উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: উৎপাদন ক্ষমতা (Production Capacity)
April 24, 2021

উৎপাদন ক্ষমতা কাকে বলে?
উওর: একটি নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি বা বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণকে উৎপাদন ক্ষমতা বলে।
সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কাকে বলে?
উওর: স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট সুযোগ-সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়া, সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে।
প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কাকে বলে?
উওর: সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কে যখন শুধুমাত্র যন্ত্রের উৎপাদন ক্ষমতার আলোকে নির্ধারণ করা হয় তখন তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে।
কার্যকর উৎপাদন ক্ষমতা কাকে বলে?
উওর: একটি নির্দিষ্ট সময়ে কোনো উৎপাদন প্রক্রিয়া তার সকল সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলে।
প্রকৃত উৎপাদন ক্ষমতা কাকে বলে?
উওর: একটি প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ উৎপাদিত পণ্য পাওয়া যায় তাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা বলে।
কাম্য উৎপাদন ক্ষমতা কাকে বলে?
উওর: সকল দিক বিবেচনায় যে উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হয় কাঙ্ক্ষিত সেই উৎপাদন ক্ষমতাকে কাম্য বা কাঙ্খিত উৎপাদন ক্ষমতা বলে।
ইজারা কাকে বলে?
উওর: একটি চুক্তিভিত্তিক ব্যবস্থা যার মাধ্যমে সম্পত্তির মালিক নির্দিষ্ট সময় পরপর অর্থের বিনিময়ে দীর্ঘমেয়াদের জন্য অন্য পক্ষকে তার সম্পত্তি ব্যবহার করার অধিকার প্রদান করে তাকে ইজারা বলে।
ব্যবহৃত কাঁচামাল কাকে বলে?
উওর: কোনো পণ্য উৎপাদনের যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয় তাকে ব্যবহৃত কাঁচামাল বলে।
উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কাকে বলে?
উওর: একটি প্রতিষ্ঠান বিদ্যমান উৎপাদন ক্ষমতা কে ব্যবহারের ফলে যদি প্রতিষ্ঠানের নিয়োজিত সকল উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত হয় তবে তাকে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বলে।
পণ্য বৈচিত্র্যকরণ কাকে বলে?
উওর: পণ্য উৎপাদন সারিতে যখন একাধিক পণ্যের সমাবেশ ঘটানো হয় অথবা সেবাদানের ক্ষেত্রে একাধিক সেবার সমাবেশ ঘটানো হয় তখন তাকে পণ্য বৈচিত্র্যকরণ বলে।
উৎপাদন ক্ষমতা সংকোচন কাকে বলে?
উওর: বর্তমানে বিদ্যমান উৎপাদন ক্ষমতাকে স্থায়ীভাবে হ্রাস করা হলে তাকে উৎপাদন ক্ষমতা সংকোচন বলে।
উপ-ঠিকাদারি কাকে বলে?
উওর: অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কোনো কার্য সম্পাদন করা হলে তাকে উপ-ঠিকাদারি বলে।
আউটপুট কাকে বলে?
উওর: কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যকে আউটপুট বলে।
নিম্ন উৎপাদন ক্ষমতা কাকে বলে?
উওর: কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন ক্ষমতার চেয়ে কম পরিমাণ পণ্য উৎপাদন করাকে নিম্ন উৎপাদন ক্ষমতা বলে।
উৎপাদন ক্ষমতার চেয়ে কম উৎপাদন করা হলে কী হয়?
উওর: একক প্রতি উৎপাদন খরচ বৃদ্ধি পায়।
কোন ধরনের উৎপাদন ক্ষমতার তথ্য মেশিনের গায়ে লেখা থাকে?
উওর: প্রকৌশলগত।
কেন একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে?
উওর: উৎপাদন ক্ষমতার কাম্য ব্যবহারের জন্য।
কেন উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত বলা হয়?
উওর: উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তের সাথে ব্যাপক মূলধনের বিষয়টি জড়িত।
উৎপাদন ক্ষমতা সিদ্ধান্তের ওপর প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ভর করে, এর কারণ কি?
উওর: উৎপাদন ক্ষমতা অধিক হলে প্রাথমিক বিনিয়োগ বৃদ্ধি পায়।
উৎপাদন ক্ষমতার সিদ্ধান্ত কিভাবে মওজুদ পরিকল্পনা কে প্রভাবিত করে?
উওর: অধিক উৎপাদন সম্ভব হলে কম মওজুদ রাখলেও চলে।
উৎপাদন ক্ষমতার চেয়ে কম উৎপাদন করা হলে কী হয়?
উওর: একক প্রতি উৎপাদন খরচ বৃদ্ধি পায়।
কোন উৎপাদন ক্ষমতায় মিত্যব্যয়ীতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়?
উওর: সর্বোচ্চ।
কোন পর্যায়ে যন্ত্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রয়োগ করা হয়?
উওর: সর্বোচ্চ উৎপাদন।
উৎপাদিত পণ্যের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপের অন্যতম শর্ত কি?
উওর: একই ধরনের পণ্য উৎপাদন।
উৎপাদন ক্ষমতা পরিমাপের কোন পরিমাপের এক্ষেত্রে পণ্য বা সেবার চাহিদাকে উৎপাদন ক্ষমতা হিসেবে গণ্য করা হয়?
উওর: ব্যবহৃত কাঁচামালের ভিত্তিতে।
কিভাবে উৎপাদন ক্ষমতাকে প্রকাশ করা হয়?
উওর: এককে।
কার্যকর উৎপাদন ক্ষমতার সাথে কোন বিষয়টি জড়িত?
উওর: ব্যয় সাশ্রয়।
কিসের উপর উৎপাদন ক্ষমতা হ্রাস পায়?
উত্তর: অদক্ষ ব্যবস্থাপনা
কিভাবে উৎপাদন ক্ষমতার ব্যবহার করা যায়
উওর: ইজারা প্রদানের মাধ্যমে।
একটি প্রতিষ্ঠানে উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ কি?
উওর: নিম্নমানের কাঁচামাল ব্যবহার।
ব্যবহৃত কাঁচামালের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা কিভাবে পরিমাপ করা যায়?
উওর: চাহিদাকে কাঁচামালের রূপান্তর করে।
প্রকৌশল উৎপাদন ক্ষমতা বলতে কি বুঝায়?
উওর: যান্ত্রিক উৎপাদন ক্ষমতা।
একটি প্রতিষ্ঠান কেন অবিরামভাবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে না?
উওর: এর ফলে পণ্য মানের অবনতি ঘটে।
"উৎপাদন ক্ষমতা হলো একটি প্রক্রিয়ার সর্বোচ্চ উৎপাদনের হার" সঙ্গাটি কে কে করেছেন?
উওর: লি জে.ক্রাজেসিক ও লেরি পি. রিজম্যান।