দানবীর হাজী মুহম্মদ মহসিন

দানবীর হাজী মুহম্মদ মহসিন
হাজী মুহম্মদ মহসিন কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৭৩২ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে।

হাজী মুহম্মদ মহসিনের পিতা ও মাতার নাম কি?
উত্তর: পিতার নাম মুহম্মদ ফয়জুল্লাহ ও মাতার নাম জয়নাব খানম।

হাজী মুহম্মদ মহসিনের পৈতৃক নিবাস কোথায় ছিল?
উত্তর: পারস্যে।

হাজী মুহম্মদ মহসিনের গৃহশিক্ষক কে ছিলেন?
উত্তর: আগা সিরাজি।

হাজী মুহম্মদ মহসিন সঙ্গীত ও সেতার বাজানো শিখেন কার কাছ থেকে?
উত্তর: ভোলানাথ ওস্তাদ নামের একজন সঙ্গীতবিদের কাছে।

হাজী মুহম্মদ মহসিন কত সালে দেশ ভ্রমনে বের হয়?
উত্তর: ১৭৬২ সালে।

হাজী মুহম্মদ মহসিন দেশ ভ্রমন শেষে কত বছর পর ফিরে আসেন?
উত্তর: ২৭ বছর পর।

হাজী মুহম্মদ মহসিন তাঁর সমুদয় অর্থ ব্যয় করেন কিসে?
উত্তর: শিক্ষা বিস্তার ও চিকিৎসায়।

বাংলার হাতেম তাই বলে খ্যাত কে?
উত্তর: হাজী মুহম্মদ মহসিন।

মুহসিন ট্রাস্ট ফান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮০৬ সালে।

ইমাম বাড়ী প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: হাজী মুহম্মদ মহসীন।

হাজী মুহম্মদ মহসিন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৯ শে নভেম্বর, ১৮১২ সালে।