উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: ব্যবসায়ের অবস্থান (Business Location)

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন: ব্যবসায়ের অবস্থান (Business Location)
ব্যবসায়ের অবস্থান কাকে বলে?
উওর: যেখানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয় বা যে স্থান হতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালন করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।

বিকেন্দ্রীকরণ কাকে বলে?
উওর: ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান একক কোনো স্থানে কেন্দ্রীভূত না হয়ে বিভিন্ন স্থানে স্থাপিত হলে তাকে বিকেন্দ্রীকরণ বলে।

ব্যবসায়ের শহুরে অবস্থান কাকে বলে?
উওর: শহরকে কেন্দ্র করে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে।

ব্যবসায়ের গ্রামের অবস্থান কাকে বলে?
উওর: শহর থেকে দূরে গ্রাম্য পরিবেশে সুবিধাজনক স্থানে শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে।

শিল্প এলাকা কাকে বলে?
উওর: নির্দিষ্ট পরিকল্পনাধীনে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান একত্রে এক স্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যে এলাকা প্রস্তুত করে তোলা হয় তাকে শিল্প এলাকা বলে।

ক্রেতা সন্তুষ্টি কাকে বলে?
উওর: পণ্য বা সেবার কার্যকারিতা ক্রেতার প্রত্যাশা সমান বা প্রত্যাশার চেয়ে বেশি হলে তাকে ক্রেতা সন্তুষ্টি বলে।

ব্যবসায়ের স্থানীয়করণ কাকে বলে?
উওর: কোনো বিশেষ এলাকায় বিশেষ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলাকে ব্যবসায়ী স্থানীয়করণ বলে।

অবকাঠামোগত সুবিধা কাকে বলে?
উওর: যে সকল সুযোগ সুবিধা বিদ্যমান থাকলে উদ্যোক্তাগণ ঐ স্থানে ব্যবসায় স্থাপনে আগ্রহী হন তাকে অবকাঠামোগত সুবিধা বলে।

শ্রমের সহজলভ্যতা কাকে বলে?
উওর: প্রতিষ্ঠানের কার্যাবলী সঠিকভাবে পরিচালনা করার জন্য যে পরিমাণ দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় তার সহজ প্রাপ্তিকেই শ্রমের সহজলভ্যতা বলে।

বাজারের নৈকট্য কাকে বলে?
উওর: উৎপাদিত  পণ্য বা সেবা বিক্রয়ের জন্য নিকটবর্তী কোন বাজারের অবস্থানকে বাজারের নৈকট্য বলে।

শক্তি সম্পদ কাকে বলে?
উওর: কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম পরিচালনা করার জন্য যেসকল জ্বালানি ও বিদ্যুতের প্রয়োজন হয় তাদেরকে একত্রে শক্তি সম্পদ বলে।

শ্রম ঘূর্ণায়মানতা কাকে বলে?
উওর: কর্মরত শ্রমিক কর্মীরা এক প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়াকে শ্রম ঘূর্ণায়মানতা বলে।

শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক কাকে বলে?
উওর: প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে তাকে শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক বলে।

সহায়ক প্রতিষ্ঠান কাকে বলে?
উওর: কোনো ব্যবসা এবার শিল্প প্রতিষ্ঠানকে সাহায্য-সহযোগিতা করার জন্য যে সকল প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে সহায়ক প্রতিষ্ঠানে বলে।

কাঁচামালের নৈকট্য কাকে বলে?
উওর: শিল্প উৎপাদনের জন্য যেসকল কাঁচামালের প্রয়োজন হয় তার সহজ প্রাপ্তিকেই কাঁচামালের নৈকট্য বলে।

বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অবস্থান তৈরির প্রধান কারণ কি?
উওর: পরিবর্তন।

ব্যবসায়ের অবস্থান নির্বাচন প্রক্রিয়া শেষ ধাপ কি?
উওর: সর্বোত্তম বিকল্প নির্বাচন।

উপযুক্ত স্থানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের প্রধান কারণ কি?
উওর: বিক্রয় বৃদ্ধি।

হাঁস মুরগির খামার স্থাপনের উপযুক্ত স্থান কোথায় হতে পারে?
উওর: শহরে।

বাংলাদেশ গার্মেন্টস শিল্প গড়ে ওঠার প্রধান কারণ কি?
উওর: শ্রমিকের সহজপ্রাপ্যতা।

আবাসিক হোটেলগুলো শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে কেন?
উওর: যোগাযোগের সুবিধা।

উত্তম ব্যবসায় অবস্থানের দ্বারা কি অর্জিত হয়?
উওর: ব্যয় হ্রাস।

চীনে লৌহ শিল্প এবং বাংলাদেশের উত্তরবঙ্গের চিনি শিল্প গড়ে ওঠার পেছনে কোন উপাদানের সাদৃশ্য লক্ষ্য করা যায়?
উওর: কাঁচামালের পর্যাপ্ততা।

শহরতলীতে ইট,বালি,সিমেন্ট, রড ইত্যাদির দোকান গড়ে ওঠার পিছনে কোন বিষয়ে কাজ করে?
উওর: সহজ দোকান প্রাপ্তি।

রাজশাহীতে আম বাগান গড়ে ওঠার পিছনে কোন উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?
উওর: প্রাকৃতিক।

বাংলাদেশের বিলাসবহুল বিপনী গুলো ঢাকায় গড়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ কারণ কি?
উওর: সচ্ছল ক্রেতাদের সমাগম।

ব্যবসায় অবস্থান নির্বাচনে কেন শহরকে বেছে নেওয়া হয়?
উওর: খোলামেলা পরিবেশে প্রাপ্তব্যতা।

উত্তম ব্যবসায় অবস্থানের দ্বারা কি অর্জিত হয়?
উওর: ব্যাবসায়িক সফলতা।

চট্টগ্রামের ভারী শিল্প গড়ে ওঠার কারণ কি?
উওর: বিস্তৃত সমতল ভূমি।

নারায়ণগঞ্জে হোসিয়ারি শিল্প গড়ে ওঠার কারণ কি?
উওর: শ্রমিকের সহজলভ্যতা।

কেন একজন ব্যক্তির শহরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে?
উওর: সস্তা শ্রমিক পাওয়া যায় বলে।

একটি ব্যবসায়ের জন্য অবস্থান কেন গুরুত্বপূর্ণ?
উওর: সকল দিক ব্যবসায়ের অনুকূলে থাকে।

বাংলাদেশের গার্মেন্টস  শিল্প স্থাপনের পিছনে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে?
উওর: শ্রম।

সিলেটের চা বাগান গড়ে ওঠার পিছনে কোন বিষয়টি মুখ্য ভূমিকা পালন করে?
উওর: সরকার প্রদত্ত কর অবকাশ।

রাঙ্গামাটিতে জলবিদ্যুৎ প্লান্ট গড়ে ওঠার কারণ কি?
উওর: অত্যাধিক নিরাপত্তা।