ভারত-চীন সীমারেখা ও যুদ্ধ
April 25, 2021
![]() |
ভারত-চীন সীমারেখা ও যুদ্ধ | Original Photo: Getty Images |
উত্তর: ম্যাকমোহন লাইন ও লাইন অব একচুয়াল কন্ট্রোল।
ম্যাকমোহন লাইন কোন চুক্তির মাধ্যমে স্বীকৃত হয়?
উত্তর: সিমলা চুক্তির মাধ্যমে।
সিমলা চুক্তি কত সালে হয়?
উত্তর: ১৯১৪ সালে।
ম্যাকমোহন লাইন কার নাম অনুসারে নামকরণ করা হয়?
উত্তর: স্যার হেনরি ম্যাকমোহনের নামে।
ম্যাকমোহন লাইনের অবস্থান কোথায়?
উত্তর: ভারত-চীন পূর্ব সীমান্তে।
ভারত-চীন সীমান্তে বিতর্কীত ও অমিমাংসীত সীমারেখা কোনটি?
উত্তর: লাইন অব একচুয়াল কন্ট্রোল।
ভারত-চীন সীমান্তে বিতর্কীত ও অমিমাংসীত সীমারেখা কোনটি?
উত্তর: লাইন অব একচুয়াল কন্ট্রোল।
উত্তর: ১৯৬২ সালে।
উত্তর: জহুরলাল নেহেরু।
উত্তর: প্রকৃত সীমান্ত রেখা বা লাইন অব একচুয়াল কন্ট্রোল (Line of Actual Control).
উত্তর: চীন।
প্রকৃত সীমান্ত রেখা বিস্তৃত-
উত্তর: ভারতের লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত।
উত্তর: সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য।
উত্তর: পাকিস্থান।
উত্তর: চীনের বিজয় এবং আকসাই চীনের নিয়ন্ত্রণে এসেছিল।
উত্তর: আকসাই ও অরুণাচলের সার্বভৌমত্ব নিয়ে পারস্পরিক বিবাদ।
উত্তর: অরুণাচল প্রদেশ।
উত্তর: ৪,০৫৬ কিলোমিটার।
উত্তর: ৫ টি। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশের সাথে।
উত্তর: ৫ মে, ২০২০।
উত্তর: লাদাখের গালওয়ান ভ্যালি।
উত্তর: ভারতের উত্তর সীমান্তে লাদাখে চীন সেনাবাহিনীর অগ্রযাত্রা ও বাড়তি সেনা মোতায়েনকে কেন্দ্র করে ভারত-চীন সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়।
ভারতের বর্তমান সেনাপ্রধান কে?
উত্তর: এম এম নারাভানে।
মিরর পজিশন কি?
উত্তর: সামরিক ভাষায় দুই পক্ষই প্রায় সমান সামরিক বাহিনী প্রস্তুত করে মুখোমুখি অবস্থান করাকে মিরর পজিশন বলে।