ভারত স্বাধীনতা আইন: ব্রিটিশ শাসনের অবসান ও ভারত পাকিস্তানের উত্থান


ভারত স্বাধীনতা আইন: ব্রিটিশ শাসনের অবসান ও ভারত পাকিস্তানের উত্থান
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ক্লিমেন্ট অ্যাটলি।

ওয়াভেল পরিকল্পনা করেন কে ও কত সালে?
উত্তর: গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল ১৯৪৫ সালে।

ইংল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যাটলি কত সালে ভারতে নির্বাচন দেন?
উত্তর: ১৯৪৬ সালে।

মুসলিম লীগের নির্বাচনি কর্মসূচি কি ছিল?
উত্তর: পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা।

মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন?
উত্তর: বাংলার মুসলমানদের ভোটে।

পাকিস্তান প্রস্তাব কাদের ভোটে জয়ী হয়?
উত্তর: বাঙালি মুসলমানের ভোটে।

ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা করেন কে?
উত্তর: পেছিক লরেন্স।

মুসলিম লীগ ও কংগ্রেসকে অন্তর্বতীকালীন সরকারে যোগদানের আহবান জানান কে?
উত্তর: লর্ড ওয়াভেল।

মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করেন কবে?
উত্তর: ১৬ আগস্ট, ১৯৪৬।

ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন কখন?
উত্তর: মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করলে ভারতে হিন্দু মুসলমান দাঙ্গা দেখা দেয়। যার ফলে হাজার হাজার মানুষ নিহত হয়। এর প্রেক্ষিতে পরবর্তীতে ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করার সীদ্ধান্ত গ্রহণ করেন।

ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে কাকে বড়লাট করে পাঠান?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেনকে।

ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন কে?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেনকে।

ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করা হয় কবে?
উত্তর: ৩ জুন, ১৯৪৭।

ভারত-পাকিস্তান নামে দুইটি স্বাধীন ডোমিনিয়ন গঠন করা হয় কোথায় ও কত সালে?
উত্তর: লন্ডনে কমন্স সভার এক ঘোষণায় ১৫ জুলাই, ১৯৪৭ সালে।

ভারত-পাকিস্তানের সীমানা নির্ধারণ কমিটি গঠন করা হয় কার নেতৃত্বে?
উত্তর: স্যার র‍্যাডক্লিফের।

স্যার র‍্যাডক্লিফ সীমান্ত রোয়েদাদ জমা দেন কবে?
উত্তর: ৯ আগস্ট, ১৯৪৭।

ভারত-পাকিস্তান সীমান্ত বিভক্ত হয় কোন কমিশনের মাধ্যমে?
উত্তর: র‍্যাডক্লিফ কমিশনের মাধ্যমে।

‘ভারত স্বাধীনতা আইন’ প্রণয়ন করা হয় কবে?
উত্তর: ১৮ জুলাই, ১৯৪৭।

ইংল্যান্ডের রানি কতৃক ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়?
উত্তর: ১৮ জুলাই, ১৯৪৭।

ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ক্লিমেন্ট অ্যাটলি।

কোন আইনের মধ্য দিয়ে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?
উত্তর: ভারত স্বাধীনতা আইন।

ভারতবর্ষে ইংরেজ শাসনের অবসান হয় কত সালে?
উত্তর: ১৯৪৭ সালে।

পাকিস্তান স্বাধীনতা আর্জন করেন কত সালে?
উত্তর: ১৪ আগস্ট, ১৯৪৭।

ভারত নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় কত সালে?
উত্তর: ১৫ আগস্ট, ১৯৪৭।