়ে উঠে কোথায় ও কত সালে?
উত্তর: পন্ডিতচেরিতে ১৬৭৩ সালে।
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কার্যক্রম শুরু করে কত সালে?
উত্তর: ১৬৭৪ সালে।
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেন কারা?
উত্তর: ফরাসিরা।
বাংলার সুবেদার শায়েস্তা খান ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কোন এলাকা বিক্রি করেন?
উত্তর: গঙ্গা নদীর তীরে অবস্থিত চন্দননগর নামক স্থানটি বিক্রি করেন।
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যায় বাণিজ্য করার অধিকার লাভ করে কত সালে?
উত্তর: ১৬৯৩ সালে।
ফরাসিরা ভারতবর্ষ ত্যাগ করে কখন?
উত্তর: দক্ষিণাত্যের কর্ণাটকের যুদ্ধসমূহে পরাজিত হওয়ার পর।
দেশে সরকারি কাজে ফরাসি ভাষা চালু করেন কে?
উত্তর: রাজা টোডরমল।