বাংলার রেনেসাঁ: নবজাগরণ ও সংস্কার আন্দোলন

বাংলার রেনেসাঁ: নবজাগরণ ও সংস্কার আন্দোলন
বাংলা তথা উপমহাদেশে নবজাগরণ বা রেনেসাঁর সূচনা হয় কখন?
উত্তর: ইউরোপীয় আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে উপমহাদেশে রেনেসাঁ বা নবজাগরণের সূচনা হয়।

উপমহাদেশে জাতীয়তাবাদী চেতনার ভিত রচিত হয় কখন?
উত্তর: রেনেসাঁ বা নবজাগরনের মধ্য দিয়ে।

ব্রাহ্ম ধর্ম ও নব হিন্দুবাদ উদ্ভব হয় কখন?
উত্তর: নবজাগরণ বা রেনেসাঁর ফলে।

উপমহাদেশে নবজাগরণ বা রেনেসাঁর ফলে সমাজে কি প্রভাব সৃষ্টি হয়?
উত্তর:
• ব্রাহ্ম ধর্ম ও নব হিন্দুবাদের বিকাশ।
• নতুন শিক্ষা ব্যবস্থা।
• নতুন সাহিত্য।
• নতুন সামাজিক আদর্শ ও রীতিনীতি।
• ইংরেজি শিক্ষার প্রসার।
• পাশ্চাত্য ভাবধারা ও সংস্কৃতির বিকাশ।
• বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যযুগীয় চিন্তা-চেতনা প্রত্যাখ্যান এবং যুক্তিবাদ, ব্যাক্তিবাদ, ব্যক্তিস্বাধীনতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ।

উপমহাদেশে বাংলা আধুনিক চিন্তা-চেতনার কেন্দ্রস্থলে পরিণত হয় কখন?
উত্তর: রেনেসাঁ বা নবজাগরণের ফলে।

বাংলা নবজাগরণ কোন শহরকেন্দ্রিক ছিল?
উত্তর: বাংলা নবজাগরণ ছিল কলকাতা শহরকেন্দ্রিক ছিল।

ভারতীয়দের পাশ্চাত্য ভাবধারায় উজ্জীবিত করতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন কোন প্রশাসক ভূমিকা রাখেন?
উত্তর: হেস্টিংস, অ্যালফিনস্টোন, ম্যালকম মনরো, মেটকাফ প্রমুখ।

আধুনিক শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকার রাখেন?
উত্তর: খ্রিষ্টান মিশনারিদের প্রতিষ্ঠিত ছাপাখানা।

বাংলার নবজাগরণ শুরু হয় কখন?
উত্তর: রাজা রামমোহন রায়ের সময় থেকে।

আধুনিক ভারতের রূপকার বলা হয় কাকে?

‘একেশ্বরবাদীদের প্রতি' বইটি কে রচনা করেন?

সতীদাহ প্রথা কার উদ্যোগে বন্ধ করা হয়?

সতীদাহ প্রথা রহিত করেন কে?

সতীদাহ প্রথা রহিত হয় কত সালে?
উত্তর: ১৮২৯ সালে।

বিধবা বিবাহ প্রচলন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ইয়ং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে যুব সমাজে আলোড়ন সৃষ্টি করেন কে?
উত্তর: হেনরি লুই ডিরোজিও

হাজী মুহম্মদ মহসিন তাঁর সমুদয় অর্থ ব্যয় করেন কিসে?
উত্তর: শিক্ষা বিস্তার ও চিকিৎসায়।

বাংলার মুসলিম নবজাগরণে অগ্রণী ভূমিকা রাখেন কারা?

নওয়াব আব্দুল লতিফ প্রতিষ্ঠিত সংস্থার নাম কি?
উত্তর: কলকাতা মোহামেডান লিটারারি সোসাইটি।

দি স্পিরিট অব ইসলাম বইটি কার লেখা?

মুসলমানদের ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কে?

সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান কি?
উত্তর: নারী শিক্ষার বিকাশ ও প্রসার।

বাংলায় নবজাগরণ শেষ হয় কখন?
উত্তর: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ে।

আরো পড়ুন: