উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: উৎপাদন (Production)
April 24, 2021

উৎপাদন কাকে বলে?
উওর: মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে।
উপযোগ কাকে বলে?
উওর: বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা ও বিদ্যমান থাকে তাকে ঐ সামগ্রীর উপযোগ বলে।
রূপগত উপযোগ কাকে বলে?
উওর: কোন জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে।
স্থানগত উপযোগ কাকে বলে?
উওর: এক স্থান থেকে দ্রব্যসামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে।
সময়গত উপযোগ কাকে বলে?
উওর: এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে রাখার ফলে অন্য সময় যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে সময়গত উপযোগ বলে।
স্বত্বগত উপযোগ কাকে বলে?
উওর: পণ্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে।
সেবাগত উপযোগ কাকে বলে?
উওর: গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবাগত উপযোগ বলে।
শ্রমের উৎপাদনশীলতা কাকে বলে?
উওর: মোট উৎপাদন একক এবং মোট শ্রমঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে।
যন্ত্রের উৎপাদনশীলতা কাকে বলে?
উওর: মোট উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে।
উপকরণ বা কাঁচামালের উৎপাদনশীলতা কাকে বলে?
উওর: মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট কাঁচামালের মূল্য অনুপাতকে উপকরণ বা কাঁচামালের উৎপাদনশীলতা বলে।
মূলধনের বা আর্থিক উৎপাদনশীলতা কাকে বলে?
উওর: সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতকে মূলধনের বা আর্থিক উৎপাদনশীলতা বলে বলে।
মোট উৎপাদনশীলতা কাকে বলে?
উওর: মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে।
উপযোগ শব্দের অর্থ কি?
উওর: অভাব মোচনের ক্ষমতা।
ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
উওর: স্বত্বগত।
মাটি দিয়ে হাড়ি পাতিল বানানো উৎপাদনের কোন খাতের মধ্যে?
উওর: শিল্প।
মানুষ কখন পণ্য ক্রয় করে?
উওর: পণ্যটির অভাব পূরণের সামর্থ্য থাকলে।
শিল্পীর গান,নর্তকীর নাচ,শিক্ষকের পাঠ ইত্যাদি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উওর: সেবা গত।
কাপড় কেটে জামার তৈরিতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
উওর: রূপগত উপযোগ।
উৎপাদন বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পায়?
উওর: কর্মসংস্থান।
উৎপাদনশীলতা কিসের উপর নির্ভর করে?
উওর: যন্ত্রের কার্যক্ষমতার ওপর।
ইনপুট শব্দের অর্থ কি?
উওর: উৎপাদনের উপকরণ।
শিল্পখাত কাকে বলে?
উওর: প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রকার সংশ্লিষ্ট খাতকেই শিল্পখাত বলে।
যাত্রী পরিবহনরত বিভিন্ন কোম্পানি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উওর: সেবাগত।
উৎপাদনশীলতা কিভাবে একটি প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করে?
উওর: ব্যয়ের তুলনায় বেশি পরিমাণে পণ্য উৎপাদন করে।
কিভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়?
উওর: ইনপুটের পরিমাণ ঠিক রেখে আউটপুট বৃদ্ধি করে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন শিল্প খাতের অন্তর্ভুক্ত?
উওর: সেবা।
পণ্য বন্টন প্রণালীতে বিজ্ঞাপন কোন ধরনের বাধা দূর করে?
উওর: প্রচারগত।
কোন দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে কি বলে?
উওর: উপযোগ।
সময়গত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে?
উওর: গুদামজাতকরনের মাধ্যমে।
প্রকৃতপক্ষে উপযোগ কোন ধরনের ধারণা?
উওর: মনস্তাত্ত্বিক ধারণা।
মোবাইল ফোন সেট উৎপাদন কোন খাতের অন্তর্ভুক্ত?
উওর: শিল্প।
ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা কোন খাতের অন্তর্ভুক্ত?
উওর: সেবা।
পোল্ট্রি ফার্ম পরিচালনা কোন খাতের অন্তর্ভুক্ত?
উওর: কৃষি।
কাপড় তৈরীর মিল পরিচালনা কোন খাতের অন্তর্ভুক্ত?
উওর: শিল্প।
গ্যাস অনুসন্ধান কোম্পানি প্রতিষ্ঠা কোন খাতের অন্তর্ভুক্ত?
উওর: শিল্প।
উৎপাদনের প্রথম প্রাচীন খাত কি?
উওর: কৃষি।
ব্যবসায়ী হিসেবে একজন উৎপাদকের মূল উদ্দেশ্য কি?
উওর: মুনাফা অর্জন।
উৎপাদকের আয়ের প্রধান উৎস কি?
উওর: উৎপাদন।
শিল্পায়নের মূল শর্ত কি?
উওর: পণ্য বা সেবা উৎপাদন করা।
সরকারের রাজস্ব আয়ের প্রধান খাত কি কি?
উওর: ভ্যাট,কর ও শুল্ক।
চাঁদপুরের ইলিশ ঢাকায় আনলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
উওর: স্থানগত উপযোগ।
কাঠ থেকে আসবাবপত্র তৈরি কোন ধরনের উপযোগ?
উওর: রূপগত উপযোগ।
Survival of competition এর বাংলা কি?
উওর: প্রতিযোগিতায় টিকে থাকা।
গুদামজাতকরনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
উওর: সময়গত উপযোগ।
উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের কি বৃদ্ধি পায়?
উওর: মুনাফার পরিমাণ।
উৎপাদনশীলতার পরিমাণ নিরূপণ করা কেমন?
উওর: জটিল।