সিপাহী বিদ্রোহ: ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম

সিপাহী বিদ্রোহ: ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম
উপহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি?
উত্তর: সিপাহী বিদ্রোহ। 

সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?
উত্তর: ১৮৫৭ সালে।

সিপাহী বিদ্রোহের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর: উপমহাদেশ থেকে ইংরেজ শাসন অবসান করে স্বাধীন ভারতবর্ষ গঠন করা।

সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড ক্যানিং।

পলাশী যুদ্ধের কত বছর পর ভারতে সিপাহী বিদ্রোহ হয়?
উত্তর: একশত বছর।

সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল?
উত্তর:
• ইংরেজদের রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণের প্রতিবাদে।
• স্বত্ববিলোপ নীতি প্রণয়নের কারণে।
• ভারতীয় সৈনদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে।
• ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে।

স্বত্ববিলোপ নীতি প্রণয়ণ করেন কে?
উত্তর: লর্ড ডালহৌসি।

সিপাহী বিদ্রোহ বাংলাদেশের কোথায় কোথায় ছড়িয়ে পরেছিল?
উত্তর: ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী ইত্যাদি অঞ্চলে।

উপমহাদেশে এনফিল্ড রাইফেলের প্রচলন হয় কখন?
উত্তর: ব্রিটিশ শাসন আমলে।

সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: মঙ্গল পান্ডে।

সিপাহী বিদ্রোহ শুরু হয় কোথায় থেকে?
উত্তর: পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে।

বন্দুকের গুলি ছুড়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেন কে?
উত্তর: মঙ্গল পান্ডে।

সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উত্তর: মঙ্গল পান্ডে।

সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল?
উত্তর: ভারতে সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে। এখান থেকে এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারত অধুনা উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এছাড়া এই বিদ্রোহ পশ্চিমবঙ্গ থেকে বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত বিস্তার লাভ করে। ফলে সমগ্র ভারতে কোম্পানির সৈন্যদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এ বিদ্রোহের ফলে ভারতে কোম্পানি শাসনের অবসান হয় ও ব্রিটেনের তৎকালীন মহারানি ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন।

সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।

বিদ্রোহীরা দিল্লি দখল করার পর ভারতবর্ষের বাদশা হিসেবে কাকে ঘোষণা করেন?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ কে।

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নিহত হন কখন?
উত্তর: সিপাহী বিদ্রোহের সময়।

মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় নির্বাসিত হন?
উত্তর: মিয়ানমারের রেঙ্গুনে।

সিপাহী বিদ্রোহীদের মরদেহ ঢাকার কোথায় ঝুলিয়ে রাখা হয়?
উত্তর: বাহাদুর শাহ পার্কে।

সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজারীত স্থান কোনটি?
উত্তর: বাহাদুরশাহ পার্ক, ঢাকা।

সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম 'স্বাধীনতা যুদ্ধ' বলে কে বর্ণনা করেছেন ? 
উত্তর: বিনায়ক দামোদর।

ব্রিটিশ কোম্পানি শাসনের অবসান হয় কখন?
উত্তর: সিপাহী বিদ্রোহের ফলে।

উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত  সালে?
উত্তর: ১৯৪৭ সালে।

সিপাহী বিদ্রোহের সময় ব্রিটেনের রানি কে ছিলেন?
উত্তর: মহারানি ভিক্টোরিয়া।

ব্রিটিশ সরকার ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন কখন?
উত্তর: সিপাহী বিদ্রোহের পরে।

স্বত্ববিলোপ নীতি বাতিল করা হয় কখন?
উত্তর: ১৮৫৮ সালের ১ নভেম্বর।

সিপাহী বিদ্রোহ দমনে প্রধান প্রধান ইংরেজ সেনাপতি কারা ছিলেন?
উত্তর: জন লরেন্স, আউটরাম ও হ্যাভলক ।