মহাত্মা গান্ধী: ভারতের জাতির পিতা

মহাত্মা গান্ধী: ভারতের জাতির পিতা
মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কি?
উত্তর: মোহনদাস করমচাঁদ গান্ধী।

ভারতের জাতির জনক বা পিতা কে?
উত্তর: মহাত্মা গান্ধী।

মহাত্মা গান্ধীর মায়ের নাম কি?
উত্তর: পুতলিবাই গান্ধী।

মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কি?
উত্তর: কস্তুরবা গান্ধী।

মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২ রা অক্টোবর, ১৮৬৯।

মহাত্মা গান্ধীর জন্মস্থান কোথায়?
উত্তর: পর্বান্দার, গুজরাট, ভারত।

আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয় কার জন্ম তারিখে?
উত্তর: মহাত্মা গান্ধীর।

অহিংসা ও সত্য কে মহত্মা গান্ধী কিসের সাথে তুলনা করেছিলেন?
উত্তর: তার ফুসফুসের।

বাপুজি কার উপাধি ছিল?
উত্তর: মহাত্মা গান্ধীর।

সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী।

নাটাল ইন্ডিয়ান কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: মহাত্মা গান্ধী।

ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধী প্রবেশ করেন কত সালে?
উত্তর: ১৯১৭ সালে।

মহাত্মা গান্ধী ভারতের কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস।

মহাত্মা গান্ধীকে বাপুজি উপাধি দেওয়া হয় কখন?
উত্তর: খেদা ও চম্পারন সত্যাগ্রহের সময়।

খেদা ও চম্পারন সত্যাগ্রহ কত সালে হয়?
উত্তর: ১৯১৮ সালে।

অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক বলা হয় কাকে?
উত্তর: মহত্মা গান্ধী কে।

অসহযোগ আন্দোলনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মহাত্মা গান্ধীকে গ্রেফতার করা হয় কত তারিখ?
উত্তর: ১৯২২ সালের ১০ মার্চ।

মহাত্মা গান্ধী কত সালে কংগ্রেস সভাপতি হয়েছিলেন?
উত্তর: ১৯২৪ সালে।

ডান্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন কে?
উত্তর: মহাত্মা গান্ধী।

আইন অমান্য আন্দোলন শুরু করেন কে?
উত্তর: মহাত্মা গান্ধী।

ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী।

মহাত্মা গান্ধী কংগ্রেস থেকে নিজের সদস্যপদ প্রত্যাহার করেন কেন?
উত্তর: কংগ্রেস পার্টি ফেডারেশন স্কিমের ক্ষমতা মেনে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হওয়ায়।

গান্ধীকে মহাত্মা উপাধি প্রদান করেন কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় কবে?
উত্তর: ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়।

মহাত্মা গান্ধীর হত্যাকারী কে ছিলেন?
উত্তর: নাথুরাম গডসে নামের একজন হিন্দু মৌলবাদী।

মহাত্মা গান্ধীর লেখা আত্মজীবনির নাম কি?
উত্তর: দি স্টোরি অফ মাই এক্সপেরিমেণ্টস উইথ ট্রুথ।

হিন্দু স্বরাজ গ্রন্থটি কার লেখা?
উত্তর: মহাত্মা গান্ধীর।