মানিকগঞ্জ জেলা পরিচিতি
June 24, 2020

মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জ কত নং সেক্টরে ছিল?
উত্তর: ২ নং।
মানিকগঞ্জ মুক্ত দিবস কবে?
উত্তর: ১৩ই ডিসেম্বর।
মানিকগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১ মার্চ, ১৯৮৪ সালে।
মানিকগঞ্জ জেলার নামকরণ করা হয় কিভাবে?
উত্তর: মানিক শাহ নামের এক সুফী সাধকের নামানুসারে মানিকগঞ্জ জেলার নামকরণ করা হয়। আবার কারো কারো মতে নবাব সিরাজউদ্দৌলার রাজসভার বিশ্বাসঘাতক মানিক চাঁদের নাম অনুসারে ইংরেজরা মানিকগঞ্জ অঞ্চলের নামকরণ করেন।
মানিকগঞ্জ জেলার আয়তন কত?
উত্তর: ১,৩৮৩.৬৬ বর্গ কি.মি।
মানিকগঞ্জ জেলার ভৌগোলিক সীমান হলো?
উত্তর: মানিকগঞ্জ জেলার উত্তরে টাঙ্গাইল, দক্ষিণ ও পূর্বে ঢাকা এবং পশ্চিমে রাজবাড়ি ও পাবনা জেলা অবস্থিত।
মানিকগঞ্জ জেলায় উপজেলা কয়টি ও কি কি?
উত্তর: ৭ টি। যথা: মানিকগঞ্জ সদর, শিবালয়, সাঁটুরিয়া, ঘিওর, হরিরামপুর, দৌলতপুর, সিংগাইর ইত্যাদি।
মানিকগঞ্জ জেলায় থানা কয়টি?
উত্তর: ০৭ টি।
মানিকগঞ্জ জেলায় পৌরসভা কয়টি?
উত্তর: ০২ টি।
মানিকগঞ্জ জেলার সংসদীয় আসন কয়টি?
উত্তর: ০৩ টি।
মানিকগঞ্জ জেলায় ইউনিয়ন পরিষদ কয়টি?
উত্তর: ৬৫ টি।
মানিকগঞ্জ জেলায় গ্রাম সংখ্যা কত?
উত্তর: ১৬৬৮ টি।
মানিকগঞ্জ জেলায় আদর্শ গ্রাম সংখ্যা কত?
উত্তর: ২২ টি।
মানিকগঞ্জ জেলায় মৌজা সংখ্যা কত?
উত্তর: ১৩৫৭ টি।
মানিকগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সমূহের নাম কি?
উত্তর: একডালা দুর্গ, ফোর্ড নগরের দুর্গ, পাঁচথুবির বৌদ্ধবিহার, দশচিড়া বৌদ্ধ বিহার, নবরত্ন মঠ, গৌরাঙ্গ মঠ, বালিটির জমিদার প্রসাদ, রজনী ভবন ও ঝোভাত ভবন, ইব্রাহীম শাহের মাজার, নারায়ণ সাধুর আশ্রম, ধানকোড়া জমিদার বাড়ি, তেওতার নীলকুঠি, সেনবাড়ি ও দুর্গামন্ডপ, দত্ত-গুপ্তের বাসভবন, বাইমাইলের কুঠির, ইমামপাড়া জামে মসজিদ ইত্যাদি।
মানিকগঞ্জ জেলার উল্লেখযোগ্য নদ-নদী হলো?
উত্তর: পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতি, কালিগঙ্গা ইত্যাদি।
মানিকগঞ্জ জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তিবর্গের নাম লিখ।
উত্তর: অর্থনীতিবিদ ড. অমর্ত্য কুমার সেন, ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ, বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদ পুরুষ হীরালাল সেন প্রমুখ।