পারস্য সভ্যতার ইতিহাস ও জরথ্রুস্ট্রবাদ
April 25, 2021
![]() |
পারস্য সভ্যতার ইতিহাস ও জরথ্রুস্ট্রবাদ | Photo: Getty Images |
প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল কোন দেশ?
উওর: ইরান।
পারস্য সভ্যতার অপর নাম কি?
উওর: একমেডিন সভ্যতা।
পারস্য সভ্যতার সবচেয়ে বড় অবদান ছিল কিসে?
উওর: ধর্ম সংস্কারে।
সাইরাস কে ছিলেন?
উত্তর: পারস্যের সম্রাট।
পারস্যের সম্রাট সাইরাস ব্যবিলন বা মেসোপটেমিয়া আক্রমন করেন কত খ্রিস্টপূর্বাব্দে?
উত্তর: ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে।
সম্রাট সাইরাস মারা যান কত খ্রিস্টপূর্বাব্দে?
উত্তর: ৫২৯ খ্রিস্টপূর্বাব্দে।
সাইরাসের পুত্রের নাম কি?
উত্তর: ক্যাম্বিসেস।
পারস্য সাম্রাজ্যের কোন সম্রাট মিশর ও উত্তর ইথিওপিয়া বিজয় করেন?
উত্তর: সম্রাট ক্যাম্বিসেস।
মিশর বিজয়ের পর পারস্যের কোন সম্রাট নিজেকে ফারাও হিসেবে ঘোষণা করেন?
উত্তর: সম্রাট ক্যাম্বিসেস।
পারস্যের কোন সম্রাট আত্মহত্যা করেন?
উত্তর: সম্রাট ক্যাম্বিসেস।
পারসিক দিনপঞ্জি তৈরি করেন কে?
উওর: দারিয়ুস।
পারস্য ইতিহাসের সবচেয়ে সফল শাসক ছিলেন?
উওর: দারিয়ুস ও কাইরাস।
King of Kings উপাধি ধারণ করেন কারা?
উত্তর: পারস্যের সম্রাটরা।
পারসীয়ানরা ধাতব মুদ্রা তৈরির কায়দা আয়ত্ব করেন কাদের কাছ থেকে?
উত্তর: লিডীয়দের কাছ থেকে।
পারসিকদের আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্রের নাম কি ছিল?
উত্তর: সার্ডিস।
সার্ডিস পুড়িয়ে দেয় কারা?
উত্তর: গ্রিকরা।
এথেনীরা ম্যরাথনের যুদ্ধে পারসিকদের পরাজিত করেন কত খ্রিস্টপূর্বাব্দে?
উত্তর: ৪৯০ খ্রিস্টপূর্বাব্দে।
আরবেলার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ৩৩১ খ্রিস্টপূর্বাব্দে।
গ্রীক বীর আলেকজান্ডার দা গ্রেড পারস্য সাম্রাজ্য অধিকার করে কত খ্রিস্টপূর্বাব্দে ও কোন যুদ্ধের মধ্য দিয়ে?
উওর: ৩৩১ খ্রিস্টপূর্বাব্দে আরবেলার যুদ্ধের মধ্য দিয়ে।
আলেকজান্ডারের ঘোড়ার নাম কি?
উত্তর: বুসেফেলাস।
আলেকজান্ডারের মৃত্যু হয় কত সালে?
উত্তর: ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে।
পারসীয়ানদের ধর্ম বিশ্বাস জরথ্রুস্ট্রবাদ:
পারসিকদের সর্বশক্তিমান প্রভু কে ছিলেন?
উওর: আহুরামাজদা।
আহুরামাজদা শব্দের অর্থ কি?
উত্তর: জ্ঞানী প্রভু।
জরথ্রুস্ট্রবাদের উৎপত্তি হয় কখন?
উত্তর: খ্রিস্টপূর্ব ষোড়শ শতাব্দী তে।
পারস্য সাম্রাজ্যের কোন ধর্মের প্রচলন ছিল?
উওর: জরথ্রুস্ট্রবাদ।
জরথ্রুস্ট্রবাদ ধর্মের প্রবক্তা কে?
উত্তর: জরথ্রুস্ট্রা।
জরথ্রুস্ট্রা কে ছিলেন?
উত্তর: পারস্যের ধর্মগুরু ও দার্শনিক।
আবেস্তা কি?
উওর: জেন্দা ভাষায় রচিত প্রাচীন পারসীয় ধর্মগ্রন্থ।
সূর্যের উপাসক ছিলেন কারা?
উত্তর: পারসীয়রা।
সূর্যের দেবতা কে ছিলেন?
উত্তর: মিথ্রা।
প্রাচীন পারস্যে বলিদান পরিচালনা করত কারা?
উত্তর: মেডেলদের অন্তর্ভুক্ত ম্যাগি (Magi) নামক একদল যাজক শ্রেণীর লোকেরা।
অগ্নি মন্দির প্রতিষ্ঠা ও অগ্নি পূজা করত কারা?
উত্তর: প্রাচীন পারসীয়রা।