বেগম রোকেয়া ও নারী জাগরণ
April 25, 2021
বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৯ ডিসেম্বর, ১৮৮০ সালে।
বেগম রোকেয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে।
বেগম রোকেয়ার পিতার নাম কি?
উত্তর: জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলি সাবের।
বেগম রোকেয়া মায়ের নাম কি?
উত্তর: বাহাতন্নেসা সাবেরা ঠৌধুরানি।
বেগম রোকেয়ার বড় ভাইয়ের নাম কি?
উত্তর: ইব্রাহিম সাবের।
বড় ভাইয়ের উৎসাহে বেগম রোকেয়া কোন কোন ভাষা শিক্ষা লাভ করেন?
উত্তর: উর্দু, আরবি, ফারসি,বাংলা ও ইংরেজি।
বেগম রোকেয়া কখন থেকে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন?
উত্তর: কিশোর বয়স থেকে।
বেগম রোকেয়া রচিত গ্রন্থ গুলোর নাম কি?
উত্তর: অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচূর, সুলতানার স্বপ্ন ইত্যাদি।
বেগম রোকেয়ার প্রবন্ধ সমূহ কি কি?
উত্তর: মতিচূর ও ডিলিসিয়া হত্যা।
বেগম রোকেয়ার উপন্যাস সমূহ কি কি?
উত্তর: পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন।
বেগম রোকেয়ার স্বামীর নাম কি?
উত্তর: সাখাওয়াত হোসেন।
নারী অধিকার প্রতিষ্ঠার জন্য বেগম রোকেয়া কোন প্রতিষ্ঠানটি গড়ে তুলেন?
উত্তর: আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম মুসলিম মহিলা সমিতি।
বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন?
উত্তর: বেগম রোকেয়া নারী শিক্ষা প্রসারের মাধম্যে নারী জাগরণের সৃষ্টি করে। যার ফলে বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়।
নারী জাগরণে বেগম রোকেয়ার ভূমিকা কি?
উত্তর: সমাজে অবজ্ঞায় শিকার ও পিছিয়ে পরা এই নারীদের শিক্ষার মাধ্যমে বিকশিত করে আর্থিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে নারী-পুরুষ সাম্যের এক সমাজ প্রতিষ্ঠাই ছিল বেগম রোকেয়ার মূল লক্ষ্য। নারীদের মানবিক ও প্রকৃত যোগ্যতাসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যে তিনি শিক্ষাকে প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেন। অনেক আর্থিক অসুবিধা ও নারী শিক্ষার পিছনে সামাজিক বাধাকে মোকাবিলা করেই তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। শত প্রতিকূলতার মধ্যেও বিভিন্ন সহযোগিতায় তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয় ক্রমে শক্তি লাভ করে। বেগম রোকেয়া বিশ্বাস করতেন, মানব জাতি পুরুষ ও নারীর মিলিত ধারারই ফল।
বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ৯ ডিসেম্বর, ১৯৩২ সালে।