পঞ্চাশের মন্বন্তর বা ১৯৪৩ সালের দুর্ভিক্ষ

পঞ্চাশের মন্বন্তর বা ১৯৪৩ সালের দুর্ভিক্ষ
পঞ্চাশের মন্বন্তর সংঘটিত হয় বাংলা কত সনে?
উত্তর: ১৩৫০ সনে।

পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত?
উত্তর: ১৯৪৩ সালের দুর্ভিক্ষ।

১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড ওয়াভেল।

১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: উইনস্টন চার্চিল।

পঞ্চাশের মন্বন্তরের সময় বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: শেরে বাংলা একে ফজলুল হক।

দুর্ভিক্ষ প্রতিরোধে সমর্থন না পেয়ে এ কে ফজলুল হক পদত্যাগ করেন কত সালে?
উত্তর: ১৯৪৩ সালে।

খাজা নাজিমমুদ্দীন মন্ত্রিসভা গঠিত হয় কবে?
উত্তর: ১৩ এপ্রিল, ১৯৪৩ সালে।

১৯৪৩ এর দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা কত ছিল?
উত্তর: ৩৫ থেকে ৩৮ লক্ষ।

পঞ্চাশের মন্বন্তরের কারণ কি ছিল?
উত্তর: ১৯৪২ সালের ঘূর্ণিঝড় ও বন্যা ছিল ১৯৪৩ এর দুর্ভিক্ষে অন্যতম কারণ। তবে এই পরিস্থিতির আরো অবনতি ঘটে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও তার মন্ত্রিসভার নীতিমালার কারণে। পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতিমালার পেছনে লক্ষ্য ছিল ব্রিটিশ শত্রু জাপানকে মোকাবেলা করা। নীতিমালা অনুসারে ভারতের শস্যসহ সবকিছু ধ্বংস করে ফেলার নির্দেশ দেওয়া হয়। এমনকি যেসব নৌকায় শস্য বহন করা হবে সেগুলোও যেন ধ্বংস করে দেওয়া হয়। ফলে শত্রু জাপানিরা যখন আসবে তারা আর সেখানে টিকে থাকার জন্য সম্পদ পাবে না। এই নীতির ফলে তীব্র খাদ্য সংকট তৈরি হয়। চাল ও শস্য আমদানি বন্ধ হয়ে যায়। যার পরিনামে পঞ্চাশের মন্বন্তর দেখা দেয়।

খাজা নাজিমুদ্দীনের মন্ত্রীসভার পতন ঘটে কত সালে?
উত্তর: ১৯৪৫ সালে।

পঞ্চাশের মন্বন্তর নিয়ে শিল্পচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম কোনটি?
উত্তর: ম্যাডোনা ৪৩।

১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর নির্মিত চলচ্চিত্রের নাম কি?
উত্তর: আকালের সন্ধানে (In Search of a Famine), পরিচালক মৃনাল সেন।