ম্যাকাও পরিচিতি 🇲🇴
April 26, 2021

উত্তর: চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
ম্যাকাও এর অবস্থান কোথায়?
উত্তর: পার্ল ব-দ্বীপের পশ্চিমাংশে এবং হংকং এর পূর্ব দিকে ম্যাকাও অবস্থিত।
ম্যাকাও প্রধান ধর্ম কি?
উত্তর: বৌদ্ধ।
ম্যাকাও এর সরকারি ভাষা কি?
উত্তর: চাইনিজ ও পর্তুগীজ।
ম্যাকাও এর জনসংখ্যা কত?
উত্তর: ৫,৬৮,৭০০ জন। (আদমশুমারি ২০১২)
ম্যাকাও এর আয়তন কত?
উত্তর: ২৯.৫ বর্গ কিলোমিটার।
ম্যাকাও এর মুদ্রার নাম কি?
উত্তর: মাকানী পাতাকা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি উদ্বাস্তু কেন্দ্র হয়ে ওঠে?
উত্তর: ম্যাকাও।
এশিয়ার লাস ভেগাস হিসাবে উত্থান হয়?
উত্তর: ম্যাকাওয়ের।
এশিয়া মহাদেশে ইউরোপের সবচেয়ে প্রাচীন এবং সর্বশেষ উপনিবেশ কোনটি?
উত্তর: ম্যাকাও।
ম্যাকাও পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: পর্তুগালের।
ম্যাকাও পর্তুগালের অধীনে কত বছর ছিল?
উত্তর: ৪৪২ বছর।
পর্তুগাল ম্যাকাওকে চীনের নিকট হস্তান্তরের ঘোষণা দেয় কত সালে?
উত্তর: ১৯৮৭ সালে।
পর্তুগাল ম্যাকাও কে চীনের নিকট হস্তান্তর করে কত সালে?
উত্তর: ২০ ডিসেম্বর, ১৯৯৯ সালে।
ম্যাকাও এর আয়ের প্রধান উৎস কি?
উত্তর: যন্ত্রাংশ উৎপাদন, পর্যটন ও জুয়া-ব্যবসা।