জাতীয় বাজেট: ২০২০-২০২১ অর্থবছর
April 25, 2021

২০২০-২০২১ অর্থবছরের বাজেট কততম বাজেট?
উত্তর: ৪৯ তম বাজেট।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন বাজেটসহ ২০২০-২০২১ অর্থবছরের বাজেট কততম বাজেট?
উত্তর:৫০ তম। (নোট: ১৯৯৬-৯৭ সহ)
বাংলাদেশে অর্থবছর মোট কতটি?
উত্তর: ৫০ টি।
বাংলাদেশের ইতিহাসে একই সাথে ২ অর্থবছরের বাজেট উত্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৯৭২ সালে।
নোট: ১৯৭২-৭৩ ও ১৯৭৩-৭৪ অর্থবছরের বাজেট পেশ হয়।
২০২০-২০২১ বাজেট উত্থাপিত হয় কত তারিখ?
উত্তর: ১১ জুন ২০২০, রোজ বৃহস্পতিবার।
২০২০-২০২১ বাজেটের স্লোগান কি?
উত্তর: অর্থনৈতিক উত্তরণ ও ভবিষৎ পথ পরিক্রমা।
২০২০-২০২১ বাজেট কার্যকর হবে কত তারিখ?
উত্তর: ১ জুলাই, ২০২০।
বাংলাদেশে বাজেটের অর্থবছরের সময়কাল কত?
উত্তর: ১ জুলাই থেকে ৩০ জুন।
২০২০-২০২১ অর্থবছরে মোট বাজেট কত?
উত্তর: ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছরে সামগ্রিক আয় বা রাজস্ব আয় কত?
উত্তর: ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছরে সামগ্রিক আয় মোট বাজেটের কত শতাংশ?
উত্তর: ৬৬.৬%।
২০২০-২০২১ অর্থবছরে সামগ্রিক ঘাটতি জিডিপির কত শতাংশ?
উত্তর: ৬ শতাংশ।
২০২০-২০২১ অর্থবছরে সামগ্রিক ব্যয় ধরা হয়েছে কত?
উত্তর: ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছরে সামগ্রিক ঘাটতি কত?
উত্তর: ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। (অনুদান ব্যতীত) ও ১ লাখ ৮৫ হাজার ৯৮৭ কোটি টাকা। (অনুদানসহ)
২০২০-২০২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) কত?
উত্তর: ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছরে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে কত?
উত্তর: ৩ লাখ ৬২ হাজার ৮৫৫ কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছর বাজেটে সবচেয়ে বেশি অগ্রাধীকার দেওয়া হয়েছে কোন খাতে?
উত্তর: স্বাস্থ্য খাতে।
২০২০-২০২১ অর্থবছর বাজেটে করোনাভাইরাস মোকাবেলায় বরাদ্দ দেয়া হয়েছে কত?
উত্তর: ১০ হাজার কোটি টাকা।
স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতের গবেষণার উন্নয়নে সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলে মোট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে কত?
উত্তর: ১০০ কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছর বাজেটে চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মানী বাবদ বরাদ্দ রাখা হয়েছে কত?
উত্তর: ৮৫০ কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছর বাজেটে ধান-চালের সরকারি সংগ্রহ ও বিতরণের লক্ষ্যমাত্রা কত বাড়ানো হয়েছে?
উত্তর: ২ লাখ টন।
২০২০-২০২১ অর্থবছর বাজেটে কৃষকের ঋণ প্রাপ্তি সহজ করার লক্ষ্যে কৃষি রিফাইন্যাস ক্রিম গঠনে বরাদ্দ দেওয়া হয়েছে কত?
উত্তর: ৫ হাজার কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছরে কৃষি খাতে ভর্তুকি বৃদ্ধি পেয়েছে কত?
উত্তর: ৯ হাজার ৫০০ কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৮.২%।
২০২০-২০২১ অর্থবছরে মুদ্রাস্ফীতির হার কত?
উত্তর: ৫.৪%।
২০২০-২০২১ অর্থবছরে বিনিয়োগের হার জিডিপির কত শতাংশ?
