উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: উৎপাদনের উপকরণ (Factors of Production)
April 24, 2021

ভূমি কাকে বলে?
উওর: সাধারণত ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগ কে বোঝায় কিন্তু অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে।
শ্রম কাকে বলে?
উওর: শারীরিক ও মানসিক যে সকল প্রচেষ্টা অর্থ উৎপাদনের সাথে সম্পৃক্ত তাকে শ্রম বলে।
শ্রম গতিশীলতা কাকে বলে?
উওর: শ্রমিকের ভৌগোলিক অবস্থার পরিবর্তন, এক পেশা হতে অন্য পেশায় পরিবর্তন, এক শিল্প হতে অন্য শিল্পে স্থানান্তর এবং এক পদ হতে অন্য পদে পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে।
মূলধন কাকে বলে?
উওর: যেসকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে অর্থনীতিতে মূলধন বলে।
সংগঠন কাকে বলে?
উওর: নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদান গুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্য পূর্ণ সমন্বয় বিধান পূর্বক কোন প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ এর কাজই হলো সংগঠন।
একমালিকানা সংগঠন কাকে বলে?
উওর: একক মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসাকে একমালিকানা ব্যবসায় সংগঠন বলে।
অংশীদারি সংগঠন কাকে বলে?
উওর: একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় সংগঠন গঠন করে থাকে অংশীদারি ব্যবসায় সংগঠন বলে।
কোম্পানি সংগঠন কাকে বলে?
উওর: যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি হলো আইনসৃষ্ট, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী সংগঠন যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের মাধ্যমে স্বেচ্ছায় যৌথভাবে মূলধন বিনিয়োগ করে তাকে কোম্পানি সংগঠন বলে।
প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে?
উওর: যে যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন ও সর্বোচ্চ ৫০ জন এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।
পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে?
উওর: যে যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা সর্বোনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
সমবায় সমিতি কাকে বলে?
উওর: কমপক্ষে ২০ জন চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে পারস্পারিক ঐক্য, সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে।
ব্যবসায় জোট কাকে বলে?
উওর: পারস্পারিক ক্ষতির প্রতিযোগিতা পরিহার করে অধিক মুনাফা আশায় কতগুলো ব্যবসায় বা কোম্পানি কেন্দ্রীয় তত্ত্বাবধানের আওতায় জোটবদ্ধ হলে তাকে ব্যবসায় জোট বলে।
রাষ্ট্রীয় সংগঠন কাকে বলে?
উওর: রাষ্ট্রীয় বা সরকার কর্তৃক স্থাপিত বা বেসরকারি খাতে স্থাপিত কিন্তু পরবর্তীতে জাতীয়করণকৃত কোন ব্যবসায়ের চূড়ান্ত মালিকানা ও পরিচালনার দায়িত্ব সরকারের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।
যৌথ উদ্যোগ ব্যবসায় কাকে বলে?
উওর: দেশী ও বিদেশী উদ্যোক্তাদের সমন্বয়ে কোন ব্যবসায় গঠন ও পরিচালনা করা হলে তাকে যৌথ উদ্যোগ ব্যবসায় বলে।
শ্রম বিভাগ কাকে বলে?
উওর: বিশেষজ্ঞতা, বিনিময় এবং সহযোগিতাকে শ্রম বিভাগ বলে।
শ্রম যোগানের প্রথম ও প্রধান উৎস কি?
উওর: দেশের মোট জনসংখ্যা।
শারীরিক শ্রম কাকে বলে?
উওর: কোন ব্যক্তির কায়িক শ্রমকে শারীরিক শ্রম বলে।
মানসিক শ্রম কাকে বলে?
উওর: কোন ব্যক্তির অকায়িক শ্রমকে মানসিক শ্রম বলে।
মূলধন গঠন কাকে বলে?
উওর: কোন একটি দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে তার মূলধন, সম্পদ বা পুজিঁ দ্রব্যের যে বৃদ্ধি সাধন করে তাকে মূলধন গঠন বলে।
উৎপাদনের কোন উপাদানের যোগান দাম নেই?
উওর: ভূমি।
যেখানে শ্রমের প্রয়োজন সেখানে শ্রমিককে যেতে হয় এর কারন কি?
উওর: শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন অংশ।
অংশীদারি ব্যবসায়ের লাভ-ক্ষতি কিভাবে বন্টিত হয়?
উওর: চুক্তি অনুযায়ী।
আসবাবপত্র উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত?
উওর: মূলধন।
সূর্যের আলোকে কেন ভূমি হিসেবে গণ্য করা হয়?
উওর: সূর্য প্রকৃতির অবাধ দান।
মূলধনের খরচ কি?
উওর: সুদ।
সকল মানবীয় ও মানবীয় সম্পদ একত্রিত করা হয় কিসের সাহায্যে?
উওর: সংগঠনের।
উৎপাদনের উপাদান সমূহ একত্রিত করেন কে?
উওর: সংগঠক।
উৎপাদনের উপকরণ কয়টি?
উওর: চারটি।যথা:
১.ভূমি
২.শ্রম
৩.মূলধন
৪.সংগঠন
উৎপাদনের উপকরণ হিসেবে শ্রম এবং সংগঠনের মূল পার্থক্য কি?
উওর: ঝুঁকি গ্রহণ।
অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?
উওর: দুইজন।
কাঁচামাল উৎপাদনের কোন ধরনের উপাদান?
উওর: মূলধন।
একটি প্রতিষ্ঠানে নিয়োজিত কলকব্জা ও যন্ত্রপাতিকে কেন মূলধন বলা হয়?
উওর: মানুষ সৃষ্ট এবং ভবিষ্যৎ উৎপাদনে ব্যবহৃত হয়।
মূলধনের গঠনের সর্বশেষ ধাপ কি?
উওর: বিনিয়োগ।
কেন শ্রম বিভাগ করা হয়?
উওর: শ্রম দক্ষতা বৃদ্ধির জন্য।