ফরায়েজী আন্দোলন | Faraizi movement
April 25, 2021
ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হাজী শরীফতউল্লাহ।
হাজী শরীফতউল্লাহ কত বছর মক্কায় অবস্থান করেন?
উত্তর: বিশ বছর।
ফরায়েজী আন্দোলন কি ধরনের আন্দোলন?
উত্তর: ধর্ম সংস্কারমূলক আন্দোলন।
ফরায়েজী কারা?
উত্তর: যারা ফরজ পালন করেন তারাই ফরায়েজী। আর বাংলায় যারা হাজী শরীফতউল্লাহর অনুসারী ছিলেন তাদেরকে ফরায়েজী বলে।
ফরায়েজী আন্দোলন কত সালে হয়?
উত্তর: উনিশ শতকের প্রথমার্ধে।
ভারতবর্ষকে দারুল হারব বলে ঘোষণা করেন কে?
উত্তর: হাজী শরীফতউল্লাহ।
দারুল হারব শব্দের অর্থ কি?
উত্তর: বিধর্মীয় দেশ।
জুমা ও দুই ইদের নামাজ বর্জনের জন্য মুসলমানদের নির্দেশ দেন কে?
উত্তর: হাজী শরীফতউল্লাহ।
ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল?
উত্তর: ফরিদপুর।
দেশে অভাব দেখা দিলে নুন ভাতের দাবি উথান করেন কে?
উত্তর: হাজী শরীফতউল্লাহ।
লাঠিয়াল বাহিনী গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন কে?
উত্তর: হাজী শরীফতউল্লাহ।
হাজী শরীফতউল্লাহর উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করেন কে?
উত্তর: ১৮৩৯ সালে।
ফরায়েজী আন্দোলনের কারণ কি ছিল?
উত্তর:
• বাংলার মুসলমানদের অনৈতিক রীতিনীতি, কুসংস্কার, অনাচারে প্রবেশ।
• জমিদার ও নীলকরদের নিম্নশ্রেণির কৃষকদের উপর অত্যাচার।
• মুসলমানদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে জমিদারদের বাধা প্রদান।
• জমিদারদের নানা অজুহাতে ফরায়েজী প্রজাদের উপর অত্যাচার।
ফরায়েজী আন্দোলনের প্রভাব কি?
উত্তর:
• ফরায়েজী আন্দোলন ধর্মীয় সংস্কারের আন্দোলনের পাশাপাশি কৃষকশ্রেণির শোষণ মুক্তির সশস্ত্র সংগ্রামে পরিণত করা।
• নিম্নশ্রণির জনগণের মধ্যে ঐক্য স্থাপন।
• ইংরেজ শাসকদের শোষণে বিপর্যস্ত বাংলার কৃষক এই আন্দোলনের মাধ্যমে শোষণবিরোধী প্রত্যক্ষ ভূমিকায় অবর্তীণ হওয়া।
• নীলকরদের অত্যাচার থেকে বাঁচার জন্য হাজার হাজার কৃষক ও শত শত জমিদার এই আন্দোলনে যোগদান করা।
• লাঠিয়াল বাহিনী গঠন ও এর মাধ্যমে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়া ।
ফরায়েজী আন্দোলনে হাজী শরীফতউল্লাহর অবদান কি কি?
উত্তর:
• হাজী শরীফতউল্লাহ ফরায়েজী আন্দোলনকে ধর্মীয় সংস্কার আন্দোলন থেকে কৃষকশ্রেণির সশস্ত্র সংগ্রামের আন্দোলনে পরিনত করেন।
• মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার বিস্তার ও অর্থনৈতিক দিকনির্দেশনা প্রদান করেন।
• মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার বিস্তার ও অর্থনৈতিক দিকনির্দেশনা প্রদান করেন।
• তিনি নিম্নশ্রেণির জনগণের মধ্যে দৃঢ় ঐক্য গড়ে তুলেন।
• প্রজাদের অবৈধ কর প্রদান থেকে বিরত রাখতে উপদেশ দেন।
• জমিদারদের সব অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুতি নেন।
• দেশ জুড়ে অভাব দেখা দিলে তিনি নুন ভাতের দাবি তুলেন।
• প্রজাদের জমিদারের অত্যাচার থেকে রক্ষা করতে লাঠিয়াল বাহিনী গঠন করেন।
হাজী শরীফতউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৮৪০ সালে।
হাজী শরীফতউল্লাহর পুত্রের নাম কি?
উত্তর: মুহম্মদ মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া।
দুদু মিয়া কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮১৯ সালে।
হাজী শরীফতউল্লাহর মৃত্যুর পর ফরায়েজি আন্দোলনের দ্বায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: দুদু মিয়া।
ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: হাজী শরীফতউল্লাহ ও তার পুত্র দুদু মিয়া।
ফরায়েজি আন্দোলন ধর্মীয় সংস্কার আন্দোলনের পাশাপাশি কৃষকশ্রেণির মুক্তির সশস্ত্র আন্দোলনে পরিনত হয় কার নেতৃত্বে?
উত্তর: দুদু মিয়ার।
ফরায়েজীদের গুরু বা ওস্তাদ কে ছিলেন?
উত্তর: দুদু মিয়া।
লাঠিয়াল বাহিনীর সেনাপতি কে ছিলেন?
উত্তর: জালালউদ্দিন মোল্লা।
গ্রামাঞ্চলে স্বাধীন সরকার গঠন করেন কে?
উত্তর: দুদু মিয়া।
ফরায়েজী আন্দোলন কাদের বিরুদ্ধে সংঘটিত হয়?
উত্তর: জমিদার, নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে।
ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধের আগুন জ্বলে উঠে কত সালে?
উত্তর: ১৮৫৭ সালে।
ইংরেজ সরকার দুদু মিয়াকে কোন কারাগারে আটকে রাখে?
উত্তর: কলকাতা কারাগারে।
দুদু মিয়া কলকাতা কারাগার থেকে কত সালে মুক্তি পান?
উত্তর: ১৮৬০ সালে।
দুদু মিয়া কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৮৬২ সালে।
ফরায়েজী আন্দোলন ব্যর্থ হয় কেন?
উত্তর: দুদু মিয়ার মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে।
ফরাজী আন্দোলনের দুজন নেতার নাম?
উত্তর: হাজী শরীফতউল্লাহ ও দুদু মিয়া।