ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য ও এর রচয়িতা: কবিতা, উপন্যাস, নাটক, গান, চলচ্চিত্র

ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য ও এর রচয়িতা: কবিতা, উপন্যাস, নাটক, গান, চলচ্চিত্র
কবিতা:

একুশের প্রথম কবিতা কোনটি?
উত্তর: কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।

‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কে রচনা করেন?
উত্তর: মাহবুব-উল-আলম।

শহীদ মিনার নিয়ে ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি রচনা করেন কে?
উত্তর: আলাউদ্দিন আল আজাদ।

‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’- কবিতাটি কে রচনা করেন?
উত্তর: শামসুর রাহমান।

‘সভয়তার মনিমধ্যে’- কবিতাটি কে রচনা করেন?
উত্তর: সৈয়দ শামসুল হক।

উপন্যাস:

‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি কে রচনা করেন?
উত্তর: জহির রায়হান।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ‘একুশে ফেব্রুয়ারি’- উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: জহির রায়হান।

‘আর্তনাদ’ উপন্যাসটি কে রচনা করেন?
উত্তর: শওকত ওসমান।

‘যাপিত জীবন’- উপন্যাসটি কে রচনা করেন?
উত্তর: সেলিনা হোসেন।

নাটক:

কবর নাটকটি কে রচনা করেন?
উত্তর: মুনির চৌধুরি।

কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে ও কোথায়?
উত্তর: ২১ ফেব্রুয়ারি, ১৯৫৩ সালে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

গান:

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তর: গীতিকার: আবদুল গফ্ফর চৌধুরী ও সুরকার: শহীদ আলতাফ মাহমুদ।

‘রক্তে আমার আবার প্রলয় দোলা’- গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তর: গীতিকার: আবদুল গাফফার চৌধুরী ও সুরকার: শহীদ আলতাফ মাহমুদ।

‘ভুলব না ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না’- গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তর: গীতিকার: গাজীউল হক ও সুরকার: নিজামুল হক।

‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’- গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তর: গীতিকার ও সুরকার: আবদুল লতিফ।

‘রফিক, শফিক, বরকত নামে বাংলা মায়ের দুরন্ত ক’টি ছেলে’- গানটিক গীতিকার ও সুরকার কে?
উত্তর: উত্তর: গীতিকার ও সুরকার: আবদুল লতিফ।

‘মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে’- গানটির গীতিকার ও সুরাকার কে?
উত্তর: গীতিকার: মোশাররফ হোসেন ও সুরকার: শহীদ আলতাফ মাহমুদ।

‘ও আমার এই বাংলা ভাষা’- গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তর: গীতিকারও সুরকার: আবদুল লতিফ।

‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে গেল যারা’- গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তর: গীতিকার: বদরুল হাসান ও সুরকার: শহীদ আলতাফ মাহমুদ।

রাষ্ট্রভাষা আন্দোলন করিলিরে বাঙালি’- গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তর: গীতিকার: শামসুদ্দিন আহমেদ ও সুরকার: শহীদ আলতাফ মাহমুদ।

‘কৃষ্ণচূড়া আর রক্ত পলাশের’- গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তর: গীতিকার: নাজিম মাহমুদ ও সুরকার: সাধন সরকার।

‘আমার চেতনার ঢেউ মাথা কুটল’- গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তর: গীতিকার: নাজিম মাহমুদ ও সুরকার: সাধন সরকার।

চলচ্চিত্র:

‘জীবন থেকে নেওয়া’- চলচ্চিত্রটির পরিচালনা করেন কে?
উত্তর: জহির রায়হান।

‘ফাগুন হাওয়ায়’- চলচ্চিত্রটির নির্মাতা কে?
উত্তর: তৌকীর আহমেদ।