উত্তর: ৩৩.৫%।
২০২০-২০২১ অর্থবছরে ভ্যাট মুক্ত লেনদেন সীমা কত?
উত্তর: ৫০ লাখ টাকা পর্যন্ত লেনদেনে।
২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু বরাদ্দ কত?
উত্তর: ৩৫ হাজার ১২৬ টাকা।
২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু বরাদ্দ বেড়েছে কত?
উত্তর: ২ হাজার ৭৭১ টাকা।
২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু ঘাটতি কত?
উত্তর: ১১ হাজার ৫০১ টাকা।
ব্যয়ের খাতসমূহ:
খাতসমূহ | ব্যয়ের পরিমান (কোটি টাকায়) | শতকরা পরিমান (প্রায়) |
---|---|---|
শিক্ষা ও প্রযুক্তি | ৮৫,৭৬০ | ১৫.১% |
পরিবহন ও যোগাযোগ | ৬৩,৪২৩ | ১১.২% |
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন | ৩৯,৫৭৩ | ৭% |
স্বাস্থ্য | ২৯,২৪৬ | ৫.২% |
জ্বালানি ও বিদ্যুৎ | ২৬,৭৫৮ | ৪.৭% |
ভর্তুকি ও প্রণোদনা | ৩৮,৬৮৮ | ৬.৮% |
প্রতিরক্ষা | ৩০,৮৯৯ | ৫.৪% |
কৃষি | ২০,৪৮০ | ৩.৬% |
জনপ্রসাশন | ৩৮,২৪০ | ৬.৭% |
সামাজিক কল্যাণ ও নিরাপত্তা | ২৬,৭৪২ | ৪.৭% |
জনশৃঙ্খলা ও নিরাপত্তা | ২৭,৭৯৪ | ৪.৯% |
সুদ | ৬৩,৮০১ | ১১.২% |
পেনশন ও গ্র্যাচুইটি | ২৭,৭০৬ | ৪.৯% |
অন্যান্য | ৪৮,৮৯০ | ৮.৬% |
আয়ের খাত | আয়ের পরিমান (কোটি টাকায়) | শতকরা পরিমান (প্রায়) |
---|---|---|
মূল্য সংযোজন কর | ১,২৫,১৬২ | ৩৩.১% |
আয় ও মুনাফা থেকে কর | ১,০৩,৯৪৫ | ২৭.৫% |
সম্পূরক শুল্ক | ৫৭,৮১৫ | ১৫.৩% | আমদানি শুল্ক | ৩৭,৮০৭ | ১০% |
এনবিআর এর অন্যান্য আয় | ৫,২৭১ | ১.৪% |
এনবিআর এর বাহিরে আদায় | ১৫,০০০ | ৪% |
কর ব্যতিত রাজস্ব | ৩৩,০০০ | ৮.৭% |
খাতসমূহ | পরিমান (কোটি টাকায়) | শতকরা পরিমান (প্রায়) |
---|---|---|
বিদেশী ঋণ | ৭৬,০০৪ | ৪০% |
দেশের ব্যাংক থেকে ঋণ | ৮৪,৯৮০ | ৪৪.৭% |
দেশের ব্যাংকের বাইরে থেকে ঋণ | ২৫,০০৩ | ১৩.২% | বিদেশি অনুদান | ৪,০১৩ | ২.১% |
নোট: বিদেশি অনুদান আয় নয়। |
ব্যক্তি শ্রেণী | করমুক্ত আয়সীমা |
---|---|
সাধারণ ব্যক্তি | ৩ লাখ |
নারী ও ৬৫ বছর উর্ধ্ব করদাতা | ৩ লাখ ৫০ হাজার |
প্রতিবন্ধী ব্যক্তি | ৪ লাখ |
মুক্তিযোদ্ধা ব্যক্তি | ৪ লাখ ২৫ হাজার |
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের কর অব্যাহতির সীমা | ৩৬ লাখ |
তথ্যসূত্র: জাতীয় বাজেট ২০২০-২০২১