হিসাববিজ্ঞান: হিসাববিজ্ঞানের নীতিমালা

হিসাববিজ্ঞান: হিসাববিজ্ঞানের নীতিমালা
হিসাববিজ্ঞান চর্চা ও পেশার উন্নয়নের জন্য কি অপরিহার্য?
উওর: হিসাববিজ্ঞান নীতিমালা।

হিসাব নীতির তাত্ত্বিক কাঠামো প্রথম স্তরে কি নিয়ে আলোচনা হয়?
উওর: হিসাববিজ্ঞানের উদ্দেশ্য।

হিসাববিজ্ঞান নীতির প্রধান বৈশিষ্ট্য কি?
উওর: পরিবর্তনীয়।

হিসাব নিতে তাত্ত্বিক কাঠামোতে দ্বিতীয় স্তরে কি নিয়ে আলোচনা হয়?
উওর: নীতি ও সীমাবদ্ধতা।

হিসাবরক্ষণ কার্যক্রম পরিচালিত হয় কিভাবে?
উওর: কতিপয় ধারণা নীতিমালা ও প্রথার ভিত্তিতে।

হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের কি বলা হয়?
উওর: ভাষা।

কোন প্রথা অনুসারে হিসাব তথ্যের প্রাসঙ্গিকতা যাচাই করা হয়?
উওর: বস্তুনিষ্ঠার প্রথা।

হিসাববিজ্ঞান কিভাবে ব্যবসায়ের তথ্য প্রকাশ করে?
উওর: হিসাব বিবরণীর মাধ্যমে।

হিসাব বিজ্ঞানের বিভিন্ন গবেষক ও সংস্থা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সফল করার জন্য কি প্রবর্তন করেন?
উওর: GAAP.

GAAP এর পূর্ণরূপ কি?
উওর: Generally Accepted Accounting Principles.

GAAP প্রচলন করেন কোন সংস্থা?
উওর: FASB.

হিসাববিজ্ঞানীগণ কত সালে IASC গঠন করে?
উওর: ১৯৭৩ সালে।

FASB এর মতে হিসাব সংক্রান্ত ধারণা কে কি বলা হয়?
উওর: অনুমান।

হিসাববিজ্ঞানের আন্তর্জাতিক সংস্থা কি?
উওর: FASB.

আয়-ব্যয় সংযোগ ধারণার মূল প্রতিপাদ্য বিষয় কি?
উওর: কোন নির্দিষ্ট আর্থিক বছরে যে সমস্ত আয়-ব্যয় সংঘটিত হয়েছে অথচ গ্রহণ করা হয়নি সেগুলো হিসাবভুক্ত করা।

সামঞ্জস্যতা প্রথা বা রীতি বলতে কি বুঝায়?
উওর: কোন প্রতিষ্ঠানে প্রতি বছর একই নিয়ম অনুসরণ করা।

পাওনাদারের উপর বাট্টা সঞ্চিতি ধরা উচিত নয় কোন রীতি অনুযায়ী?
উওর: রক্ষনশীলতার রীতি।

অবচয় অবলোপন ও শূন্যীকরণ প্রক্রিয়া অবলম্বন করা হয় কোন ধারণা অনুযায়ী?
উওর: চলমান প্রতিষ্ঠান ধারণা।

বিনিয়োগের বাজার মূল্য বৃদ্ধি পেলেও ক্রয় মূল্য প্রদর্শিত হয় কোন নীতি অনুযায়ী?
উওর: আদায়করণ নীতি।

হিসাববিজ্ঞান নীতিমালা গুরুত্বপূর্ণ ধারা ও প্রথার তিনটি 'C'দিয়ে কি বুঝায়?
উওর: Cost Consept,Consistency & Convervatism.

মূলধন সংরক্ষণ রীতির মূল কথা কি?
উওর: কার্যকরী মূলধন থাকতে হবে।

অংকে সমাধানের নিচে টাকা দিয়ে বিভিন্ন অস্পষ্টতার দৃষ্টিপাত করাকে কি বলে?
উওর: পূর্ণ প্রকাশ নীতি।

কোন লাভের আশা করো না, সকল ক্ষতির জন্য প্রস্তুত থাকো এটি কোন রীতি?
উওর: রক্ষণশীলতা।

আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী?
উওর: সময়কাল ধারণা।

আর্থিক ঘটনা লিপিবদ্ধকরণের জন্য ভাউচার, নথিপত্র ও মেমোর প্রয়োজন হয় কোন প্রথা অনুযায়ী?
উওর: ঐতিহাসিক নথি বা বৈষয়িকতা নীতি।

