বাংলার সুবেদারি ও নবাবি শাসন আমল
April 25, 2021

বাংলায় সুবেদারি শাসন চালু হয় কখন?
উত্তর: মুঘল আমলে।
মুঘল শাসন আমলে বাংলা কি নামে পরিচিত ছিল?
উত্তর: সুবাহ বাংলা।
ইউরোপীয়রা ‘প্যারাডাইস অফ নেশনস’ হিসেবে বর্ণনা করেন?
উত্তর: সুবাহ বাংলা কে।
মুঘল আমলের মোট জিডিপির কত শতাংশ সুবাহ বাংলা থেকে উৎপন্ন হতো?
উত্তর: ১২ শতাংশ।
সুবেদারদের আগে বাংলায় শাসন করতেন কারা?
উত্তর: আফগান বংশীয় সুলতান ও বারোভূঁইয়ারা।
সমগ্র বাংলায় সুবেদারি শাসন চালু হয় কোন মুঘল সম্রাটের শাসন আমলে?
উত্তর: সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে।
বাংলায় সুবেদারি শাসন শুরু করেন কে?
উত্তর: ইসমাইল খান।
ইসমাইল খান (১৬১০-১৬১৩):
বাংলায় নিযুক্ত প্রথম সুবেদার কে?
উত্তর: ইসমাইল খান।
ইসমাইল খানকে সুবেদার হিসেবে প্রেরণ করেন কে?
উত্তর: মুঘল সম্রাট জাহাঙ্গীর।
বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন কে?
উওর: ইসলাম খান।
ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে?
উত্তর: ১৬১০ সালে।
ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করেন কে?
উত্তর: সুবেদার ইসমাইল খান।
বারোভূঁইয়াদের দমন করেন বাংলার কোন সুবেদার?
উত্তর: ইসমাইল খান।
ঢাকার ধোনাইখাল কে খনন করেন?
উত্তর: সুবেদার ইসমাইল খান।
বাংলায় নৌকা বাইচের প্রচলন করেন কে?
উত্তর: সুবেদার ইসমাইল খান।
সম্রাট শাহাজাদা সুজা (১৬৩৯-১৬৫৯):
শাহাজাদা সুজার পিতার নাম কি?
উত্তর: সম্রাট শাহাজাহান।
বাংলায় ইংরেজরা বাণিজ্য করার সুযোগ পায় কার শাসন আমলে?
উত্তর: শাহাজাদা সুজার সময়।
বাংলায় ইংরেজরা বাণিজ্য করার সুযোগ পায় কত সালে?
উত্তর: ১৬১৫ সালে।
ঢাকার চকবাজারের বড় কাটরা কে নির্মাণ করেন?
উত্তর: শাহাজাদা সুজা।
ধানমন্ডি ঈদগাহ নির্মাণ করেন কে?
উত্তর: শাহাজাদা সুজা।
শাহাজাদা সুজা বাংলা শাসন করেন কত বছর?
উত্তর: ২০ বছর।
আওরঙ্গজেবের কাছে শাহাজাদা সুজা পরাজিত হন কত সালে?
উত্তর: ১৬৫৯ সালে।
মীর জুমলা (১৬৬০-১৬৬৬৩):
আওরঙ্গজেব সুবেদার শাহাজাদা সুজাকে দমন করতে বাংলায় কাকে প্রেরণ করেন?
উত্তর: মীর জুমলাকে।
আসাম যুদ্ধ সংগঠিত হয় কত সালে?
উত্তর: ১৬৬৩ সালে।
ঢাকা গেইট কে নির্মাণ করেন?
উত্তর: মীর জুমলা।
শায়েস্তা খান (১৬৬৪-১৬৮৮):
মির্জা আবু তালিব ইতিহাসে কি নামে খ্যাত?
উওর: শায়েস্তা খান নামে খ্যাত।
শায়েস্তা খান কে ছিলেন?
উওর: বাদশা শাহজাহানের প্রধানমন্ত্রী আসফ খানের ছেলে।
বাংলায় স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে কার শাসন আমলে?
উত্তর: শায়েস্তা খানের।
আওরঙ্গজেব শায়েস্তা খানকে প্রথমবার সুবেদার করে পাঠান কত সালে?
উত্তর: ১৬৬৪ সালে।
আওরঙ্গজেব শায়েস্তা খানকে দ্বিতীয়বার সুবেদার করে পাঠান কত সালে?
উত্তর: ১৬৭৯ সালে।
চট্টগ্রাম থেকে মগ জলদস্যুদের উৎখাত করেন কে?
উত্তর: শায়েস্তা খান।
চট্টগ্রামের নামকরণ ইসলামাবাদ করেন কে?
উত্তর: শায়েস্তাখান।
হোসেনী দালান নির্মাণ করা হয় কখন?
উত্তর: শায়েস্তা খানের শাসন আমলে।
হোসেনী দালাল নির্মাণ করেন কে?
