হংকং পরিচিতি 🇭🇰

হংকং পরিচিতি
হংকং এর বর্তমান পরিচয় কি?
উত্তর: চীনের একটি প্রদেশ।

হংকং চীনের অধীনে আসে কত সাল?
উত্তর: ১৯৯৭ সালে।

হংকং এর রাজধানীর নাম কি?
উত্তর: নেই। সাবেক রাজধানীর নাম ভিক্টোরিয়া।

হংকং এর সরকারি ভাষা কোনটি?
উত্তর: চাইনিজ ভাষা।

হংকং এর প্রধান ধর্ম কোনটি?
উত্তর: বৌদ্ধ।

হংকং এর জনসংখ্যা কত?
উত্তর: ৬,৮৬৪,৩৪৬ জন। (আদমশুমারি ২০০৬)

হংকং এর আয়তন কত?
উত্তর: ১,০৬৪ বর্গ কিলোমিটার।

হংকং এর মুদ্রার নাম কি?
উত্তর: হংকং ডলার (HKD)।

হংকং এর আইনসভার নাম কি?
উত্তর: লেজিসলোটিভ কাউন্সিল।

হংকং এর জনগণের জাতীয়তা কি?
উত্তর: চীনা

হংকং ব্রিটেনের অধীনে ছিল কত বছর?
উত্তর: ১৫৬ বছর।

হংকং চীনের নিকট হস্তান্তর করা হয় কবে?
উত্তর: ১ জুলাই, ১৯৯৭।

হংকং এর সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর: ক্রিস প্যাটেন।

গণতন্ত্রের জন্য ছাতা বিপ্লব সংঘটিত হয় কোন দেশে?
উত্তর: হংকং।

হংকং গঠিত হয় কতটি দ্বীপ নিয়ে?
উত্তর: ২৬০ টির বেশি।

ফ্রি পোর্ট/মুক্ত বন্দর হিসেবে পরিচিত কোন দেশ?
উত্তর: হংকং।

চীনের এক দেশ দুই নীতি প্রযোজ্য?
উত্তর: হংকং এর ক্ষেত্রে।

চীনের দ্বৈত অর্থনীতি ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত হয়?
উত্তর: হংকং এর অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে।

জাপান হংকং দখল করেছিল কখন?
উত্তর: প্যাসিফিক যুদ্ধের সময়।

আফিম যুদ্ধ সংগঠিত হয় কাদের মধ্যে?
উত্তর: ব্রিটেনচীনের মধ্যে।

কোন যুদ্ধের পর হংকং এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: আফিম যুদ্ধের পরে।

হংকং ব্রিটিশ কলোনিতে পরিণত হয় কখন?
উত্তর: প্রথম আফিম যুদ্ধের সময়।

প্রথম আফিম যুদ্ধ সংগঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৩৯-১৮৪২ সালে।

দ্বিতীয় আফিম যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উত্তর: ১৮৫৬-১৮৬০ সালে।

হংকং কে চীনের নিকট ফিরিয়ে দেওয়া হয় কোন চুক্তির মাধ্যমে?
উত্তর: নানকিং চুক্তির মাধ্যমে।

নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ১৮৪২ সালে।

হংকং এর তিয়ানআনমেন স্কোয়ারে চীন গণতন্ত্রপন্থীদের উপর গণহত্যা চালায় কত সালে?
উত্তর: ১৯৮৯ সালের ৪ জুন।