উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: লে-আউট (Lay-Out)

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: লে-আউট (Lay-Out)
বিন্যাস কাকে বলে?
উওর: কারখানা বা অফিসে প্রয়োজনীয় যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামকে কাঙ্খিতভাবে সাজিয়ে রাখাকে বিন্যাস বলে।

কারখানা বিন্যাস কাকে বলে?
উওর: কারখানার অভ্যন্তরে যন্ত্রপাতি বা কলকব্জা সুশৃংখলভাবে সাজিয়ে রাখার প্রক্রিয়াকে কারখানা বিন্যাস বলে।

প্রক্রিয়া বিন্যাস কাকে বলে?
উওর: সমজাতীয় কাজগুলোকে একই বিভাগের অধীনে এনে প্রতিষ্ঠানে নিয়োজিত যন্ত্রপাতি বা কার্যাবলী বিন্যাস করা হলে তাকে কার্যভিত্তিক বা প্রক্রিয়া বিন্যাস বলে।

পন্য বিন্যাস কাকে বলে?
উওর: সমজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজে পর্যায়ক্রম অনুযায়ী বিভিন্ন বিভাগ, মেশিন, উপকরণ ইত্যাদি সুসজ্জিত করাকেই পন্য বিন্যাস বলে।

মিশ্র বিন্যাস কাকে বলে?
উওর: যে বিন্যাসে একই সাথে প্রক্রিয়া বিন্যাস ও পন্য বিন্যাস অনুসরণ করা হয় তাকে মিশ্র বিন্যাস বলে।

স্থির অবস্থান বিন্যাস কাকে বলে?
উওর: যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে, কর্মীরা তাদের হাতিয়ার এবং যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটি নিকট যায়, তাকে স্থির বিন্যাস বা স্থির অবস্থান বিন্যাস বলে।

সেবা বিন্যাস কাকে বলে?
উওর: সেবাদানকারী প্রতিষ্ঠানের সর্বনিম্ন জায়গা ব্যবহার করে ন্যূনতম সময়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য যে বিন্যাস করে থাকে তাকে সেবা বিন্যাস বলে।

খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস কাকে বলে?
উওর: যেখানে খুচরা বিপরীতে পণ্য বা অন্যান্য সরঞ্জাম কে সাজিয়ে রাখা হয় তাকে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস বলে।

অফিস বিন্যাস কাকে বলে?
উওর: অফিসের কার্যাবলী সুষ্ঠু ও সঠিকভাবে সম্পাদনের জন্য এবং অফিসে স্থানের কাম্য ব্যবহারের লক্ষ্যে অফিসে অবস্থিত আসবাবপত্র ও সাজ-সরঞ্জামের বিন্যাস করা হলে তাকে অফিস বিন্যাস বলে।

গুদাম বিন্যাস কাকে বলে?
উওর: গুদামের রক্ষিত পণ্যসামগ্রীর সঠিক রক্ষণাবেক্ষণ, সহজ চলাচল ও স্থানের কাম্য ব্যবহারের লক্ষ্যে বিন্যাস করা হলে তাকে গুদাম বিন্যাস বলে।

খারাপ বিন্যাস কাকে বলে?
উওর: বিন্যাসের এমন একটি অবস্থান কে বুঝায় যে অবস্থায় বিন্যাসের মূল উদ্দেশ্য ব্যাহত হয় তাকে খারাপ বিন্যাস বলে।

এ-ওয়ান সিস্টেম কাকে বলে?
উওর: গুদাম বিন্যাসের এমন একটি পদ্ধতি যেখানে গুদামটি ডক বা ঘাট থেকে পণ্য সামগ্রী গ্রহণ করবে এবং তা মজুদ এলাকায় প্রবেশ করাবে পরবর্তীতে মওজুদ সংগ্রহকারী আলাদা ফরমায়েশ পূরণ করে উত্তোলন করবে তাকে এ-ওয়ান সিস্টেম বলে।

জোন সিস্টেম কাকে বলে?
উওর: গুদাম বিন্যাসের একটি পদ্ধতি যার মাধ্যমে পণ্য সংরক্ষণের জন্য কয়েকটি জোন তৈরি করে তার সাহায্যে একাধিক ব্লগ তৈরি করা হয়, যেখানে পণ্যসমূহ একটি নির্দিষ্ট জোনের মধ্যে মজুদ করা হয় এবং ফরমায়েশ অনুযায়ী সরবরাহ করা হয় তাকে জোন সিস্টেম বলে।

গতানুগতিক অফিস বিন্যাস কাকে বলে?
উওর: যে অফিস বিন্যাসের ক্ষেত্রে একটি হল রুমের খোলা স্থান একদল কর্মীদের জন্য বরাদ্দ করা হয় এবং গোপনীয় কাজের জন্য পাশে আবদ্ধ স্থান বরাদ্দ করা হয় তাকে গতানুগতিক অফিস বিন্যাস বলে।

অফিস ল্যান্ডস্কেপিং কাকে বলে?
উওর: যে অফিস বিন্যাসের ক্ষেত্রে অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বড় একটি খোলা রুমে রেখে তাদের কাধেঁর উচ্চতায় বিভাজন দিয়ে বিন্যাস করা হয় তাকে অফিস ল্যান্ডস্কেপিং বলে।

অফিস বিন্যাসের সক্রিয়তা স্থাপন কাকে বলে?
উওর: যে মতবাদে অফিসে কর্মরত কর্মীদের কাজের ধরন অনুযায়ী একদিকে যেমন প্রত্যেকের জন্য প্রয়োজনে আলাদা স্থান বরাদ্দ থাকবে,‌অন্যদিকে আবার কমন স্থানও থাকবে তাকে অফিস বিন্যাসে সক্রিয়তা স্থাপন বলে।

স্থির বিন্যাসে কী স্থির থাকে?
উওর: পন্য।

বিন্যাসের উদ্দেশ্য কি?
উওর: স্থানের যথাযথ ব্যবহার।

খারাপ বিন্যাসের লক্ষণ কি?
উওর: দীর্ঘ পরিবহন রেখা।

উত্তম বিন্যাসের পূর্বশর্ত কি?
উওর: স্থানের সর্বোচ্চ ব্যবহার।

সাধারণত হাসপাতালে কোন লে-আউট ব্যবহৃত হয়?
উওর: প্রসেস।

উত্তম বিন্যাসের ফলে কোন বিষয়টি অর্জন করা সম্ভব?
উওর: কর্মীদের তত্ত্বাবধান সহজ হয়।

জাহাজ নির্মাণের জন্য কোন বিন্যাস উপযোগী?
উওর: স্থির।

খারাপ বিন্যাস কিভাবে উৎপাদনশীলতা হ্রাস করে?
উওর: মেশিনের অবচয় বৃদ্ধির মাধ্যমে।

কিভাবে একটি প্রতিষ্ঠানের পণ্য বিন্যাস করে?
উওর: সমজাতীয় কার্যগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে।

প্রক্রিয়া বিন্যাস ব্যবহারের কারণ কি?
উওর: পণ্য মিশ্রণ তৈরি করা।

কোন পরিস্থিতিতে স্থির বিন্যাস করা হয়?
উওর: উৎপাদিত পণ্য উৎপাদন ও ঝুঁকিপূর্ণ হলে।

পন্য বিন্যাসের ক্ষেত্রে কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়?
উওর: প্রক্রিয়ার সুযোগ-সুবিধা।