নওয়াব আবদুল লতিফ
April 25, 2021
নওয়াব আবদুল লতিফ কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: নওয়াব আবদুল লতিফ ২৮ মার্চ, ১৮২৮ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন।
নওয়াব আবদুল লতিফ কোথায় কোথায় অধ্যাপনা করেন?
উত্তর: ঢাকা কলেজিয়েট স্কুল ও পরে কোলকাতা মাদ্রাসায়।
বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে?
উত্তর: নওয়াব আব্দুল লতিফকে।
নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয় কেন?
উত্তর: আধুনিক শিক্ষায় বাংলার মুসলমানদের উদ্বদ্ধ করার জন্য।
নওয়াব আবদুল লতিফ কে কোলকাতা প্রসিডেন্সির ম্যাজিস্ট্রেট পদে উন্নীত করা হয় কত সালে?
উত্তর: ১৯৭৭ সালে।
নওয়াব আবদুল লতিফ কত সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন?
উত্তর: ১৮৮৪ সালে।
খান বাহাদুর ও নওয়াব কার উপাধি ছিল?
উত্তর: নওয়াব আবদুল লতিফের।
বাঙালি মুসমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন কে?
উত্তর: নওয়াব আবদুল লতিফ।
মোহামেডান লিটারেরী সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজের কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: নওয়াব আবদুল লতিফ।
মোহামেডান লিটারেরী সোসাইটি কেন গঠন করা হয়?
উত্তর: বাংলার মুসলমানদের আধুনিক শিক্ষায় উদ্বদ্ধ করা এবং শিক্ষিত মুসলমান, হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলার লক্ষ্যে মোহামেডান লিটারেরী সোসাইটি কেন গঠন করা হয়।
কার প্রচেষ্টায় কোলকাতা মাদ্রাসায় অ্যাংলো-পার্সিয়ান বিভাগ খোলা হয়?
উত্তর: নওয়াব আবদুল লতিফের।
কার প্রচেষ্টায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়?
উত্তর: নওয়াব আবদুল লতিফের।
নওয়াব আবদুল লতিফ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৮৯৩ সালের ১০ জুলাই।