কিরগিজস্তান দেশ পরিচিতি

কিরগিজস্তান দেশ পরিচিতি 🇰🇬
কিরগিজস্তানের সরকারি নাম কি?
উত্তর: কিরগিজ প্রজাতন্ত্র।

কিরগিজস্তানের রাজধানী ও বৃহত্তম শহর কোনটি?
উত্তর: বিশকেক।

কিরগিজস্তানের সরকারি ভাষা কোনটি?
উত্তর: কিরগিজ ভাষা ও রুশ ভাষা।

কিরগিজস্তানের প্রধান ধর্ম কি?
উত্তর: মুসলিম।

কিরগিজস্তানের জনসংখ্যা কত?
উত্তর: ৫,৫৫০,২৩৯ জন। (আদমশুমারি ২০১০)

কিরগিজস্তানের আয়তন কত?
উত্তর: ১৯৯,৯০০ বর্গ কিলোমিটার।

কিরগিজস্তানের মুদ্রার নাম কি?
উত্তর: কিরগিজস্তান সোম।

কিরগিজস্তানের আইনসভার নাম কি?
উত্তর: সুপ্রিম কাউন্সিল।

কিরগিজস্তানের সরকার পদ্ধতি কীরূপ?
উওর: অর্ধ-রাষ্ট্রপতিশাসিত প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

কিরগিজস্তানের কবে সাবেক সোভিয়েত রাশিয়ার প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল?
উওর: ১৯৩৬ সালে।

কিরগিজস্তানের কবে স্বাধীনতা লাভ করে?
উওর: ১৯৯১ সালের,৩১শে আগস্ট।

মধ্য এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় কাকে?
উওর: কিরগিজস্তানকে।

কিরগিজস্তানের সংবিধান তৈরি হয় কবে?
উওর: ৫ মে, ১৯৯৩ সাল।

তিয়েনমান পর্বতমালা কোথায় অবস্থিত?
উত্তর: কিরগিজস্তান।