হেনরি লুই ডিরোজিও ও ইয়ং বেঙ্গল আন্দোলন

হেনরি লুই ডিরোজিও ও ইয়ং বেঙ্গল আন্দোলন
হেনরি লুই ডিরোজিও কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮ এপ্রিল, ১৮০৯ সালে কোলকাতা শহরে।

হেনরি লুই ডিরোজিও পিতা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: পর্তুগিজ।

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন?
উত্তর: লেখক ও সমাজ সংস্কারক। যিনি ইয়ং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে সাড়া জাগিয়েছিলেন।

রেনেসাঁ যুগে যুব সমাজের মাঝে আলোড়নের সৃষ্টি করেন কে?
উত্তর: হেনরি লুই ডিরোজিও।

ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর: হেনরি লুই ডিরোজিও।

হিন্দু কলেজের অধ্যাপক কে ছিলেন?
উত্তর: হেনরি লুই ডিরোজিও।

উপমহাদেশে চার্টার আইন করা হয় কত সালে?
উত্তর: ১৮৩৩ সালে।

একাডেমিরক অ্যাসোসিয়েশন কে ও কত সালে প্রতিষ্ঠা করেন?
উত্তর: হেনরি লুই ডিরোজিও ১৮২৮ সালে।

হেনরি লুই ডিরোজিওর অনুপ্রেরণায় ‘পার্থেনন’ নামের পত্রিকা প্রকাশ করত কারা?
উত্তর: হিন্দু কলেজের ছাত্ররা।

‘ইস্ট ইন্ডিয়া’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: হেনরি লুই ডিরোজিও।

হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন কোন সমাজ?
উত্তর: ইয়ং বেঙ্গল সমাজ।

‘হিসপাবাস’ পত্রিকার সম্পাদনা করেন কে?
উত্তর: হেনরি লুই ডিরোজিও।

হেনরি লুই ডিরোজিও কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৮৩১ সালে।

হেনরি লুই ডিরোজিও কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৩ বছর বয়সে।