উত্তর ভারতের মারাঠা সাম্রাজ্য

উত্তর ভারতের মারাঠা সাম্রাজ্য
মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ২১ এপ্রিল, ১৬৭৪।

ভারতের কোন অঞ্চলে মারাঠা সাম্রাজ্য গড় উঠে?
উত্তর: উত্তর ভারতে

মারাঠাদের ভাষা ছিল?
উত্তর: মারাঠি।

মারাঠা সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর: রায়গড়। পরবর্তীকালে পুনে স্থানান্তরিত করা হয়।

ভারতের শেষ হিন্দু সাম্রাজ্য কোনটি?
উত্তর: মারাঠা সাম্রাজ্য।

ছত্রপতি শিবাজী:

মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ছত্রপতি শিবাজী।

ছত্রপতি কার উপাধি?
উত্তর: মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর।

ছত্রপতি শিবাজীর রাজধানী কোথায় ছিল?
উত্তর: রায়গড়।

হিন্দাভী স্বরাজ্যের সমর্থন করেন কে?
উত্তর: ছত্রপতি শিবাজী।

ছত্রপতি শিবাজীর রাজ্য বিজয়ের প্রধান উদ্দেশ্য কি ছিল?
উত্তর: বিদেশী শাসন থেকে স্বদেশকে মুক্ত করা ও হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করা।

আফজল খাঁ কে দমন করেন কে?
উত্তর: ছত্রপতি শিবাজী।

ছত্রপতি শিবাজীর শাসননীতির প্রধাল লক্ষ্য ছিল?
উত্তর: ন্যায়পরায়ণতা ও উদারতা।

মুঘল-মারাঠা যুদ্ধ:

মুঘল-মারাঠা যুদ্ধ সংগঠিত হয় কত সালে?
উত্তর: ১৬৮০ থেকে ১৭০৭ সালে।

মুঘল-মারাঠা যুদ্ধ কাদের মধ্যে হয়?
উত্তর: আওরঙ্গজেব ও সম্ভাজীর মধ্যে।

রামসেজ দুর্গ দখল করতে মুঘলদের কত বছর সময় লাগে?
উত্তর: সাত বছর।

সম্ভাজী মুরুদ জাঞ্জিরা আক্রমণ করেন কত সালে?
উত্তর: ১৬৮১ সালে।

মুঘল-মারাঠা যুদ্ধের ফলে দুবর্বল হয়ে পরে কারা?
উত্তর: মুঘলরা।

পানিপথের তৃতীয় যুদ্ধ:

পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় কত সালে?
উত্তর: ১৪ই জানুয়ারি ১৭৬১।

পানিপথ কোথায় অবস্থিত?
উত্তর: দিল্লির অদূরে।

পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়?
উত্তর: মারাঠা ও আফগানিস্থানের সম্রাট আহমেদ শাহ আবদালির মধ্যে।

পানিপথের তৃতীয় যুদ্ধে বিজয় লাভ করে কারা?
উত্তর: আফগানরা।

উত্তর ভারতে পুনরায় মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৭৭০ সালে।

বাংলায় বর্গী:

বাংলায় মারাঠারা আক্রমণ করেন কার শাসন আমলে?
উত্তর: নবাব আলীবর্দি খানের শাসন আমলে।

বাংলায় মারাঠারা কি নামে পরিচিত ছিল?
উত্তর: বর্গী।

বাংলা থেকে মারাঠাদের দমন করে জনগণকে রক্ষা করেন কে?
উত্তর: নবাব আলীবর্দি খান।

ইঙ্গ-মারাঠা যুদ্ধ:

ইঙ্গ-মারাঠা যুদ্ধ সংগঠিত হয় কত সালে?
উত্তর: ১৮১৮ সালে।

ইঙ্গ-মারাঠা যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়?
উত্তর: ইংরেজ ও মারাঠাদের মধ্যে।

ভারতের উপর ইংরেজদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় কখন?
উত্তর: ইঙ্গ-মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজয়ের মাধ্যমে।