উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: পণ্য ডিজাইন (Product Design)

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: পণ্য ডিজাইন (Product Design)
পণ্য নকশাকরণ কাকে বলে?
উওর: উৎপাদিত পণ্যের আকার, ধরণ, মান ইত্যাদি পণ্য উৎপাদনের পূর্বেই ঠিক করাকে পণ্যের ডিজাইন বা নকশাকরণ বলে।

উৎপাদন সামর্থ্য কাকে বলে?
উওর: বাজারের চাহিদা মোকাবেলা করার মতো যথেষ্ট পরিমাণ কারিগরি ও অন্যান্য যোগ্যতা প্রতিষ্ঠান আছে কিনা তা আর সামর্থ্যকে প্রতিষ্ঠানের উৎপাদন সামর্থ্য বলে।

ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন কাকে বলে?
উওর: যে ডিজাইনে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ক্রিয়াগত ডিজাইন বা ব্যবহারিক ডিজাইন বলে।

রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন কাকে বলে?
উওর: পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মান কে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টাকে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলে।

উৎপাদন ডিজাইন কাকে বলে?
উওর: নতুন ও উন্নত কলাকৌশল ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন করাকে উৎপাদন ডিজাইন বলে।

প্যাকেজিং ডিজাইন কাকে বলে?
উওর: পণ্যের আকার বা গুনাগুন পরিবর্তন না করে শুধুমাত্র প্যাকিং পরিবর্তন করাকে প্যাকেজিং বলে।

মডিউলার ডিজাইন কাকে বলে?
উওর: সম্পূর্ণ পণ্য থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন অংশে ভাগ করা হলে প্রতিটি অংশকে একটি মডিউল বলে!! এভাবে সম্পূর্ণ পণ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে প্রতিটি অংশের আলাদা আলাদা ডিজাইন করা হলে তাকে মডিউলার ডিজাইন বলে।

উপসংযোগ কাকে বলে?
উওর: পণ্যের বর্তমান উপযোগের সাথে হতে নতুন-নতুন সুযোগ-সুবিধা সংযোগ করে পণ্য ডিজাইন করা হলে তাকে উপযোগ সংযোগ বলে।

একটি প্রতিষ্ঠানের পণ্য ডিজাইনের কাজটি কোন বিভাগের উপর ন্যস্ত থাকে?
উওর: উৎপাদন বিভাগ।

প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন প্রণয়নের দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে?
উওর: কারিগরি বিভাগ।

পণ্য বা সেবার ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা বিবেচনার কারণ কি?
উওর: ক্রেতাদের চাহিদা পূরণের ব্যবস্থা করা।

পণ্য ডিজাইনের ক্ষেত্রে এর অভ্যন্তরীণ বিষয় বলতে কি বুঝায়?
উওর: পণ্যের গুণাগুণ।

পণ্য ডিজাইনের ক্ষেত্রে ধারণা উন্নয়ন স্তরে কোন কাজটি সম্পাদন করা হয়?
উওর: বাজার গবেষণা।

আকর্ষণীয় মোড়ক কোন ধরনের ডিজাইন?
উওর: প্যাকিং।

পণ্যের আকার-আকৃতি ও মান নির্দিষ্ট করার কাজকে কি বলে?
উওর: পণ্য ডিজাইন।

পণ্য ডিজাইন এর সর্বশেষ ধাপ কি?
উওর: চূড়ান্ত উৎপাদন।

কেন পণ্যের নতুন ডিজাইন করা হয়?
উওর: আকর্ষণযোগ্যতা বৃদ্ধি করার জন্য।

পন্য ডিজাইনের সময় ক্রেতাদের ক্রয় ক্ষমতাকে কেন বিবেচনা করা হয়?
উওর: পণ্য মূল্য নির্ধারণের জন্য।

পণ্য ডিজাইন প্রক্রিয়ায় সর্বপ্রথম ধাপ কি?
উওর: উদ্যোগ গ্রহণ।

পণ্য ডিজাইনের উদ্দেশ্য কি?
উওর: পণ্যের গুণগত মান পরিবর্তন।

পণ্যের ডিজাইন আধুনিক হলে  পণ্যটি অতি সহজেই ভোক্তারা কি করতে পারে?
উওর: বহন।

পণ্য ডিজাইন এর পর্যায় বা স্তর কয়টি?
উওর: পাঁচটি।

পণ্য ডিজাইন এর দ্বিতীয় স্তরের নাম কি?
উওর: ধারণা উন্নয়ন স্তর।

পণ্য ডিজাইন এর তৃতীয় স্তরের নাম কি?
উওর: উৎপাদনের সামর্থ্য।

পণ্য ডিজাইনের চতুর্থ স্তরের নাম কি?
উওর: পরীক্ষামূলক উৎপাদন।

যেকোনো পণ্যের নতুন ডিজাইনের অর্থ কি?
উওর: উন্নত মানের পণ্য সৃষ্টি।

পণ্য ডিজাইনের মাধ্যমে ভোক্তদের কি বৃদ্ধি পায়?
উওর: ক্রয় ক্ষমতা।

পণ্য গবেষণার ফল কি?
উওর: পণ্য ডিজাইন।