হিব্রু বা ইহুদি সভ্যতা
April 25, 2021
1
![]() |
হিব্রু বা ইহুদি সভ্যতা | Photo: Getty Images |
হিব্রু সভ্যতা কোন সময়কার সভ্যতা?
উত্তর: হিব্রু সভ্যতা খ্রিস্টপূর্বাব্দ দেড় হাজার বছর আগের সভ্যতা।
প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: হিব্রু সভ্যতা।
প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: হিব্রু সভ্যতা।
পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি?
উত্তর: হিব্রু ভাষা।
হিব্রু মূলত কোন ভাষার নাম?
উত্তর: পৃথিবীর প্রাচীনতম সেমিটিক ভাষার নাম।
হিব্রু শব্দের অর্থ কি?
উত্তর: হিব্রু শব্দের অর্থ একদল আশ্রয়হীন লোক এবং স্বাধীন পার্বত্যবাসী।
হিব্রু সভ্যতার বিকাশ ঘটে কোন নগরীকে কেন্দ্র করে?
উত্তর: বর্তমান ইসরায়েলের জেরুজালেম নগরী কে কেন্দ্র করে।
হিব্রুদের আদি নিবাস কোথায় ছিল?
উত্তর: আরব ভূমিতে।
হিব্রু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: জর্ডান নদীর তীরে।
হিব্রুরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: নিচু বংশের লোক বা যাযাবর জাতি।
হিব্রু সভ্যতার অবদান কি?
উত্তর: খ্রিস্ট্রের জন্মের দেড় হাজার বছর পূর্বে মধ্যপ্রাচ্যে হিব্রুরা ছিল ক্ষুদ্র ও দুর্বল জাতি। ইতিহাসে যুদ্ধ, কূটনীতি, স্থাপত্য ও শিল্পক্ষেত্রে হিব্রু সভ্যতার অবদান খুব কম। কিন্তু নীতিশাস্ত্র, দর্শন, চিন্তাধারা, আইন ও ধর্মবিস্তারে হিব্রু সভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হিব্রু আইনের সবচেয় বড় ভান্ডার কোনটি?
উত্তর: Deuteronomy code বা ওল্ড স্টেটমান্টের পঞ্চম গ্রন্থে সংযোজিত আইন।
ঈশ্বরের আরাধনা বা একেশ্বরবাদ সর্বপ্রথম প্রচার করে কারা?
উত্তর: হিব্রুরা।
হিব্রুদের ধর্ম কি ছিল?
উত্তর: ইহুদি।
হিব্রুদের প্রধান ধর্মীয় নেতা কে?
উত্তর: হযরত মুসা (আ:)।
বাইবেলে হিব্রু শব্দটি কার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে?
উত্তর: আব্রাহাম বা ইব্রাহিম (আ:) এর ক্ষেত্রে।
হিব্রুদের শিল্প ও সাহিত্য সৃষ্টিতে উৎসাহ সৃষ্টি করেছে?
উত্তর: বাইবেলের ওল্ড (পুরাতন) স্টেটামেন্ট।
হিব্রু সাহিত্য অন্তর্ভুক্ত রয়েছে কোন গ্রন্থে?
উত্তর: ওল্ড স্টেটমান্ট ও Apocrypha গ্রন্থে।
বর্তমানে হিব্রুদের বংশধরেরা কোথায় বসবাস করে?
উত্তর: ইসরায়েল।
বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর?
উত্তর: হিব্রুদের বংশধর।
ইহুদি ধর্মের বিকাশ ঘটে কখন?
উত্তর: খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে।
ইহুদিদের প্রধান ধর্ম গ্রন্থ কোনটি?
উত্তর: তোরাহ বা হিব্রু বাইবেল (ওল্ড স্টেটামেন্ট)।
ইসরায়েল শব্দের অর্থ কি?
উত্তর: খোদার সৈনিক।
ইহুদিদের মিশর থেকে প্রত্যাবর্তনের কাহিনী বর্ণিত রয়েছে?
উত্তর: ওল্ড স্টেটামেন্টের Exodus এ।
ইহুদি জাতির উপাস্য কে?
উত্তর: ইয়াহু বা যিহেভা।
ওল্ড স্টেটামেন্ট মোট কতটি পুস্তক নিয়ে গঠিত?
উত্তর: ৩৯ টি।