উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: উৎপাদনের মাত্রা (Scale of production)
April 24, 2021

উৎপাদনের মাত্রা কাকে বলে?
উওর: একটি প্রতিষ্ঠানের তার সুবিধা-অসুবিধা কি বিবেচনা করে কতটা পণ্য বা সেবা উৎপাদন করবে তাকে উৎপাদনের মাত্রা বলে।
মিতব্যায়ী উৎপাদন মাত্রা কাকে বলে?
উওর: যে উৎপাদন ধারণায় উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা হলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পেতে থাকে তাকে মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে।
অমিতব্যয়ী উৎপাদন মাত্রা কাকে বলে?
উওর: যে উৎপাদন ধরনের উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা হলে একক প্রতি উৎপাদন বৃদ্ধি পায় তাকে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে।
পরিবর্তনশীল ব্যয় কাকে বলে?
উওর: উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে যে ব্যয় সমহারে বৃদ্ধি পায় এবং উৎপাদনের পরিমাণ পেলে যে ব্যয় সমহারে হ্রাস পায় তাকে পরিবর্তনশীল বলে।
স্থির ব্যয় কাকে বলে?
উওর: উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের কোনরূপ পরিবর্তন হয়না তাকে স্থির ব্যয় বলে।
ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান কাকে বলে?
উওর: উৎপাদনকারী শিল্পের বেলায় কোন শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা অথবা শ্রমিকের সংখ্যা ৩১ থেকে ১০০ জন থাকে তাকে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বলে।
মাঝারি শিল্প প্রতিষ্ঠার কাকে বলে?
উওর: উৎপাদনকারী শিল্পের বেলায় কোন শিল্পে স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ন্যূনতম ১৫ কোটি থেকে ৫০ কোটি টাকা অথবা শ্রমিকের সংখ্যা ১২১ জন থেকে ৩০০ জন থাকলে তাকে মাঝারি শিল্প প্রতিষ্ঠান বলে।
বৃহদায়তন প্রতিষ্ঠান কাকে বলে?
উওর: যে সকল প্রতিষ্ঠান জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৩২ কোটি টাকার অধিক কিংবা যে সকল প্রতিষ্ঠানে ১২০ জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান বলে।
উৎপাদনের কাম্য মাত্রা কাকে বলে?
উওর: যে মাত্রায় উৎপাদন করা হলে গড় ব্যয় সর্বনিম্ন হয় উৎপাদনের সেই মাত্রাকে উৎপাদনর মাত্রা বলে।
স্বাভাবিকভাবে উৎপাদন বৃদ্ধি করা হলে একক প্রতি কীরূপ পরিবর্তন হয়?
উওর: বৃদ্ধি পায়।
সাধারণত উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হলে এককপ্রতি উৎপাদন ব্যয় হ্রাস পাওয়ার কারণ কি?
উওর: একক প্রতি স্থির ব্যয় হ্রাস পাওয়া।
কর্মচারীর বেতন কোন ধরনের ব্যয়?
উওর: স্থির ব্যয়।
কাম্য উৎপাদন মাত্রা কাকে বলে?
উওর: কোনো প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রাকে কাম্য উৎপাদন মাত্রা বলে।
পণ্য উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে বাজারে পণ্যের দাম স্বাভাবিকভাবে হ্রাস পেতে পারে এর কারণ কি?
উওর: পণ্যর সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে।
কাম্য উৎপাদনের মাত্রা একটি প্রতিষ্ঠানের জন্য কেন গুরুত্বপূর্ণ?
উওর: সকল দিক বিবেচনায় সুফল বয়ে আনে বলে
কি পরিমান উৎপাদন করলে গড় ব্যয় সর্বনিম্ন হয়?
উওর: কাম্য মাত্রা।
বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ কেন গুরুত্বপূর্ণ?
উওর: রাজস্বের সিংহভাগ এ খাত হতে আসে।
পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে ব্যয় সংকোচন ধারণাটি কেন অকার্যকর?
উওর: একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থির থাকে।
বাংলাদেশের শিল্পনীতি ২০১৬অনুযায়ী এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে মোট কয় ভাগে ভাগ করা হয়েছে?
উওর: ১০।
কাম্য মাত্র অপেক্ষা কম উৎপাদন করলে একক প্রতি উৎপাদন ব্যয় কেন বৃদ্ধি পায়?
উওর: একক প্রতি স্থির ব্যয় বৃদ্ধি পাওয়ায়।
মাত্রা জনিত ব্যয় সংকোচন এর কারণ কি?
উওর: স্থায়ী ব্যয়ের প্রসারণ।
অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎপাদন মাত্রা অধিক হলে একক প্রতি উৎপাদন ব্যয় কেমন হয়?
উওর: হ্রাস পায়।
ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে প্রাথমিক মূলধন যোগান দেয় কে?
উওর: মালিক।
মাত্রাজনিত ব্যয় সংকোচনের সাথে কত প্রকার ব্যয় সম্পৃক্ত?
উওর: ২।
সেবাধর্মী ক্ষুদ্রায়তন এন্টারপ্রাইজের কর্মীর সংখ্যা কত?
উওর: ১০-২৫ জন।
সর্বোচ্চ দক্ষতা কাজে লাগিয়ে সর্বনিম্ন ব্যয় উৎপাদন করাকে কোন ধরনের উৎপাদন মাত্রা বলে?
উওর: কাম্য উৎপাদন মাত্রা।
বৃহদায়তন এন্টারপ্রাইজের প্রধান বৈশিষ্ট্য কি?
উওর: বিস্তৃত বাজার।
উৎপাদনের কাম্য মাত্রায় প্রতিযোগিতার কি বৃদ্ধি পায়?
উওর: সামর্থ্য
উৎপাদনের পরিমাণ অস্বাভাবিক বৃদ্ধি পেলে, প্রতিষ্ঠান মারাত্মক সমস্যার সম্মুখীন হয় এর প্রধান প্রধান কারণ কি?
উওর: পণ্যের মূল্য হ্রাস পেতে পারে, পণ্য অবিক্রীত অবস্থায় থাকতে পারে ও পণ্যের মজুদ ব্যয় বৃদ্ধি পেতে পারে।
পরিবর্তনশীল ব্যয়ের প্রধান বৈশিষ্ট্য কি?
উওর: উৎপাদনের মাত্রা পরিবর্তনের সাথে সাথে এ ব্যয় সমানুপাতিক হারে পরিবর্তিত হয়।