তুর্কমেনিস্তান দেশ পরিচিতি
April 26, 2021

তুর্কমেনিস্তানের সরকারি নাম কি?
উত্তর: তুর্কমেনিস্তান।
তুর্কমেনিস্তানের রাজধানী ও বৃহত্তম শহর কোনটি?
উত্তর: আশগাবাত।
তুর্কমেনিস্তানের জাতীয় ভাষা কোনটি?
উত্তর: তুর্কমেন।
তুর্কমেনিস্তানের প্রধান ধর্ম কি?
উত্তর: মুসলিম।
তুর্কমেনিস্তানের জনসংখ্যা কত?
উত্তর: ৫,১১০,০২৩ জন। (আদমশুমারি ২০০৬)
তুর্কমেনিস্তানের আয়তন কত?
উত্তর: ৪,৯১,২১০ বর্গ কিলোমিটার।
তুর্কমেনিস্তানের মুদ্রার নাম কি?
উত্তর: তুর্কমেনিস্তান নতুন মানত।
তুর্কমেনিস্তানের আইনসভার নাম কি?
উত্তর: অ্যসেম্বলি অব তুর্কমেনিস্তান বা তুর্কমেনিস্তানের মজলিস।
তুর্কমেনিস্তানের মজলিসের সদস্য সংখ্যা কত?
উওর: ৫০ জন।
কোন দেশে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সেবা বিনামূল্যে প্রদান করা হয়?
উত্তর: তুর্কমেনিস্তানে।
River of life বলা হয়?
উত্তর: তুর্কমেনিস্তানের কারাকোরাম খালকে।
তুর্কমেনিস্তান কবে স্বাধীনতা ঘোষণা করে?
উওর: ২৩ অক্টোবর, ১৯৯১।
তুর্কমেনিস্তান পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে কবে?
উওর: ২৫ ডিসেম্বর, ১৯৯১ সালে।
তুর্কমেনিস্তান জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
উওর: ২ রা মার্চ, ১৯৯২ সালে।
তুর্কমেনিস্তানের সরকার পদ্ধতি কীরূপ?
উওর: রাষ্ট্রপতি শাসিত সরকার।
তুর্কমেনিস্তানের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: গুরবানগুলি বেরদিমুহামেদু।
কোন দেশের ৮০% জুড়ে কারাকোরাম মরুভূমি অবস্থিত?
উওর: তুর্কমেনিস্তান।
নরকের দরজা কি ও কোথায় অবস্থিত?
উত্তর: নরকের দরজা তুর্কমেনিস্তানের একটি গ্যাসক্ষেত্র। এটি কারাকুম মরুভূমিতে অবস্থিত। দীর্ঘ দিন ধরে অগ্নিমুখটি জ্বলছে বলে একে নরকের দরজা বলা হয়।
বিশ্বের ৪র্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস সম্ভার রয়েছে কোন দেশে?
উত্তর: তুর্কমেনিস্তানে।