বাংলাদেশ সরকারের আয়ের উৎস: কর ও রাজস্ব

বাংলাদেশ সরকারের আয়ের উৎস: কর ও রাজস্ব
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি?
উত্তর: কর রাজস্ব।

কর বিভাগ কোন মন্ত্রনালয়ের অধীনে?
উত্তর: অর্থ মন্ত্রণালয়ের।

কর কাকে বলে?
উত্তর: সরকার তার জনগণের নিকট হতে বাধ্যতামূলক যে পরিমান অর্থ আদায় করে কিন্তু এই অর্থের বিনিময়ে জনগণ সরকারের কাছে সরাসরি কোনো সুবিধা আশা করতে পারে না তাকে কর বলে।

কর কত প্রকার এ কি কি?
উত্তর: কর দুই প্রকার। যথা: (১) প্রত্যক্ষ কর ও (২) পরোক্ষ কর।

কর রাজস্ব কাকে বলে?
উত্তর: সরকার দেশের নাগরিক-অনাগরিক ব্যক্তি, বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প প্রতিষ্ঠান এবং পণ্যের উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে।

সরকারের কর রাজস্বের উৎস গুলো কি কি?
উত্তর: আয় ও মুনাফার উপর কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক, যানবাহন শুল্ক, মাদক শুল্ক, ভূমি উন্নয়ন শুল্ক ইত্যাদি।

আয়কর বা ইনকাম ট্যাক্স কি?
উত্তর: কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর ধার্যকরা কর।

আয়কর কোন ধরনের কর?
উত্তর: প্রত্যক্ষ কর।

বাংলাদেশে সাধারণ ব্যক্তির করমুক্ত আয়ের সীমা কত?
উত্তর: পুরুষের ক্ষেত্রে বাৎসরিক করমুক্ত আয় সীমা ২ লাখ ৫০ হাজার টাকা এবং নারীর ক্ষেত্রে বাৎসরিক করমুক্ত আয় সীমা ৩ লাখ টাকা।

TIN এর পূর্ণরূপ কি?
উত্তর: Taxpayers Identification Number.

বাংলাদেশের রাজস্ব আদায়ের লক্ষ্যে করসমূহের মধ্যে প্রত্যক্ষ কর কোনটি?
উত্তর: আয়কর।

প্রত্যক্ষ শুল্কের আওতায় পরে কোন কর?
উত্তর: আয় ও মুনাফার উপর কর।

ট্যাক্স হলিডে কি?
উত্তর: সাময়িকভাবে ট্যাক্স মওকুফ করা।

ভূমি কর কোন ধরণের কর?
উত্তর: প্রত্যক্ষ কর।

বাংলাদেশ সরকার কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে?
উত্তর: পরোক্ষ কর।

মূল্য সংযোজন কর বা ভ্যাট (VAT) কোন ধরণের কর?
উত্তর: পরোক্ষ কর।

বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় কোন অর্থ বছর থেকে?
উত্তর: ১৯৯১-১৯৯২ অর্থবছর থেকে।

মূল্য সংযোজন কর কাকে বলে?
উত্তর: কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল থেকে চূড়ান্ত পর্যায়ে আসতে প্রতিটি ধাপে যে পরিমান মূল্য সংযোজন করা হয় এবং এর উপর নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয়ে থাকে তাকে মূল্য সংযোজন কর বলে।

কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উত্তর: মূল্য সংযোজন কর বা ভ্যাট। 

VAT এর পূর্ণরূপ কি?
উত্তর: Valu-added tax.

আমদানি শুল্ক কাকে বলে?
উত্তর: সরকার কতৃক দেশের কোনো দ্রব্য বা সেবা আমদানির উপর যে শুল্ক ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলে।

আবগারি শুল্ক কাকে বলে?
উত্তর: সরকার কতৃক দেশের অভ্যান্তরে উৎপাদিত ও ব্যবহৃত পণ্যের উপর যে কর আরোপ করে থাকে তাকে আবগারি শুল্ক বলে।

বিভিন্ন ক্ষতিকারক দ্রব্যের ভোগ হ্রাস কমানোর জন্য কোন কর ধার্য করা হয়?
উত্তর: আবগারি শুল্ক।

আবগারি শুল্ক প্রয়োগ করা হয় কোন কোন দ্রব্যের উপর?
উত্তর: চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট ইত্যাদির উপর আবগারি শুল্ক প্রয়োগ করা হয়।

মাদক শুল্ক কাকে বলে?
উত্তর: মাদকজাত দ্রব্যের উপর সরকার কতৃক যে কর ধার্য করা হয় তাকে মাদক শুল্ক বলে।

কর আদায়ের দ্বায়িত্ব কার?
উত্তর: বাংলাদেশ রাজস্ব বোর্ডের।

বাংলাদেশ রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৭২ সালে।

কত ধরনের আয় করের আওতায় পরে?
উত্তর: সাত ধরনের আয়।

জাতীয় আয়কর দিবস কত তারিখ?
উত্তর: ৩০ নভেম্বর।

আয়কর রিটার্ন কি?
উত্তর: করযোগ্য আয়ের বার্ষিক আয়কর বিবরণী জমা হচ্ছে আয়কর রিটার্ন।