হিসাববিজ্ঞানের অনুমান কাকে বলে?
উওর: পূর্ব গৃহীত কিছু কল্পনা বা ধারণাকে অনুমান বলে।

অস্থায়ী হিসাবসমূহ কে বছর শেষে বন্ধ করে দিতে হয় কোন নীতি অনুযায়ী?
উওর: কালীন অনুমান নীতি।

সমন্বয় দাখিলা দেওয়া হয় কোন ধারণা অনুযায়ী?
উওর: হিসাব কাল ধারণা অনুযায়ী।

হিসাবরক্ষণ সংক্রান্ত ধারণাকে কি হিসেবে বিবেচনা করা হয়?
উওর: অনুমান।

সত্তা ধারণা অনুযায়ী সম্পত্তির উপর কার দাবি থাকে?
উওর: মালিক ও পাওনাদারের পক্ষপাত শূন্য দাবি।

স্থায়ী সম্পদ আহরণের উদ্দেশ্য কি?
উওর: উৎপাদন বৃদ্ধি।

ব্যবসায় প্রতিষ্ঠানের জীবনকাল কেমন?
উওর: দীর্ঘ ও অনির্দিষ্টকাল ব্যাপী।

মুদ্রাস্ফীতির ফলে দিন দিন মুদ্রার মান কি হচ্ছে?
উওর: কমছে।

মুদ্রাস্ফীতির সময়কালে মজুদ পণ্য মূল্যায়নে LIFO পদ্ধতি অবলম্বন করা হয় কোন নীতি অনুযায়ী?
উওর: রক্ষণশীলতা অনুযায়ী।

সম্ভাব্য দায় উদ্বৃত্তপত্রের ফুট নোটে বা আর্থিক বিবরণীর নোটসমূহ অন্তর্ভুক্ত করা হয় কোন নীতি অনুযায়ী?
উওর: পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী।

ব্যবসায়ের হিসাব নিকাশ করার কাম্য সময় কখন
উওর: নির্দিষ্ট সময় পর পর।

ব্যবসায়ের মূল কথা কি?
উওর: ব্যবসায়িক কার্যের ধারাবাহিকতা রক্ষা।

আর্থিক মূল্য ধারণার বড় দুর্বলতা কী?
উওর: এটি অনুমান করে অর্থের মান অপরিবর্তনশীল।

ব্যবসায়ের সম্পদের উপর তৃতীয় পক্ষের অধিকার কে কি বলে?
উওর: দায়।

ব্যবসায়ের হিসাব কাল সাধারণত কত বছর মেয়াদী হয়?
উওর: ১ বছর।

কারবারি সত্তা ধারণায় উত্তোলনের সুদ কি হিসেবে দেখানো হয়?
উওর: আয়।

সরকারি হিসাবম্যান বোর্ডের নাম কি?
উওর: GASB.

আর্থিক বিবরণীকে সর্বজনগ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান কি?
উওর: IFRS.

CA এর পূর্ণরূপ কি?
উওর: Chartered Accountant.

বাংলাদেশ CA ডিগ্রী প্রদান করে কোন সংস্থা?
উওর: ICAB.

FCA এর পূর্ণরূপ কি?
উওর: Fellow of Chartered Accountants.

CMA এর পূর্ণরূপ কি?
উওর: Cost and Management Accountant.

বাংলাদেশে CMA ডিগ্রী প্রদান করে কে?
উওর: ICMAB.

CMA ডিগ্রি অর্জনকারী ব্যক্তি কে কি বলে?
উওর: ACMA.

ACMA এর পূর্ণরূপ কি?
উওর: Associate of Cost and Management Accountants.

FASB এর পূর্ণরূপ কি?
উওর: Fnancial Accounting Standards Board.

বাংলাদেশে ICAB কত সালে প্রতিষ্ঠা হয়?
উওর: ১৯৭৩ সালে

IFAC এর পূর্ণরূপ কি?
উওর: International Federation of accountants.

SAFA এর পূর্ণরূপ কি?
উওর: South Asian Federation of Accountants.

IAASB এর পূর্ণরূপ কি
উওর: International Auditing and Assurance Standards board.

BSA এর পূর্ণরূপ কি?
উওর: Bangladesh Standards on Auditing.

ISA এর পূর্ণরূপ কি?
উওর: International Standard on Auditing.