অহিংস ও অসহযোগ আন্দোলন: ইতিহাস, কারণ ও ফলাফল

অহিংস ও অসহযোগ আন্দোলন: ইতিহাস, কারণ ও ফলাফল
অহিংস ও অসহযোগ আন্দোলন | Photo: Getty Images
মহাত্মা গান্ধী তার দুটি ফুসফুসের সাথে তুলনা করেছিলেন?
উত্তর: অহিংসা ও সত্য কে।

অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক কে?
উত্তর: মহাত্মা গান্ধী।

মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি?
উত্তর: অসহযোগ আন্দোলন।

দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন কে?
উত্তর: মহাত্মা গান্ধী।

অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?
উত্তর: মহাত্মা গান্ধী।

ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধী প্রবেশ করেন কত সালে?
উত্তর: ১৯১৭ সালে।

অসহযোগ আন্দোলনের সময়কাল কত?
উত্তর: ১৯২০-১৯২২।

অসহযোগ আন্দোলনের কারণ কি?
উত্তর:
• ব্রিটিশ সরকারের জনগণ বিরুধী রাওলাট আইন প্রণয়ন।
• ব্রিটিশ সরকারের দমননীতি।
• ব্রিটিশ সরকারের জালিওয়ালাবাগ হত্যাকান্ড।
• অর্থনৈতিক মন্দার ফলে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি।

অসহযোগ আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল?
উত্তর: ব্রিটিশ সরকারের সাথে অহিংস আন্দোলনের মাধ্যমে জনসাধারনের অধিকার আদায় করা।

রাওলাট আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর ডাকে হরতাল পালন করা হয় কত তারিখ?
উত্তর: ৬ এপ্রিল, ১৯১৯।

অসহযোগ আন্দোলন সর্ব-ভারতীয় গণ-আন্দোলনে রূপ নেয় কত সালে?
উত্তর: ১৯২১-১৯২২ সালে।

হিন্দু-মুসলমানদের অহিংস আন্দোলনের আহবান জানান কে ও কত সালে?
উত্তর: মহাত্মা গান্ধী ১৯২৩ সালে।

অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন কে?
উত্তর: মহাত্মা গান্ধী।

অসহযোগ আন্দোলনের ফলাফল কি ছিল?
উত্তর:
• আন্দোলন সহিংসতার দিকে মোড় নিতে থাকলে সকল কর্মকাণ্ডের ব্যর্থতার আশঙ্কায় অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
• মহাত্মা গান্ধীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ছয় বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
• গান্ধী ঐক্যবদ্ধ ব্যক্তিত্বের অভাবে কংগ্রেসের ভিতর ফাটল ধরে যা দলটিকে দুটি ভাগে ভাগ করে দেয়।

বিশ্ব অহিংসা দিবস কত তারিখ?
উত্তর: ২ অক্টোবর।