ভারতীয় জাতীয় কংগ্রেস: উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন

ভারতীয় জাতীয় কংগ্রেস
পৃথিবীর প্রচীন বৃহত্তম রাজনৈতিক দল কোনটি?
উত্তর: জাতীয় কংগ্রেস।

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
উত্তর: জাতীয় কংগ্রেস।

জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৭ ডিসেম্বর, ১৮৮৫।

জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়?
উত্তর: অ্যালান অক্টোভিয়ান হিউম।

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে কে ছিলেন?
উত্তর: অ্যালান অক্টোভিয়ান হিউম, দাদাভাই নওরোজি, দিনশ এদুলজি ওয়াচা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মনমোহন ঘোষ, মহাদেব গোবিন্দ রানাডে ও উইলিয়াম ওয়েডারবার্ন প্রমুখ।

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড ডাফরিন।

ভারতীয় কংগ্রেসকে ক্ষুদ্র সংখ্যালঘু মনে করতেন কে?
উত্তর: লর্ড ডাফরিন।

ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয় কোথায়?
উত্তর: মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে।

জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?
উত্তর: মুম্বাই।

বর্তমানে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে?
উত্তর: সনিয়া গান্ধী।

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
উত্তর: উমেশচন্দ্র ব্যানার্জী।

জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: উমেশচন্দ্র বন্দোপাধ্যায়।

জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর: অ্যানি বেসান্ত।

ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর: সরোজিনী নায়ডু।

জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
উত্তর: বদরুদ্দিন তায়বজী।

জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ পদ কোনটি?
উত্তর: সভাপতি বা সভানেত্রী।

জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি?
উত্তর: AICC(All India Congress Committee)

প্রথম লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস কতটি আসন লাভ করে?
উত্তর: ৪৮৯ টির মধ্যে ৩৬৪ টি। (১৯৫২)

কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
উত্তর: দাদাভাই নৌরজী।

জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন?
উত্তর: মৌলানা আজাদ।

জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে “বন্দেমাতরম” কে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহন করা হয়?
উত্তর: ১৮৯৬ সালের কোলকাতা অধিবেশনে।

জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারতের জাতীয় স্তোত্র (Anthem) “জনগনমন” কে প্রথম গাওয়া হয়?
উত্তর: ১৯১১ সালের কোলকাতা অধিবেশনে।

জাতীয় কংগ্রেস সর্বপ্রথম কবে বিভক্ত হয়?
উত্তর: ১৯০৭ সালে সুরাট অধিবেশন।

বঙ্গভঙ্গের সময়ে কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উত্তর: জি.কে গোখেল।

মুসলিম লীগ গঠনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উত্তর: দাদাভাই নৌরজী।

প্রথম বিশ্বযুদ্ধের সময়ে কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উত্তর: ভূপেন্দ্রনাথ বোস।

জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের প্রথম যৌথ অধিবেশন কত সাথে ও কোথায় হয়?
উত্তর: ১৯১৬ সালে লক্ষ্নৌতে।

জালিওয়ানাবাগের হত্যাকান্ডের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উত্তর: মতিলাল নেহরু।

অসহযোগ ও খিলাফত আন্দোলনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উত্তর: হাকিম আজমল খান।

মহত্মা গান্ধী সর্বপ্রথম কতসালে কংগ্রেস সভাপতি হয়েছিলেন?
উত্তর: ১৯২৪ সালে।

সাইমন কমিশন ভারতে আসার সময়ে কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উত্তর: মুক্তার আহমেদ আনসারি।

জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ন স্বরাজের প্রস্তাব গৃহীত হয়?
উত্তর: ১৯২৯ সালের লাহোর অধিবেশনে।

লাহোর অধিবেশনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উত্তর: জহুরলাল নেহেরু।

জহুরলাল নেহেরু সর্বপ্রথম কত সালে কংগ্রেস সভাপতি হন?
উত্তর: ১৯২৯ সালে।

জাতীয় কংগ্রেস কবে সর্বপ্রথম স্বাধীনতা দিবস পালন করে?
উত্তর: ২৬ জানুয়ারি, ১৯৩০ সালে। 

জাতীয় কংগ্রেস কবে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করে?
উত্তর: ২৬ জানুয়ারি, ১৯৩০ সালে। 

সুভাষচন্দ্র বসু কতসালে প্রথম কংগ্রেস সভাপতি নিযুক্ত হন?
উত্তর: ১৯৩৮ সালে হরিপুরা অধিবেশনে।

সুভাষচন্দ্র বসু কতসালে দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নিযুক্ত হন?
উত্তর: ১৯৩৯ সালে ত্রিপুরা অধিবেশনে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উত্তর: সুভাষচন্দ্র বসু।

জাতীয় কংগ্রেস কত সালে “ভারত ছাড়ো” প্রস্তাব গ্রহন করে?
উত্তর: ১৯৪২ সালে।

সবথেকে বেশিবার কংগ্রেস সভাপতি নিযুক্ত হয়েছিলেন কে?
উত্তর: জহুরলাল নেহেরু ৬ বার সভাপতি নিযুক্ত হয়েছিলেন।

ভারতের কোন শহরে সবচেয়ে বেশিবার কংগ্রেসের অধিবেশন বসে?
উত্তর: কোলকাতা ১৬ বার।

ভারতের স্বাধীনতা আইন পাসের বা স্বাধীনতা লাভের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উত্তর: জে.বি কৃপালনি।

ভারতের সংবিধান গ্রহন ও কার্যকর হবার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উত্তর: পুরুষোত্তম দাস ট্যান্ডন।

জাতীয় কংগ্রেসকে ভারতীয় নির্বাচন কমিশন কতসালে জাতীয় দলের স্বীকৃতি দেয়?
উত্তর: ১৯৫৩ সালে।

জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত শ্রমিক সংগঠনের নাম কি?
উত্তর: INTUC.

জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত কৃষক সংগঠনের নাম কি?
উত্তর: সারাভারত কিষানসভা।

জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছাত্র সংগঠনের নাম কি?
উত্তর: ছাত্র পরিষদ।

জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত মহিলা সংগঠনের নাম কি?
উত্তর:মহিলা কংগ্রেস।

জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত যুব সংগঠনের নাম কি?
উত্তর: ভারতীয় যুব কংগ্রেস।