নীল বিদ্রোহের ইতিহাস, কারণ ও ফলাফল

নীল বিদ্রোহের ইতিহাস, কারণ ও ফলাফল
বাংলাদেশে নীল চাষ শুরু হয় কত সালে?
উত্তর: ১৭৭০-১৭৮০ সালে।

উপমহাদেশে নীল চাষ শুরু করেন কারা?
উত্তর: ইংরেজরা।

ইংরেজরা বাংলায় নীল চাষ শুরু করেন কেন?
উত্তর: ভারতীয় উপমহাদেশের মাটি নীল চাষের উপযোগী হওয়ায় ইংরেজ নীলকরেরা ভারতবর্ষে নীল চাষ শুরু করেন।

নীলকর কারা ছিলেন?
উত্তর: ইংরেজ নীল ব্যবসায়ীরা নীলকর নামে পরিচিত ছিলেন।

ভারতের প্রথম নীলকর কে ছিলেন?
উত্তর: সাহেব লুই বোন্ন। 

দাদন প্রথা কি?
উত্তর: নীলকররা কৃষকদের নীল চাষের জন্য অগ্রিম অর্থ প্রদান করত। অভাবের কারনে চাষীরা অগ্রিম নিতে বাধ্য হতো। একবার কেউ অগ্রিম নিয়ে নিলে নীল চাষ থেকে বেরিয়ে আসতে পারত না। সুদসহ অর্থ পরিশোধ করলেও বংশ পরম্পরায় কৃষক নিজের জমিতে নীল চাষ করতে বাধ্য হতো। নীল চাষের জন্য নীলকরদের কাছ থেকে বাধ্য হয়ে এই অর্থ গ্রহণ করার প্রথাই দাদন প্রথা নামে পরিচিত ছিল।

পঞ্চম আইন কে ও কত সালে প্রণয়ন করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বিন্টিঙ্ক ১৮৩০ সালে পঞ্চম আইন প্রণয়ন করেন।

নীল বিদ্রোহ কত সালে হয়?
উওর: ১৮৫৯ সালে।

নীল বিদ্রোহের কারণ কি?
উত্তর:
• ব্রিটিশ নীলকরদের অত্যাচার।
• দাদন প্রথার মাধ্যমে নীল চাষীদের নীল চাষে আবদ্ধ করে রাখা।
• নীলকরদের প্রতারণা ও কারচুপি।
• দাদন নিয়ে নীল চাষীরা নীল চাষ না করলে গ্রেফতারি পরোয়ানা জারি করা।
• নীলচাষীদের স্বার্থরক্ষায় প্রচলীত আইন বিরোধী হওয়ায়।
• পত্রপত্রিকায় নীলকরদের অত্যাচার উঠে আসতে থাকায়।

নীল বিদ্রোহ কে কেন্দ্র করে যে নাটকটি রচিত হয়েছে তার নাম কি?
উওর: দীনবন্ধু মিত্রের নীল দর্পন।

নীল বিদ্রোহের কাহিনী কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট।

যশোরের নীল বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: নবীন মাধব ও বেণী মাধব নামে দুই ভাই।

হুগলিতে নীল বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
উত্তর: বৈদ্যনাথ এ বিশ্বনাথ সর্দার।

নদীয়ায় নীল বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: মেঘনা সর্দার।

নদীয়ার চৌগাছায় নীল বিদ্রোহের নেতৃত্ব দেন কারা?
উত্তর: বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস।

নীল বিদ্রোহের প্রথম শহীদ কে?
উত্তর: বিশ্বনাথ সর্দার।

ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন কবে গঠিত হয়?
উত্তর: ১৮৬১ সালে।

নীল বিদ্রোহের ফলাফল কি?
উত্তর: 
• নীল কমিশন বা ইন্ডিগো কমিশন গঠন। 
• নীল কমিশনের সুপারিশ অনুসারে নীলচাষ সম্পূর্ন চাষীদের ইচ্ছাধীন হয়।
• নীল বিদ্রোহের সাফল্য বাঙালি জাতীয়তাবাদ প্রসারে সহায়তা করেছিল।

উপমহাদেশে নীল চাষ চিরতরে বন্ধ হয় কত সালে?
উত্তর: ১৮৯২ সালে।