ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, কারণ ও ফলাফল
April 25, 2021
ইংরেজদের সাথে যুদ্ধের জন্য ফকির-সন্ন্যাসীদের সাহায্য চান কে?
উত্তর: নবাব মীর কাসিম।
ফকির দলের নেতা কে ছিলেন?
উওর: ফকির মজনু শাহ।
সন্ন্যাসী দলের নেতা কে ছিলেন?
উত্তর: ভবানী পাঠক।
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়?
উত্তর: ১৭৬০ সালে সর্বপ্রথম ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়।
ফকির-সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় কোথায় থেকে?
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ঢাকায় সর্বপ্রথম সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয়।
ফকির-সন্ন্যাসী বিদ্রোহের কারণ কি ছিল?
উত্তর:
• ইংরেজ কতৃক ফকির-সন্ন্যাসীদের অবাধ গতিবিধিতে বাধা সৃষ্টি করা।
• ভিক্ষা সংগ্রহ করাকে বে-আইনী ঘোষণা করা।
• ফকির-সন্ন্যাসীদের দস্যু-ডাকাত বলে আখ্যায়িত করা।
• ১৭৭১ সালে ১৫০ জন ফকিরকে বিনা কারণে হত্যা করা।
ঢাকার কুটি লুট করা হয় কত সালে?
উত্তর: ১৭৬৩ সালে।
ফকির-সন্ন্যাসী বিদ্রোহের দু'জন নেতার নাম কী?
উত্তর: ফকির-সন্ন্যাসী বিদ্রোহের দু'জন নেতা হলো, মজনু শাহ ও ভবানী পাঠক।
সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম মহিলা নেতা কে ছিলেন?
উত্তর: দেবী চৌধূরাণী। তিনি সন্ন্যাসী বিদ্রোহে ভবানী পাঠকের সাথে নেতৃত্ব দেন।
সন্ন্যাসী নেতা ভবানী পাঠক কত সালে নিহত হন?
উত্তর: ১৭৮৭ সালে লেফটেন্যান্ট ব্রেনানের নেতৃত্বে ইংরেজ সৈনিকদের আক্রমনে ভবানী পাঠক নিহত হন।
সন্ন্যাসী আন্দোলনের অবসান ঘটে কখন?
উত্তর: ১৭৮৭ সালে ভবানী পাঠকের মৃত্যুর মধ্য দিয়ে।
ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করেন কে?
উত্তর: ব্রিটিশ সরকার।
ফকির নেতা মজনু শাহের যুদ্ধ পদ্ধতি কেমন ছিল?
উত্তর: গেরিলা পদ্ধতি।
ফকির নেতা মজনু শাহ মৃত্যু বরণ করেন কত সালে?
উত্তর: ১৭৮৭ সালে।
ফকির নেতা মজনু শাহের মৃত্যুর পর নেতৃত্ব গ্রহণ করেন কারা?
উত্তর: মুসা শাহ, সোবাহ শাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ।
ফকির নেতারা ইংরেজদের কাছে চূড়ান্ত ভাবে পরাজিত হয় কত সালে?
উত্তর: ১৮০০ সালে।
ফকির-সন্ন্যাসী আন্দোলনের ফলাফল কি?
উত্তর:
• ১৭৮৭ সালে ভবানীর মৃত্যুর মধ্য দিয়ে সন্ন্যাসী আন্দোলনের অবসান।
• ১৮০০ সালে ফকির নেতাদের ইংরেজ কতৃক চূড়ান্ত পরাজয়।
ফকীর-সন্ন্যাসী বিদ্রোহ নিমূল হয় কত সালে?
উত্তর: ১৮০০ সালে।