খিলাফত আন্দোলন
April 25, 2021
ভারতের মুসলমানেরা মুসলিম বিশ্বের খলিফা বলে কাকে শ্রদ্ধা করত?
উত্তর: তুরস্কের খলিফাকে।
খিলাফত আন্দোলনের সময় অটোমান সাম্রাজ্যের সুলতান কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় আব্দুল হামিদ।
খিলাফত আন্দোলন কবে শুরু হয়?
উত্তর: ১৯১৮ সালে।
খিলাফত আন্দোলনের সময়সীমা কত থেকে কত?
উত্তর: ১৯১৮ থেকে ১৯২৪ সাল।
তুরস্কের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে কোন আন্দোলন শুরু হয়েছিল?
উত্তর: খিলাফত আন্দোলন।
হিন্দু-মুসলমান ঐক্যবদ্ধ ব্রিটিশ বিরোধী আন্দোলন কোনটি?
উত্তর: খিলাফত আন্দোলন।
খিলাফত আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন?
উত্তর: মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী ও মাওলানা আবুল আজাদ।
বঙ্গীয় খিলাফত আন্দোলনের সভাপতি কে ছিলেন?
উত্তর: মওলানা আবদুর রউফ।
মাওলানা শওকত আলী ও মাওলানা আবুল কালাম আজাদ কত সালে ঢাকায় আসেন?
উত্তর: ১৯২০ সালের মার্চে।
খিলাফত দিবস কত তারিখ?
উত্তর: ১৭ অক্টোবর।
খিলাফত আন্দোলনের কারণ কি?
বা,
ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন?
উত্তর:
• তুরস্কের খলিফার মর্যাদা ও অখন্ডতা রক্ষা।
• ভারতের জন্য স্বরাজ অর্জন।
• ১৯২০ সালে সেভার্সের চুক্তি অনুযায়ী শাস্তিসরূপ তুরস্ককে খন্ডবিখন্ড করার পরিকল্পনা করা।
খিলাফত ইশতেহার কত সালে প্রকাশ করা হয়?
উত্তর: ১৯২০ সালে।