১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন

১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন
যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে?
উত্তর: ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে।

যুক্তফ্রন্ট কয়টি দল নিয়ে গঠিত হয়?
উত্তর: ৪ টি। যথা: আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম-ই-ইসলাম ও বামপন্থী গণতন্ত্রী দল।

১৯৫৪ সালের সাধারণ নির্বাচন কত তারিখ অনুষ্ঠিত হয়?
উত্তর: ১০ মার্চ।

যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কি ছিল?
উত্তর: ঐতিহাসিক ২১ দফা।

যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কি ছিল?
উত্তর: নৌকা।

যুক্তফ্রন্টের প্রধান বিরোধী দল ছিল?
উত্তর: মুসলিম লীগ।

১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ী হয়?
উত্তর: যুক্তফ্রন্ট।

যুক্তফ্রন্ট সরকারের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক।

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের পর পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে নির্বাচিত হন?
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক।

যুক্তফ্রন্টের প্রধান প্রধান নেতা ছিলেন কারা?
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হত, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

১৯৫৪ এর নির্বাচনে মোট আসন সংখ্যা কত ছিল?
উত্তর: ৩০৯ টি।

১৯৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
উত্তর: ২২৩ টি।

১৯৫৪ এর নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে?
উত্তর: ৯ টি।

যুক্তফ্রন্ট সরকার গঠন হয় কবে?
উত্তর: ৩ এপ্রিল, ১৯৫৪।

বর্ধমান হাউজকে বাংলা একাডেমি করার প্রস্তাব অনুমোদন করে?
উত্তর: যুক্তফ্রন্ট মন্ত্রিসভা।

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, শহীদ মিনার নির্মাণ ও ছুটি পালনের প্রস্তাব করেন?
উত্তর: যুক্তফ্রন্ট মন্ত্রিসভা।

যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতায় ছিল?
উত্তর: ৫৬ দিন।

শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট সরকারের কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন?
উত্তর: কৃষি, ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন।

যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হয় কবে?
উত্তর: ৩০ মে, ১৯৫৪।

যুক্তফ্রন্ট সরকার বাতিল করেন কে?
উত্তর: পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।

যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়ার কারণ কি ছিল?
উত্তর: নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক নিবন্ধ প্রকাশিত হয়। যেখানে পত্রিকার নিবন্ধনে লিখেন, ‘মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক বলেছেন, বাংলাকে স্বাধীন করা তাঁর প্রথম কাজ।’ এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ দেশদ্রোহের অভিযোগ আনে এবং এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেয়।