উত্তর: মীর মুরাদ।
কার শাসন আমলে ৮ টাকা মণ চাল বিক্রি হতো?
উত্তর: শায়েস্তা খানের।
বিরান বিবি কে ছিলেন?
উওর: শায়েস্তা খানের বোন।
বিবি পরী কে ছিলেন?
উত্তর: শায়েস্তা খানের কন্যা।
সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে?
উত্তর: শায়েস্তা খাঁ।
ঢাকার লালবাগ কেল্লা প্রতিষ্ঠা করেন কে?
উওর: শায়েস্তা খান।
লালবাগ কেল্লার প্রথম নাম কি ছিল?
উওর:কেল্লা আওরঙ্গবাদ।
ছোট কাটরা নির্মাণ করেন কে?
উওর: শায়েস্তা খান।
মুর্শিদকুলি খান (১৭০০-১৭২৭):
বাংলার প্রথম নবাব কে ছিলেন?
উত্তর: মুর্শিদকুলি খান।
বাংলার নবাবি শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয়?
উত্তর: মুর্শিদকুলি খানের সময় থেকে।
মুর্শিদকুলি খান বাংলার সুবেদার হন কত সালে?
উত্তর: ১৭১৭ সালে।
বাংলার রাজধানী ঢাকা হতে মুর্শিদাবাদ স্থানান্তরিত করেন কে?
উত্তর: মুর্শিদকুলি খান।
রাজস্ব আদায়ে ইজারাদারী প্রথার প্রবর্তক কে?
উওর: মুর্শিদকুলী খান।
সুজা উদ্দিন খান (১৭২৭-১৭৩৯):
মুর্শিদকুলি খানের পর বাংলার নবাব হন কে?
উওর: সুজা উদ্দিন খান।
বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: সুজা উদ্দিন খান।
সুজা উদ্দিন খানের মৃত্যুর পর বাংলার সিংহাসন আরোহণ করেন কে?
উত্তর: তার পুত্র সরফরাস খান।
আলীবর্দী খান (১৭৪০-১৭৫৬):
আলিবর্দী খান কাকে পরাজিত করে বাংলার নবাব হন?
উওর: নবাব সরফরাজ খান কে।
সুবেদারী শাসন আমলে বাংলায় এসে অত্যাচার ও লুট করত কারা?
উত্তর: বর্গীরা।
ইতিহাসে বর্গী কারা ছিলেন?
উত্তর: মারাঠি দস্যুরা।
মারাঠাদের হাত থেকে বাংলার জনগণকে রক্ষা করেন কে?
উত্তর: আলীবর্দী খান।
বাংলায় আফগান সৈন্যরা বিদ্রোহ করলে কঠোর হাতে দমন করেন কে?
উত্তর: আলীবর্দী খান।
আলীবর্দী খানের কন্যার নাম কি?
উত্তর: ঘষেটি বেগম ও আমেনা বেগম।
আমেনা বেগমের পুত্র কে ছিলেন?
উত্তর: সিরাজ-উদ-দৌলা।
নবাব সিরাজউদ্দৌলা (১৭৫৬-১৭৫৭):
সিরাজউদ্দৌলা কে সিংহাসনে বসান কে?
উত্তর: তার দাদা আলীবর্দী খান।
সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে আরোহণ করেন কত সালে?
উত্তর: ১৭৫৬ সালে।
নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন কত সালে?
উত্তর: ২০ জুন, ১৭৫৬।
সিরাজ সিরাজউদ্দৌলা কলকাতার নাম পরিবর্তন করে কি রাখেন?
উওর: আলীনগর।
কলকাতার নাম আলীনগর রাখেন কে?
উত্তর: সিরাজউদ্দৌলার।
সিরাজউদ্দৌলা কলকাতা জয় করেন কত সালে?
উত্তর: ১৭৫৬ সালে।
সিরাজউদ্দৌলা ইংরেজদের কাশিম বাজার দূর্গ দখল করেন কত সালে?
উত্তর: ১৭৫৬ সালে।
সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে সন্ধি করেন কত সালে?
উত্তর: ১৭৫৬ সালে।
সিরাজউদ্দৌলার সেনাপতি কে ছিলেন?
উত্তর: মীর জাফর।
সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন কে?
উত্তর: সিরাজউদ্দৌলার খালা ঘষেটি বেগম।
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উত্তর: ২৩ জুন, ১৭৫৬ সালে।
পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন কে?
উত্তর: সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর।
পলাশীর যুদ্ধে ইংরেজদের সাথে কে পরাজিত হয়?
উত্তর: সিরাজউদ্দৌলা।
সিরাজউদ্দৌলার হত্যাকারী কে?
উত্তর: মুহম্মদিবেগ।
বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: সিরাজউদ্দৌলা।
বাংলায় মধ্যযুগের শাসন অবসান ঘটে কখন?
উত্তর: ১৭৫৬ সালে সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে।