তিব্বত পরিচিতি
April 26, 2021

নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত?
উত্তর: তিব্বত।
তিব্বত নিষিদ্ধ দেশ কেন?
উত্তর: তিব্বতে একসময় বিদেশিদের জন্য প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আধুনিক যুগে এসেও সাংবাদিকরা কিছু কিছু ক্ষেত্রে ছবি তুলার জন্যও প্রবেশ করতে পারত না। এছাড়া প্রাকৃতিগত ভাবে তিব্বত দুর্গম এলাকায় হওয়ায় সহজে কেউ গমন করতে পারে না। যার ফলে তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিতি লাভ করে।
নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত?
উত্তর: তিব্বতের রাজধানী লাসা।
তিব্বতী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: রাজা সংস্তান গ্যাম্পো।
পৃথিবীর ছাদ বলা হয়?
উত্তর: তিব্বতের মালভূমিকে।
তিব্বতের বর্তমান পরিচয় কি?
উত্তর: চীনের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল।
তিব্বতের রাজধানীর নাম কি?
উত্তর: লাসা।
লাসা নামের অর্থ কি?
উত্তর: দেবতাদের ভূমি।
তিব্বতের ভাষা কি?
উত্তর: তিব্বতি।
তিব্বতের সরকারি ভাষা কোনটি?
উত্তর: চীনা ভাষা।
তিব্বতের আয়তন কত?
উত্তর: ১২,২৮,৪০০ বর্গ কিলোমিটার।
তিব্বতের জনসংখ্যা কত?
উত্তর: ৬.৫ মিলিয়ন। (২০১৯)
তিব্বতের প্রধান ধর্ম কোনটি?
উত্তর: বৌদ্ধ।
তিব্বতের বৌদ্ধ সন্ন্যাসী ও পুরোহিতরা কি নামে পরিচিত?
উত্তর: লামা।
গণচীনের বিরুদ্ধে তিব্বতিরা স্বাধিকার আন্দোলন করেন কত সালে?
উত্তর: ১৯৫৯ সালে।
স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী হিসেবে লাসা কে ঘোষণা করা হয় কখন?
উত্তর: ১৯৬৫ সালে।
স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয় কোথায়?
উত্তর: ভারতের হিমাচল প্রদেশে।
তিব্বতের ধর্মীয় নেতাকে কি বলা হয়?
উত্তর: দালাই লামা।
তেনজিং গিয়াতসো কোন নামে অধিক পরিচিত?
উত্তর: দালাই লামা।
তিব্বতের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: দালাই লামা।
তিব্বতিরা বুদ্ধের অবতার বলে মনে করে কাকে?
উত্তর: দালাই লামা কে।
দালাই লামা নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কত সালে?
উত্তর: ১৯৮৯ সালে।
তিব্বতের প্রধান খাদ্য কোনটি?
উত্তর: সাম্পা বা চমবা।
তিব্বতের সর্বোচ্চ পর্বত কোনটি?
উত্তর: মাউন্ট এভারেস্ট।
‘পোতালা’ নামে বিখ্যাত প্রসাদটি কোথায় অবস্থিত?
উত্তর: তিব্বতের রাজধানী লাসায়।
‘পোতালা’ প্রসাদে বসবাস করে কে?
উত্তর: তিব্বতের সর্বোচ্চ ধর্মগুরু দালাই লামা।
‘পোতালা’ প্রসাদ কে নির্মাণ করেন?
উত্তর: রাজা সংস্তান গ্যাম্পো।