উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: সামষ্টিক পর্যায়ের উৎপাদন (Production in Micro Level)

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: সামষ্টিক পর্যায়ের উৎপাদন ( Production in Micro Level)
সামষ্টিক পর্যায়ের উৎপাদন কাকে বলে?
উওর: একটা দেশে সামষ্টিকভাবে কোন খাতে কতটা উৎপাদন হচ্ছে তার পরিমাণ নির্ধারণ এবং এর গতি প্রকৃতি বিশ্লেষণ করাকে সামষ্টিক পর্যায়ের উৎপাদন বলে।

মোট দেশজ উৎপাদন কাকে বলে?
উওর: কোন একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটা দেশের ভৌগলিক সীমারেখার মধ্যে যে সব ‌দ্রব্যসামগ্রী উৎপাদন হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে।

নীট দেশজ উৎপাদন কাকে বলে?
উত্তর: মোট দেশজ উৎপাদন হতে মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নীট দেশজ উৎপাদন বলে।

মোট জাতীয় উৎপাদন কাকে বলে?
উওর: দেশের সকল মানুষ দেশের ভিতর ও বাহিরে একটা অর্থবছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে।

জাতীয় আয় কিভাবে পাওয়া যায়?
উওর: GNP থেকে অবচয় ব্যয় বাদ দিলে নীট‌  জাতীয় উৎপাদন বের হয় ! জাতীয় উৎপাদন থেকে পরোক্ষ কর হস্তান্তর পাওনা এবং সরকারের অর্জিত মুনাফা উদ্বৃত্ত বাদ দিয়ে তার সাথে ভর্তুকি যোগ করলে জাতীয় আয় পাওয়া যায়।

মাথাপিছু আয় কাকে বলে?
উওর: মোট জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।

 কিভাবে একটি দেশের মাথাপিছু আয় নির্ণয় করা হয়?
উওর: মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে।


উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় কাকে বলে?
উওর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) উৎপাদিত পণ্য সামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্যের সমষ্টিকে উৎপাদন পদ্ধতিকে জাতীয় আয় বলে।

আয় পদ্ধতিতে জাতীয় আয় কাকে বলে?
উওর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের উৎপাদন কার্যের নিয়োজিত উপকরণসমূহের অর্জিত আয় সমষ্টিকে আয় পদ্ধতিতে জাতীয় আয় বলে।

ব্যয় পদ্ধতিতে জাতীয় ব্যয় কাকে বলে?
উওর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরের) একটি দেশের সকল নাগরিকের সব ধরনের ব্যয় সমষ্টিকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় বলে।

বাজার দামে জাতীয় আয় কাকে বলে?
উওর: কোন নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের উৎপাদিত সকল পণ্য ও সেবার পরিমাণকে বাজার দামে প্রকাশ করলে অর্থাৎ বাজার দাম দিয়ে গুন করলে যে ফল পাওয়া যায় তাকে বাজার দামে জাতীয় আয় বলে।

চলতি দামে জাতীয় আয় কাকে বলে?
উওর: একটি নির্দিষ্ট বছরে দ্রব্য ও সেবার পরিমাণকে ঐ বছরের দ্রব্য ও সেবার গড় দামস্তর দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকে চলতি দামে জাতীয় আয় বলে।

স্থির দামে জাতীয় আয় কাকে বলে?
উওর: একটি নির্দিষ্ট বছরে উৎপাদিত পণ্য ও সেবার পরিমাণকে অতীতের কোনো ভিত্তি বছরের গড় দাম কিংবা দামস্তর দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকে স্থির দামে জাতীয় আয় বলে।

উপকরণ দামে জাতীয় আয় বা উৎপাদন খরচ ভিত্তিক জাতীয় আয় কাকে বলে?
উওর: একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত উপকরণসমূহের আয় যোগ করে যে ফল পাওয়া যায় তাকে উপকরণ দামে জাতীয় আয় বা উৎপাদন খরচ ভিত্তিক জাতীয় আয় বলে।

পরোক্ষ কর কাকে বলে?
উওর: যে করের ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায় কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় না তাকে পরোক্ষ কর বলে।

ভর্তুকি কাকে বলে?
উওর: কোন নির্দিষ্ট সময়ে কোনো বিশেষ খাতকে সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে ভর্তুকি বলে।

হস্তান্তর পাওনা কাকে বলে?
উওর: যে লেনদেনের সাথে উৎপাদনের কোন সম্পর্ক নেই তাকে হস্তান্তর পাওনা বলে।

ব্যক্তিগত আয় কাকে বলে?
উওর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল নাগরিককের আয়ের সমষ্টিকে ব্যক্তিগত আয় বলে।

ব্যয়যোগ্য আয় কাকে বলে?
উওর: জনগণের আয়ের থেকে কর এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে।

লুক্কায়িত মোট জাতীয় উৎপাদন কাকে  বলে?
উওর: মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্যের অভাবে বহু পণ্য ও সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায়। এরূপ বাদ পরে‌ যাওয়া দ্রব্য ও সেবার আর্থিক মূল্য সমষ্টিকে লুক্কায়িত মোট জাতীয় উৎপাদন বলে।

সামষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ কি?
উওর: Macro.

মাথাপিছু আয় দ্বারা কি কি জানা যায়?
উওর: কোনো দেশের মানুষের জীবন যাত্রার মান ও দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা।

জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য সমষ্টিকে কি বলে?
উওর: মোট জাতীয় আয়।

একটি দেশে নিট জাতীয় আয় নির্ণয়ে সর্বপ্রথম কোন বিষয়কে মূল্যায়ন করা হয়?
উওর: মোট জাতীয় উৎপাদন।

ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় পরিমাপে কি যোগ করা হয়?
উওর: রপ্তানি ও আমদানির পার্থক্য।