বাংলার রেনেসাঁ: নবজাগরণ ও সংস্কার আন্দোলন
April 25, 2021
বাংলা তথা উপমহাদেশে নবজাগরণ বা রেনেসাঁর সূচনা হয় কখন?
উত্তর: ইউরোপীয় আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে উপমহাদেশে রেনেসাঁ বা নবজাগরণের সূচনা হয়।
উপমহাদেশে জাতীয়তাবাদী চেতনার ভিত রচিত হয় কখন?
উত্তর: রেনেসাঁ বা নবজাগরনের মধ্য দিয়ে।
ব্রাহ্ম ধর্ম ও নব হিন্দুবাদ উদ্ভব হয় কখন?
উত্তর: নবজাগরণ বা রেনেসাঁর ফলে।
উপমহাদেশে নবজাগরণ বা রেনেসাঁর ফলে সমাজে কি প্রভাব সৃষ্টি হয়?
উত্তর:
• ব্রাহ্ম ধর্ম ও নব হিন্দুবাদের বিকাশ।
• নতুন শিক্ষা ব্যবস্থা।
• নতুন সাহিত্য।
• নতুন সামাজিক আদর্শ ও রীতিনীতি।
• ইংরেজি শিক্ষার প্রসার।
• পাশ্চাত্য ভাবধারা ও সংস্কৃতির বিকাশ।
• বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যযুগীয় চিন্তা-চেতনা প্রত্যাখ্যান এবং যুক্তিবাদ, ব্যাক্তিবাদ, ব্যক্তিস্বাধীনতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ।
উপমহাদেশে বাংলা আধুনিক চিন্তা-চেতনার কেন্দ্রস্থলে পরিণত হয় কখন?
উত্তর: রেনেসাঁ বা নবজাগরণের ফলে।
বাংলা নবজাগরণ কোন শহরকেন্দ্রিক ছিল?
উত্তর: বাংলা নবজাগরণ ছিল কলকাতা শহরকেন্দ্রিক ছিল।
ভারতীয়দের পাশ্চাত্য ভাবধারায় উজ্জীবিত করতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন কোন প্রশাসক ভূমিকা রাখেন?
উত্তর: হেস্টিংস, অ্যালফিনস্টোন, ম্যালকম মনরো, মেটকাফ প্রমুখ।
আধুনিক শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকার রাখেন?
উত্তর: খ্রিষ্টান মিশনারিদের প্রতিষ্ঠিত ছাপাখানা।
বাংলার নবজাগরণ শুরু হয় কখন?
উত্তর: রাজা রামমোহন রায়ের সময় থেকে।
আধুনিক ভারতের রূপকার বলা হয় কাকে?
উত্তর: রাজা রামমোহন রায়কে।
‘একেশ্বরবাদীদের প্রতি' বইটি কে রচনা করেন?
উত্তর: রাজা রামমোহন রায়।
সতীদাহ প্রথা কার উদ্যোগে বন্ধ করা হয়?
উত্তর: রাজা রামমোহন রায়ের।
সতীদাহ প্রথা রহিত করেন কে?
উত্তর: লর্ড বেন্টিঙ্ক।
সতীদাহ প্রথা রহিত হয় কত সালে?
উত্তর: ১৮২৯ সালে।
বিধবা বিবাহ প্রচলন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ইয়ং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে যুব সমাজে আলোড়ন সৃষ্টি করেন কে?
উত্তর: হেনরি লুই ডিরোজিও।
হাজী মুহম্মদ মহসিন তাঁর সমুদয় অর্থ ব্যয় করেন কিসে?
উত্তর: শিক্ষা বিস্তার ও চিকিৎসায়।
বিধবা বিবাহ প্রচলন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ইয়ং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে যুব সমাজে আলোড়ন সৃষ্টি করেন কে?
উত্তর: হেনরি লুই ডিরোজিও।
হাজী মুহম্মদ মহসিন তাঁর সমুদয় অর্থ ব্যয় করেন কিসে?
উত্তর: শিক্ষা বিস্তার ও চিকিৎসায়।
বাংলার মুসলিম নবজাগরণে অগ্রণী ভূমিকা রাখেন কারা?
নওয়াব আব্দুল লতিফ প্রতিষ্ঠিত সংস্থার নাম কি?
উত্তর: কলকাতা মোহামেডান লিটারারি সোসাইটি।
দি স্পিরিট অব ইসলাম বইটি কার লেখা?
উত্তর: সৈয়দ আমীর আলীর।
মুসলমানদের ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কে?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান।
সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান কি?
উত্তর: নারী শিক্ষার বিকাশ ও প্রসার।
বাংলায় নবজাগরণ শেষ হয় কখন?
উত্তর: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ে।
আরো পড়ুন: