দেশ পরিচিতি: তাইওয়ান 🇹🇼

দেশ পরিচিতি: তাইওয়ান
তাইওয়ানের সরকারি নাম কি?

তাইওয়ানের রাজধানী কোথায়?
উত্তরঃ তাইপে।

তাইওয়ানের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ তাইপে।

তাইওয়ানের সরকারি ভাষা কোনটি?
উত্তরঃ চাইনিজ ভাষা।

তাইওয়ানের প্রধান ধর্ম কোনটি?
উত্তরঃ বৌদ্ধ।

তাইওয়ানের জনসংখ্যা কত?
উত্তরঃ ২৩,৩৪০,১৩৬ জন। (আদমশুমারি ২০১৩)

তাইওয়ানের আয়তন কত?
উত্তরঃ ৩৬,১৯৭ বর্গ কিলোমিটার।

তাইওয়ানের মুদ্রার নাম কি?
উত্তরঃ নতুন তাইওয়ান ডলার।

তাইওয়ানের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।

তাইওয়ানের আইনসভার নাম কি?
উত্তরঃ বিধানসভা ইউয়ান। (Legislative Yuan)

তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ সাই হিং ওয়েন।

তাইওয়ানের জনগণের জাতীয়তা কি?
উত্তরঃ তাইওয়ানিজ।

কোন দেশকে দ্বৈত রাজনৈতিক দেশ হিসেবে অভিহিত করা হয়?
উত্তরঃ তাইওয়ানকে ।

তাইওয়ানকে পুরাতন নাম কী?
উত্তরঃ ফরমোজা ।

ফরমোজা শব্দের অর্থ কি?
উত্তরঃ সুন্দর দ্বীপ।

চীনের কোন বন্দরে তাইওয়ানের জাহাজ নোঙর করে?
উত্তরঃ ফুজহো ও জিয়ামেন ।

তাইওয়ান স্বাধীনতা লাভ করে কত সালে?
উত্তরঃ ১৯৪৯ সালে।

প্রজাতন্ত্রী চীন শাসিত এলাকা বলতে বুঝায়?
উত্তর: তাইওয়ানকে।

কোন সাল থেকে তাইওয়ানে গণতান্ত্রিক সংষ্কার কাজ শুরু হয়?
উত্তরঃ ১৯৮০ সাল থেকে ।

কোন সালে কত বছর পর তাইওয়ানের সামরিক শাসনের অবসন ঘটে?
উত্তরঃ ১৯৮৭ সালে, ৩০ বছর পর ।

কোন সালে কত বছর পর তাইওয়ানের জরুরি অবস্থার অবসার ঘটে?
উত্তরঃ ১৯৯১ সালে, ৪৩ বছর পর ।

তাইওয়ানের সাথে কূটনেতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ কোনটি?
উত্তরঃ ভ্যাটিক্যান ।

তাইওয়ান জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
উত্তরঃ ১৯৫০ সালে ।

তাইওয়ান চীনের নিকট স্বাধীনতা হারায় কত সালে?
উত্তরঃ ১৯৭১ সালে।

তাইওয়ান কবে জাতিসংঘ কর্তৃক বহিষ্কৃত হয়?
উত্তরঃ ১৯৭১ সালের, ২৫ অক্টোবর ।

কত বছর পর কবে তাইওয়ানী একটি জাহাজ প্রথম চীনের ভূখন্ডে নোঙর করে?
উত্তরঃ ৫১ বছর পর। ২০০১ সালের, ২ জানুয়ারি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তাইওয়ান কার অধীনে ছিল?
উত্তরঃ জাপানের